প্রথম পোস্ট এ সবার রেসপন্স ভালোই ছিলো। তবে কতটুকু ফলপ্রসু তা তোমরাই ভালো বলতে পারবে। যদি তোমরা বল তাহলে একটু ভিন্ন পদ্ধতি অনুসরন করব। অর্থাৎ এই পোস্ট এ এমন কিছু উপস্থাপন করব যা পরবর্তী পোস্টগুলো পড়া সহজ হয়ে যাবে আর সাথে বায়োলজি ও কয়েক ধাপ এগিয়ে যাওয়া যাবে। কথা না বাড়িয়ে আসল কাজে যাই।
আচ্ছা বলতে পারবা শব্দ কিভাবে গঠিত হয়? প্রতিটি শব্দের আসলে একটা Root থাকে। এর সাথে suffix বা prefix যুক্ত হয়ে বিভিন্ন শব্দ গঠিত হয়। বাংলায় যাকে উপসর্গ আর অনুসর্গ বলে।
সব ভাষার শব্দের গঠন ই এমন। এবার আসি বিজ্ঞানের ভাষা নিয়ে। এর ভাষাগুলো অধিকাংশই Greek বা latin এর। কারণ কি জানো? কারন বিজ্ঞানের বিকাশ হতে শুরু করেছে তখন থেকেই। বলতে গেলে ১৫০০ সাল এর দিক থেকে ভালভাবে এর বিকাশের শুরু , যদিও অনেক আগে থেকেই মানুষ বিজ্ঞান নিয়ে কাজ করছে। তখন ও কিন্তু English language এর ছুয়া পাওয়া যায়নি। মনে আছে আর্কিমিডিস ধাতব পদার্থের খাটিত্ব পরীক্ষা করতে পেরে কি বলে চিৎকার করেছিল? হুম, ইউরেকা (Eureka) বলে। এটা কিন্ত ইংরেজি শব্দ না। এর অর্থ হচ্ছে পেয়ে গেছি ( I have found ). যাইহোক, বুঝাতে চাচ্ছি বিজ্ঞানের শব্দ গুলো অধিকাংশই Greek বা Latin এর। আর এইসব শব্দ গুলো গঠিত হয় ; prefix+Root word+ suffix এই রুপে। অনেক প্যাচিয়ে ফেলছি না তো? আচ্ছা একটু সহজ করি।
সব ভাষার শব্দের গঠন ই এমন। এবার আসি বিজ্ঞানের ভাষা নিয়ে। এর ভাষাগুলো অধিকাংশই Greek বা latin এর। কারণ কি জানো? কারন বিজ্ঞানের বিকাশ হতে শুরু করেছে তখন থেকেই। বলতে গেলে ১৫০০ সাল এর দিক থেকে ভালভাবে এর বিকাশের শুরু , যদিও অনেক আগে থেকেই মানুষ বিজ্ঞান নিয়ে কাজ করছে। তখন ও কিন্তু English language এর ছুয়া পাওয়া যায়নি। মনে আছে আর্কিমিডিস ধাতব পদার্থের খাটিত্ব পরীক্ষা করতে পেরে কি বলে চিৎকার করেছিল? হুম, ইউরেকা (Eureka) বলে। এটা কিন্ত ইংরেজি শব্দ না। এর অর্থ হচ্ছে পেয়ে গেছি ( I have found ). যাইহোক, বুঝাতে চাচ্ছি বিজ্ঞানের শব্দ গুলো অধিকাংশই Greek বা Latin এর। আর এইসব শব্দ গুলো গঠিত হয় ; prefix+Root word+ suffix এই রুপে। অনেক প্যাচিয়ে ফেলছি না তো? আচ্ছা একটু সহজ করি।
বিজ্ঞানের বিষয় পড়ার জন্য আমরা যদি এইসব suffix,prefix, root word গুলোর অর্থ জানতে পারি তাহলে সব একদম পানিভাত হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে চলো এই পর্বে কতগুলো suffix আর prefix এর অর্থ বিশ্লেষন দেখে নেই। (যেগুলোর সামনে হাইফেন সেগুলো suffix, আর যেগুলোর পরে হাইফেন সেগুলো prefix)
1. a- ; (meaning) not,without (না, নাই,ছাড়া, অ) ---i.e; agranulocyte, asexual ( অদানাদার, অযৌন )
2.an- ; as same as (a-) ----i.e; Anisogamete (অসম গ্যামেট)
3. amyl- ; starch (carbohydrate, শ্বেতসার) ----i.e; Amyloplast,amyl opsin
4.auto- ; self ( নিজ, আত্ম ) ----- i.e; Autophagy ( আত্মঘাতি)
5. bi- ; two, twice (দুই,দুইবার) ---- i.e; Bicuspid, bivalent
6. Chrom- ; Colorful , color ( রঙ, রঙ্গিন) ----- i.e; Chromosome, Chromatin, Chromatid, Chromoplast etc
7. Cyte-/cyto- : cell ( কোষ )----- i.e; Cytoplasm, cytoskeleton, cytokinesis
8. homo- ; alike, same (একইরকম) ------ i.e; Homozygous, homosexual
9. hetero- ; different, other, not same ----- i.e; Heterozygous, heterosexual.
