Aircraft Emergency Call: ('মেডে মেডে মেডে' 'পেনপেন পেনপেন পেনপেন'-এসব কী,কেন,কখন,বিস্তারিত আলোচনা)


"Ad Astra"," Gravity","Apollo 13 এই মুভি গুলো হয়তো দেখেছেন অথবা এমন কোন একটা মুভি যেখানে পাইলট কিংবা নভোচারী "May Day-May Day-May Day" বলে জুরুরি মুহূর্তে সাহায্য চাচ্ছে।তাহলে আপনার মাথায় প্রথমেই যে প্রশ্ন চড়ে বসবে সেটি হলো সাহায্য চাওয়ার জন্য শব্দটি Help! হলে দোষ কী ছিলো,May Day হলো কেন???

তাহলে শুনুন ইতিহাস-
সালটা ১৯২৭,একজন ব্রিটিশ ফ্রেন্স পাইলট জনাব ফ্রেডরিক মকফোর্ডের উপর দায়িত্ব দেওয়া হলো এমন একটি শব্দ বের করতে যা যেকোন বিপজ্জনক সময়ে যেমন 'ফ্লাইট ক্রাশ হতে পারে এমন ক্ষেত্রে','ইঞ্জিন ফেইল','বার্ড স্ট্রাইক','আগুন' এমনক্ষেত্রে কেবলমাত্র পাইলট ব্যবহার করবে।
জনাব ফ্রেডরিক অনেক ভাবনাচিন্তার পর একটি ফ্রেন্স শব্দ উদ্ধার করে ইংরেজি করে ফেললেন।শব্দটা ছিলো ফ্রেন্স M'aidez যার মানে সাহায্য চাওয়া।যেহেতু উচ্চারণ শুনতে May Day'র মতো ওনি এই শব্দ থেকে "May Day" শব্দটি গ্রহণ করেন এবং পরে বৈশ্বিক একটি এভিয়েশন সমাবেশে তার প্রস্তাবিত এই শব্দ আন্তর্জাতিকভাবে সব এয়ারক্রাফট এমারজেন্সি কল হিসেবে স্বীকৃতি দেয়।এভাবেই May Day Call এর জন্ম!
আরেকটা বিষয় খেয়াল করেছেন হয়ত,এটা বরাবরই তিনবার করে বলে,এর কারণই বা কী?
এটার কারণ খুব সাধারণ-
হট্টগোল,কোলাহল,চেঁচামেচির মধ্যেও যাতে ভালোভাবে পাইলট বুঝাতে পারেন খুব বিপজ্জনক অবস্থা,জুরুরি ভিত্তিতে তাদের কোন পদক্ষেপ নেওয়া লাগবে।ATC(এয়ার ট্রাফিক কন্ট্রোল) পাইলটের এই "May Day-May-Day-MayDay" তিনবার বলার পর এয়ারপোর্ট থেকে জুরুরি পদক্ষেপ নিতে অনুমতি দেয় এবং সর্বাত্মক চেষ্টায় বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট হয়।

এই শব্দটা হয়ত আমরা মুভিতে শুনিনা এটা হচ্ছে May Day Call এর মতোই অন্য একটি কল যার নাম "PANPAN-PANPAN-PANPAN"
এটি ব্যবহার করা হয় খুব বিপজ্জনক এমন না কিন্তু কোন যাত্রী বা পাইলট মারাত্মক অসুস্থ হয়ে পড়লে জুরুরি ভিত্তিতে বিমান ল্যান্ড করাতে হবে এমন ক্ষেত্রে মানে May Day কল এর চেয়ে কম সিরিয়াস কেসে এটি ব্যবহার করা হয়।এটিও একটি ফ্রেন্স শব্দ Penne থেকে আসে যার অর্থ Breakdown এবং এটিও তিনবার বলতে হয়।
এসব জুরুরি ভিত্তিতে May Day অথবা PANPAN Call এর পর পাইলটকে সতর্কতার সাথে তিনটি কাজ সামাল দিতে হয়ঃ
> Aviate (ভারসাম্য ঠিক রেখে উড়া)
> Navigate (সঠিক পথে আগানো)
> Communicate (যোগাযোগ অব্যাহত রাখা)
পূর্বে যোগাযোগ বা অন্যান্য ক্ষেত্রে Morse Code ব্যবহার করা হতো কিন্তু এখন Radio Frequency ব্যবহার করা হয় এবং এসব ইমারজেন্সি কল বর্তমানে এভিয়েটর,মেরিনারসবাই ব্যবহার করে।


Writer: Myin Uddin 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম