বাংলাতে Aircraft অর্থ বিমান আর Airplane/
প্রথমেই শুরু করি এটা দিয়ে,Airplane আর Aeroplane কী ভিন্ন জিনিস?
না,Aero(বাতাস) এটা ব্রিটিশ ইংলিশ আর Air(বাতাস) এটা আমেরিকান ইংলিশ।তাই এরোপ্লেন ইউরোপে এবং এয়ারপ্লেন আমেরিকায় ব্যবহার করা হয়।বিশ্বযুদ্ধের সময় থেকে ব্রিটিশ বনাম আমেরিকার ধর্ম ছিলো এরা সবসময় সব দিক দিয়ে নিজেদের অনন্য রাখতে চাইত।তাহলে জেনে রাখুন Airplane এবং Aeroplane একই শব্দ এবং আসলে এটা দ্বারাই আমরা আকাশে যে বিমান দেখি তা বুঝাই।
না,Aero(বাতাস) এটা ব্রিটিশ ইংলিশ আর Air(বাতাস) এটা আমেরিকান ইংলিশ।তাই এরোপ্লেন ইউরোপে এবং এয়ারপ্লেন আমেরিকায় ব্যবহার করা হয়।বিশ্বযুদ্ধের
তাহলে Aircraft এবং Airplane এর মধ্যে তফাত কী?
এখন একটু ব্যাখ্যা করি,এয়ারক্রাফট দ্বারা বাতাসে উড়তে সক্ষম এমন সব যানবাহনকে বুঝাই আর এয়ারপ্লেন দ্বারা কেবল এমন একধরনের এয়ারক্রাফট বুঝাই যাদের স্থিরীকৃত পাখা এবং ইঞ্জিন থাকে(Fixed Wing & Engine)।তাহলে লক্ষ্য করুন এয়ারপ্লেন হলো একধরনের এয়ারক্রাফট মানে এয়ারক্রাফটের একটা বিশেষ ক্যাটাগরি হলো এয়ারপ্লেন।আশা করি বুঝাতে পেরেছি।
এখন একটু ব্যাখ্যা করি,এয়ারক্রাফট দ্বারা বাতাসে উড়তে সক্ষম এমন সব যানবাহনকে বুঝাই আর এয়ারপ্লেন দ্বারা কেবল এমন একধরনের এয়ারক্রাফট বুঝাই যাদের স্থিরীকৃত পাখা এবং ইঞ্জিন থাকে(Fixed Wing & Engine)।তাহলে লক্ষ্য করুন এয়ারপ্লেন হলো একধরনের এয়ারক্রাফট মানে এয়ারক্রাফটের একটা বিশেষ ক্যাটাগরি হলো এয়ারপ্লেন।আশা করি বুঝাতে পেরেছি।
একটু শ্রেণীবিভাগ আলোচনা,এয়ারক্রা ফট দুই ধরনের হয়ে থাকে,
১. Aerostat(বাতাসে র চেয়ে হালকা ফ্লাইট)
২. Aerodyne(বাতাসে র চেয়ে ভারী ফ্লাইট)
এই এরোডাইন আবার দুই প্রকার,
১. Fixed Wing Aircraft (বিমান)
২. Rotorcraft (হেলিকপ্টার)
আরো অনেক ভাগ-উপভাগ আছে,আমি সেদিকে আর যাচ্ছিনা।
১. Aerostat(বাতাসে
২. Aerodyne(বাতাসে
এই এরোডাইন আবার দুই প্রকার,
১. Fixed Wing Aircraft (বিমান)
২. Rotorcraft (হেলিকপ্টার)
আরো অনেক ভাগ-উপভাগ আছে,আমি সেদিকে আর যাচ্ছিনা।
কোনটা এয়ারক্রাফট কোনটা এয়ারপ্লেন সেটা বুঝবেন দুটা কৌশলেঃ
প্রথমেই দেখুন পাখা আছে কিনা যদি থাকে সেটা স্থির নাকি হেলিকপ্টারের মতো ঘূর্ণায়মান।স্থিএবার ইঞ্জিন আছে কিনা দেখুন যদি থাকে সেটি এয়ারপ্লেন কিন্তু স্থির পাখা থাকাও আবশ্যক।হেলিকপ্টারের পাখা নেই,রোটর আছে তাই এটি Rotorcraft যদিও ইঞ্জিন আছে তাও এটাকে এয়ারপ্লেন বলতে পারবেননা কিন্তু এটা একটা এয়ারক্রাফট আবার Gliders এ কোন ইঞ্জিন নেই কিন্তে স্থির পাখা আছে তাও এটি এয়ারপ্লেন নয় যদিও এটা একপ্রকার এয়ারক্রাফট।
মজার ব্যাপার হলো Rocket কে আপনি এয়ারক্রাফটই বলতে পারবেননা,একটু ভেবে দেখুন কেন কিন্তু মিসাইলকে আপনি মোটামুটি এয়ারপ্লেন বলতে পারেন।আবার Hovercraft কে এয়ারপ্লেন ভুলেও বলতে পারবেননা এবং এটা।এয়ারক্রাফট কিনা সন্দেহ আছে কারণ এগুল বিশেষ টাইপের Ground Effect Vehicle ক্যাটাগরিতে পড়ে।
বেলুন কী এয়ারক্রাফট,এটা আপনারাই জানান কমেন্টে!
ধন্যবাদ।
লেখকঃ মাঈন উদ্দিন
Tags:
Aerospace