10. sarco- ; flesh, muscle (মাংস, পেশি ) ----- i.e; Sarcolema ( পেশি আবরন, lema মানে আবরন বা বাইরের স্তর, একিভাবে Epiblema: মূলের আবরন), sarcoplasm
2.an- ; as same as (a-) ----i.e; Anisogamete (অসম গ্যামেট)
3. amyl- ; starch (carbohydrate, শ্বেতসার) ----i.e; Amyloplast,amyl
4.auto- ; self ( নিজ, আত্ম ) ----- i.e; Autophagy ( আত্মঘাতি)
5. bi- ; two, twice (দুই,দুইবার) ---- i.e; Bicuspid, bivalent
6. Chrom- ; Colorful , color ( রঙ, রঙ্গিন) ----- i.e; Chromosome, Chromatin, Chromatid, Chromoplast etc
7. Cyte-/cyto- : cell ( কোষ )----- i.e; Cytoplasm, cytoskeleton, cytokinesis
8. homo- ; alike, same (একইরকম) ------ i.e; Homozygous, homosexual
9. hetero- ; different, other, not same ----- i.e; Heterozygous, heterosexual.
10. sarco- ; flesh, muscle (মাংস, পেশি ) ----- i.e; Sarcolema ( পেশি আবরন, lema মানে আবরন বা বাইরের স্তর, একিভাবে Epiblema: মূলের আবরন), sarcoplasm
এই পর্বে প্রথমে প্রয়োজনীয় Suffix, prefix, & Root word গুলো বলব, then বই অনুযায়ী কতগুলো শব্দ নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে চলো যাই। সবাই সিট বেল্ট বেধে নিও কিন্তু।
কিছুক্ষনের মধ্যে বিমান Take off করবে।
Needed prefixes:
11. para- : Meaning(near, by, beside- কাছাকাছি, সংলগ্ন,পাশে )
12. Peri- : (around, near, on surface- চারপাশ, সংলগ্ন,বাইরের স্তর সংলগ্ন)
13. Pseudo- : ( false, fake- মিথ্যা, ভ্রান্ত, মেকি)
14. Epi-, ecto-, externa-, : ( outer side, on, above- বহিস্থ সংলগ্ন, বাহিরের দিক)
15. Endo-, interna- : ( inner side- অন্তঃস্থ)
Needed Suffixes:
16. -oid : ( form, appearance, something - গঠন, কোনোকিছু)
17. - oma : ( abnormal condition, tumor- অস্বাভাবিক অবস্থা)
18. - pod : ( foot- পা )
19. - itis : ( inflammation, disease - প্রদাহ, রোগ )
20. - Plasm, - Plast : ( form, formed into, substance- গঠন, পদার্থ বিশেষ করে তরল জাতীয় )
Needed Root Words:
21. - cardia- : ( heart- হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড সমন্ধীয় )
22. -derm- : ( skin- ত্বক )
23. - nephro/nphr- : ( kidney/ Renal- বৃক্ক)
24. - neuro- : ( Brain or brain related- মস্তিষ্ক সমন্ধীয়)
25. - cyst- : (sac- থলে )
26. - pleuro- : ফুসফুসের আবরন সংক্রান্ত
