ভুল করে কারো নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে দেওয়ার পর আপনার করনীয়ঃ

bkash logo

আমরা অনেক সময় বিকাশে টাকা লেনদেন করতে গিয়ে ডিজিট এর হেরফের করে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দেই।
এরপর তো মাথায় হাত! পাগলের মত হয়ে যাওয়া লাগে।
টাকা পুনরুদ্ধারের জন্য কয়েকটা ট্রিক্স এবং স্টেপ আপনাকে ফলো করতে হবে।

➡️ আপনি টাকা চলে যাওয়ার সাথে সাথে ঐ ব্যাক্তির ফোনে কল দিবেন না। অনেকে ফোন দিয়ে বাবা- চাচা ডেকে কান্নাকাটি করে অনেকভাবে রিকুয়েস্ট করতে থাকেন। কিছু ক্ষেত্রে সে লোকটি সৎ হলে টাকা ব্যাক দিয়ে দেয়। কিন্তু সৎ না হলে আপনার ফোনকল পাবার সাথে সাথে সে টাকা উঠিয়ে ফেলবে। এরপর আপনি কোনোভাবেই টাকা ফিরে পাবার আশা করতে পারবেন না। উল্লেখ্য এটা যেহেতু বাংলাদেশ সেহেতু অসৎ আর যোচ্চোরের সংখ্যাই বেশি।
তাই টাকা ভুলবশত চলে যাওয়ার পর সাথে সাথে ফোন দিবেন না।

➡️ সাথে সাথে নিকটস্থ থানায় চলে যান। ট্রান্সজেকশন নাম্বার নিয়ে জিডি করুন। এজ সুন এজ পসিবল জিডি কপি নিয়ে বিকাশ অফিসে যোগাযোগ করবেন।

➡️ বিকাশ অফিসের কতৃপক্ষ ওই ব্যাক্তির একাউন্ট ট্যাম্পোরারি লক করে দিবে এবং তার সাথে যোগাযোগ করবে। প্রাপক যদি তখন জানায় হ্যা টাকা এসেছে, বিকাশ অফিস থেকেই টাকা স্থানান্তর করে দিবে, যদি তিনি নিজের টাকা দাবী করেন, তাহলে ৭ কর্মদিবসের মাঝে তাকে অফিসে এসে একাউন্ট ঠিক করে নিতে হবে।

➡️ পরবর্তী ৬ মাস একাউন্ট ঠিক না করলে তার একাউন্ট টি অটো ডিজেবল হয়ে যাবে চিরতরে, এবং প্রেরক আদালতের সাহায্য নিয়ে টাকা আনতে পারবেন।

Sameer Hossain

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম