আমরা সাধারণত যে পার্টি বেলুনগুলো কিনি সেগুলো প্রায় ৩০ সে.মি বা ১ ফুটের মতো হয়।মানে,
বেলুনের Diameter বা ব্যাস ৩০ সে.মি
তাহলে radius বা ব্যাসার্ধ হবে (৩০/২=১৫ সে.মি)
এখন আমাদের জানতে হবে,একটা পার্টি বেলুন কী পরিমাণ হিলিয়াম গ্যাস(He) ধারণে সক্ষম?
এরজন্য জানতে হবে বেলুনের আয়তন,তাই আমরা আমাদের পরিচিত এই সূত্র দিয়েই বেলুনের Volume বা আয়তন বের করবো,
যেহেতু বেলুনের ব্যাসার্ধ ১৫ সে.মি তাই (৪/ ৩)*π*(১৫)^৩=১৪১৩ ৭.২ ঘন সে.মি
১৪১৩৭.২/ ১০০০=১৪.১৪ লিটার
তাহলে আমরা যা পেলাম,একটা পার্টি বেলুন ১৪ লিটার হিলিয়াম গ্যাস ধারণে সক্ষম।
এরজন্য জানতে হবে বেলুনের আয়তন,তাই আমরা আমাদের পরিচিত এই সূত্র দিয়েই বেলুনের Volume বা আয়তন বের করবো,
যেহেতু বেলুনের ব্যাসার্ধ ১৫ সে.মি তাই (৪/
১৪১৩৭.২/
তাহলে আমরা যা পেলাম,একটা পার্টি বেলুন ১৪ লিটার হিলিয়াম গ্যাস ধারণে সক্ষম।
আরেকটা বিষয় জানা বাকি,Lifting Force(যে বল অভিকর্ষের বিপরীতে কাজ করে কোন বস্তুকে উপরের দিকে যেতে ধাক্কার সৃষ্টি করে)।
আমরা জানি,
He গ্যাসের lifting force এর মান প্রায় 1g/l মানে প্রতি লিটার হিলিয়াম গ্যাস মাত্র ১ গ্রাম ভরের বস্তু উপরে উঠাতে পারে।যেহেতু একটি বেলুন ১৪ লিটার ধারণ করতে পারে তাই এটি ১৪ গ্রাম ভর উত্তোলনে সক্ষম হবে।
আমরা জানি,
He গ্যাসের lifting force এর মান প্রায় 1g/l মানে প্রতি লিটার হিলিয়াম গ্যাস মাত্র ১ গ্রাম ভরের বস্তু উপরে উঠাতে পারে।যেহেতু একটি বেলুন ১৪ লিটার ধারণ করতে পারে তাই এটি ১৪ গ্রাম ভর উত্তোলনে সক্ষম হবে।
এবার জানতে হবে যে ব্যাক্তি বেলুনে চড়ে উড়তে চায় তার ভর,
এক্ষেত্রে আমি আমারটাই বলি,
আমার Mass বা ভর ৫২ কে.জি=৫২০০০ গ্রাম
তাই আমার জন্য হিলিয়াম গ্যাস লাগবে মোটামুটি ৫২০০০ লিটার।এক্সট্রা সব কিছুর জন্য ভর অনুপাতে গ্যাসের পরিমাণ এবং বেলুনের পরিমাণ বাড়াতে হবে।
এক্ষেত্রে আমি আমারটাই বলি,
আমার Mass বা ভর ৫২ কে.জি=৫২০০০ গ্রাম
তাই আমার জন্য হিলিয়াম গ্যাস লাগবে মোটামুটি ৫২০০০ লিটার।এক্সট্রা সব কিছুর জন্য ভর অনুপাতে গ্যাসের পরিমাণ এবং বেলুনের পরিমাণ বাড়াতে হবে।
এবার শেষ কাজ,এক্ষেত্রে আমার জন্যঃ
১ টা বেলুন ধরতে পারে ১৪ লিটার গ্যাস ফলে তা ১৪ গ্রাম উঠাতে সক্ষম;তাহলে ৫২০০০ গ্রাম এর জন্য বেলুন লাগবে (৫২০০০গ্রাম /১৪ গ্রাম=৩৭১৪টি বেলুন)
আমি ৫২ কে.জি তাহলে যা পেলাম আমার জন্য বেলুন লাগবে প্রায় ৩৭১৪ টি।বেলুনের সাতে সুতা বা অন্যান্য জিনিসের জন্য বাড়তি সব মিলিয়ে ধরলাম ৪০০০ টি পার্টি বেলুন লাগবে,যা আমাকে আকাশে উড়াবে!
১ টা বেলুন ধরতে পারে ১৪ লিটার গ্যাস ফলে তা ১৪ গ্রাম উঠাতে সক্ষম;তাহলে ৫২০০০ গ্রাম এর জন্য বেলুন লাগবে (৫২০০০গ্রাম /১৪ গ্রাম=৩৭১৪টি বেলুন)
আমি ৫২ কে.জি তাহলে যা পেলাম আমার জন্য বেলুন লাগবে প্রায় ৩৭১৪ টি।বেলুনের সাতে সুতা বা অন্যান্য জিনিসের জন্য বাড়তি সব মিলিয়ে ধরলাম ৪০০০ টি পার্টি বেলুন লাগবে,যা আমাকে আকাশে উড়াবে!
সংক্ষেপঃ
আপনারটা বের করতে আপনার ভরকে গ্রামে রুপান্তর করে ১৪ গ্রাম দিয়ে ভাগ দিলেই কাজ শেষ,পেয়ে যাবেন ঠিক কতটা বেলুন আপনাকে উড়িয়ে নিতে পারে!
Let's fly & set a new balloon record!
উল্লেখ্য বেলুনের আকার বড় হওয়াই ভালো কারণ এক্ষেত্রে কাজটা ব্যবহারিক ক্ষেত্রে অধিক সহজ হয়ে যায়।
বলে রাখি,হিলিয়াম গ্যাস দামী হলেও হাইড্রোজেন এর চেয়ে ঝুঁকি কম তাই হিলিয়াম বেলুন বেশি উচ্চতায় উঠতে এবং বেশিক্ষণ শূণ্যে ভাসতে সর্বাপেক্ষা উত্তম।
ধন্যবাদ।
আপনারটা বের করতে আপনার ভরকে গ্রামে রুপান্তর করে ১৪ গ্রাম দিয়ে ভাগ দিলেই কাজ শেষ,পেয়ে যাবেন ঠিক কতটা বেলুন আপনাকে উড়িয়ে নিতে পারে!
Let's fly & set a new balloon record!
উল্লেখ্য বেলুনের আকার বড় হওয়াই ভালো কারণ এক্ষেত্রে কাজটা ব্যবহারিক ক্ষেত্রে অধিক সহজ হয়ে যায়।
বলে রাখি,হিলিয়াম গ্যাস দামী হলেও হাইড্রোজেন এর চেয়ে ঝুঁকি কম তাই হিলিয়াম বেলুন বেশি উচ্চতায় উঠতে এবং বেশিক্ষণ শূণ্যে ভাসতে সর্বাপেক্ষা উত্তম।
ধন্যবাদ।
Writer: Myin Uddin
Tags:
Aerospace