27. - pulmo- : Lung ; ফুসফুস
Combined Word and explanation:
* Parathyroid --- Para- + thy ( from thymus ) + -oid ---- থাইরয়েড সংলগ্ন বা থাইরয়েড এর পিছনে অবস্থিত কোনকিছুঃ Gland- গ্রন্থি
Parapodia ----- Para- + pod ia ----- অ্যানিলিডা পর্বের প্রানীদের চলন অংগ/ পা; যেহেতু পুরু দেহ জুরে পা তাই parapodia. ( tripod ত চিনো সবাই, নাম tripod কেন হলো guess কর)
Paranasal sinus----- নিজে কর। শব্দটি বইয়ের কোথায় আছে মনে কর।
এরকম আরো শব্দ : Parasympathetic
* Pericardium, periferal protien (শব্দটি কোথায় আছে মনে কর), pericardial fluid,-- নিজে কর
* Psuedocoelomate ----- psuedo + coelomate ----- ভ্রান্ত সিলোম যুক্ত
* Epidermis, Ectoderm, Epicardiam---- Epi + derm + is ------ বহিঃস্থ ত্বক, বাকিগুলো নিজে কর এবং এরকম শব্দ খুজে বের কর।
* Endoderm, endocardiam, endometriam---- --- নিজে কর
* Dermatitis----- derm + itis ------ ত্বক এর প্রদাহ বা ত্বকের রোগ
Nephritis ------ Nephro + itis ---- বৃক্কে প্রদাহ
Neuritis ------- নিজে কর
pleuritis------ - নিজে কর
* Cytoplasm------ - cyto + plasm ---- কোষীয় তরল জাতীয় পদার্থ,( নিউক্লিয়াস ও কোষগহ্বর ব্যাতিত)
Plasma ----- specially রক্তরস
protoplast, protoplasm, ----- নিজে কর
Ectoplasm, endoplasm, endoplasmic reticulum ------- endo+ plasm reticulum ---- reticulum মানে সুতা বা জালিকা , তাই endoplasmic reticulum মানে অন্তঃপ্লাজমীয় জালিকা, বাকিগুলো নিজে কর এবং এরকম আরো শব্দ খুজে বের কর।
Plastid, Chromoplast, chloroplast, Phragmoplast- শব্দগুলো কোথায় পড়েছ মনে কর এবং ব্যখ্যা কর।
এই পর্বে এই পর্যন্তই। পরবর্তি পোস্ট এ আরও শব্দ নিয়ে আসবো।
এই পর্যন্ত যতগুলো পর্ব দিয়েছি , তা থেকে কি বুঝলা? বায়োলজি আসলে শব্দের খেলা। বিশ্বাস না হলে নিচের প্রশ্নগুলো দেখ;
১/ নেফ্রাইটিস কি? ক) অস্থির প্রদাহ খ) ত্বকের প্রদাহ গ) বৃক্কের প্রদাহ ঘ) ফুসফুসের প্রদাহ
দেখো ভাইয়া , প্রশ্নের মধ্যেই উত্তর। বুঝেছ তো?
এরকম আরো প্রশ্ন হতে পারে,
২/ Parathyroid gland কোথায় থাকে?
৩/ Epicardiam কি?
ইত্যাদি টাইপের প্রশ্ন যাদের উত্তর প্রশ্নেই দেয়া থাকে।
২/ Parathyroid gland কোথায় থাকে?
৩/ Epicardiam কি?
ইত্যাদি টাইপের প্রশ্ন যাদের উত্তর প্রশ্নেই দেয়া থাকে।
অতএব , শব্দ নিয়ে খেলতে পারলেই তুমি বায়োলজির বস হয়ে যাবা।
Sayed Faysel Ahammad Rajo
Tags:
Biology