পরীক্ষায় ভালো মার্কস পেতে কিছু পরামর্শ


আমার এক ফ্রেন্ড ছিলো। অনেক টেলেন্টেড, অনেক পড়াশোনা করতো এবং পড়া মনে রাখতে পারতো। কিন্তু তাও তার এক্সাম সব সময় ভালো হতো না। কারন সে সবকিছুই পড়ে ফেলতে চাইতো, আর পড়ার বাইরে থেকে কিছু আসলে লিখতে পারতো না।
এক্সামে ভালো করার জন্য ভালো পারার সাথে সাথে স্মার্ট হওয়াও জরুরী।

> সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রস্তুতি এবং রিভিশন। এই দুটি ভালো ফল অর্জনের পূর্বশর্ত। যারা রেগুলার পড়বে তাদের জন্য এটা সহজ ব্যাপার।

>ভালো রেজালট করতে সকল সাবজেক্ট এ ভালো করা জরুরী। তাই কোন সাবজেক্ট ইনকমপ্লিট ফেলে রাখা উচিত না।

> পাঠ্যবইয়ের উপর পরিষ্কার ধারনা থাকতে হবে। পরীক্ষায় আসার মতো টপিকস ভালো ভাবে আয়ত্ত করে নিতে হবে।

> সময়ের দিকে খেয়াল করে উত্তর লিখতে হবে। প্রতিটা উত্তরের জন্য টাইম ভাগ করে নিতে পারো।

> যেসব সাবজেক্ট এ উত্তরের সাথে চিত্র আঁকার সুযোগ আছে সেসবে চিত্র এঁকে দিলে ভালো মার্কস পাবার সম্ভাবনা বেশি। প্রশ্নে চিত্র চাক বা না চাক।

> উত্তর অযথা টেনে টেনে বড় করার দরকার নেই, তাতে বরং সময় লস হবে।

> প্রয়োজনে উত্তরের সাথে তথ্যের উৎস বা পাদটীকা দেয়া যেতে পারে।

> খাতায় এমনভাবে লিখতে হবে যেন পরীক্ষক খাতা দেখতে গিয়ে বিরক্ত না হন। এই ক্ষেত্রে কৌশল হচ্ছে প্রথম এবং শেষের দিকের প্রশ্নের উত্তরগুলো অপেক্ষাকৃত পরিচ্ছন্ন এবং পরিপূর্ণ দেয়া।

> একজন ভালো এক্সামিনার সব দিকে নজর দেন। সেজন্য খাতায় প্রয়োজনীয় মার্জিন, এক অনুচ্ছেদ থেকে অন্য অনুচ্ছেদের ব্যবধান, কালি ব্যবহার এর ব্যাপারে সতর্ক থাকবে হবে।

> মার্জিন দিতে হয় পেন্সিল দিয়ে। খাতার ওপর এবং পাশে কমপক্ষে এক ইঞ্চি জায়গায় মার্জিন রাখতে হবে।

> এক্সাম হলে আত্মবিশ্বাস রাখতে হবে। সব কটা উত্তর দেয়ার চেষ্টা করবা। তবে আকাশকুসুম কিছু লিখে এক্সামিনারের মাথা খারাপ করতে না যাওয়াই বেটার, মাথা খারাপ হলে সেটার ইফেক্ট মার্কসেই পড়বে।

FI Kolpo
BBA, Accounting & Information Systems,
University of Dhaka.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম