বিদ্যুৎ না থাকা অবস্থায় ROUTER এবং ONU কমপক্ষে ৫-৬ ঘন্টা যেভাবে চালাবেন।

কাজ শুরু করার পূর্বে অবশ্যই আপনার ISP কে ফোন করে জেনে নিন যে তাদের Power Backup আছে কিনা। কারণ ISP যদি Power Backup না দেয় তাহলে আপনার ONU এবং Router চালু রেখে লাভ হবেনা তাতে আপনি Internet ব্যবহার করতে পারবেন না। আজকাল বেশিরভাগ ISP গুলো বিদ্যুৎ না থাকার পরেও 12 hours power backup দিয়ে থাকে। তারপরও আপনি ফোন করে জেনে নিন।
যাইহোক, যারা ভাবছেন বিদ্যুৎ গেলে UPS কিনে নিবেন তারা জেনে নিন UPS এর মধ্যে Power Saving নামের একটা Feature থাকে। যেটার কাজ হলো UPS থেকে কম Volt বের হতে থাকলে সেটাকে UPS Power Lick মনে করে Automatically Power Saving Mode Enable করে দেয়। যার কারণে UPS Auto off হয়ে যায়। তবে সব UPS এ এই Power Saving Feature থাকেনা। তারপরেও আপনি ভাবেন UPS এর AC to DC Conversion এর কারণে কত Voltage loss হবে, রাখতে অনেক জায়গা লাগবে, পকেটে নিয়ে ঘুরতে পারবেন না।
সেজন্য আমরা ব্যবহার করবো Power Bank.
আর এটা করতে হলে আমাদের যা দরকার হবে।
1. Dual Output Power Bank
2. USB to DC cable (দুইটা)
3. (OPTIONAL)  5V to 9V or 5V to 12V Voltage Booster.

আগেই বলে নেই এখানে আমি Voltage, Milliamp বা AmpHour এর ব্যাপারে তেমন কিছুই আলাপ করবো না। কারণ আমাদের তেমন দরকার হবেনা।
আমরা সবাই মোবাইলের জন্যে Power Bank Use করি। মোটামুটি সবারই দুই-একটা PowerBank আছে। এই Power Bank (10000mah) থেকে Router আর ONU ৫-৬ ঘণ্টার বেশি চালাতে পারবেন। দরকার পরবে শুধু USB to DC Cable. যেটা বাজারে Available এবং দাম ৫০-১০০ টাকা।
আর যদি না পাওয়া যায় তাহলে ১০ টাকা দিয়ে একটা DC Port কিনবেন আর ৫০ টাকা দিয়ে USB Cable. তারপর USB টা কেটে DC Port টা লাগিয়ে নিবেন। এভাবে দুইটা ক্যাবল বানাবেন। আমি নিচে ছবি দিলাম দেখে নিন।
Router onu
Dual Port Power Bank, USB to DC Cable (2 Pieces)

Usb
USB to DC

Power bank
Using with Power Bank (Only USB to DC Cable / No Voltage Booster)

গুরুত্ত্বপূর্ণ বিষয়ঃ
১. অবশ্যই ক্যাবল বানানোর সময় যত পারেন ছোট বানাবেন। বড় ক্যাবল বানালে ROUTER RESTART নিবে। Recommended Size: 4 - 8 inch.

২. যদি আপনি এমন করতে চান যে Current চলে গেলে automatically power bank থেকে power নেয়া শুরু করবে তাহলে আগে খেয়াল করে দেখুন আপনার Power Bank এর একসাথে Input & Output support আছে কিনা। কারণ অনেক Power Bank এ চার্জ দেয়া অবস্থায় Power Output হয়না। তাই যদি Power Bank কেনার কথা চিন্তা করেন তাহলে বিষয়টা মাথায় রাখবেন এবং কেনার সময় চেক করে কিনবেন।

Voltage:
আগে আপনার ONU আর ROUTER উল্ট করে দেখে নিন কত ভোল্টের। যদি 5V এর নিচে হয় তাহলে এটা করা ঠিক হবেনা। আর যদি 5V বা তার বেশি যেমন 9V বা 12V হয় তাহলে বিনা চিন্তায় করতে পারবেন। কারণ Under Voltage এর কারণে আপনার Hardware এর কোন ক্ষতি হবেনা।
যদি আপনি Under Voltage এ Device না চালাতে চান সেক্ষেত্রে আপনাকে Voltage Booster ব্যবহার করতে হবে।

Backup কতক্ষণ দিবেঃ
Backup সময় নিভর করে আপনার PowerBank এর mah এবং আপনার Router আর Onu কত mah করে নিবে তার উপরে।
আপনারা খেয়াল করে দেখবেন Router বা Onu এর পিছনে Volt এর পাশে একটা লেখা থাকে এই টাইপের ~0.5ah বা ~0.8ah । এর মানে হচ্ছে যদি আপনার Router 5V এ চলে তাহলে ঘন্টায় 0.5 amp current নিবে।
1000 mA(milliampere) তে 1A (Ampere)
আপনার Power Bank যদি 10000mA হয় তাহলে 10A. এখন চিন্তা করেন যদি আপনার Router ঘন্টায় 0.5A করে current নেয় তাহলে কত ঘন্টা চলবে।
10A ÷ 0.5Ah = 20 hours
তবে আপনার router এর volt যদি বেশি হয় তাহলে back up কমে যাবে কারণ এখানে power loss হবে। (আমি থিওরিতে যাচ্ছিনা)
এখন ONU আর Router দুইটা যদি
~0.5ah + 0.5ah = 1ah করে নেয় তাহলে 10000 mah powerbank থেকে (10ah ÷ 1) = 10 ঘন্টা পাওয়ার ব্যাকআপ পাওয়া সম্ভব যদি কোনো পাওয়ার লস না হয়। তবে পাওয়ার লসের কারণে কম পাবেন।
তাতেও ৫-৬ ঘন্টার বেশি পাবেন।

----- প্রশ্নের উত্তর -----
প্রশ্ন ১: আমার MC চলবে?
হ্যাঁ চলবে তবে যারা MC ব্যাবহার করেন তারা জেনে নিন আপনার একার MC চালু রেখে লাভ হবেনা। কারন আপনাকে যেখান থেকে লাইন দেয়া হয়েছে ঐখানে আপনার আরেকটা MC লাগানো তাই সেই MC তে Power না থাকলে আপনি ইন্টারনেট চলাতে পারবেন না।

প্রশ্ন ২: আমার ROUTER RESTARTনেয় কেন?
অধিকাংশ ভাইয়েরা আমার, ক্যাবল বড় বানিয়ে আমাকে ইনবক্স করছে। তাই আমি আবারও বলছি ক্যাবল যত পারেন ছোট বানাবেন 4-8 inch. কারন বড় ক্যাবল বানালে ROUTER RESTART নিবে।

প্রশ্ন ৩: আমার ONU তে Power আসে কিন্তু Internet আসে না।
এক্ষেত্রে আপনাকে Voltage Booster ব্যবহার করতে হবে। আপনার ONU যদি 12V হয়ে থাকে তাহলে আপনি 5V to 12V ব্যবহার করবেন।

প্রশ্ন ৪: আমার রাউটার 12V, এটা কি চলবে?
হ্যাঁ চলবে। Router এই গায়ে যেই 12V লেখা ঐটা হচ্ছে HIGHEST LOAD। অর্থাৎ, আপনি রাউটারে অনেক ডিভাইস বা সর্বোচ্চ ফিচার ব্যবহার করলে ও 12V করে পাওয়ার নিবে। তাছাড়া 5V Enough 4-5 টা ডিভাইস চালানোর জন্য।

প্রশ্ন ৫: Voltage Booster দিয়ে 5V কে 12V বানালে কি কোনো সমস্যা আছে?
না সমস্যা নেই।

প্রশ্ন ৬: Lan Port কাজ করবে?
হ্যাঁ করবে।

প্রশ্ন ৭: Speed কেমন পাবো?
100% পাবেন।

এটা পরীক্ষত আমি চলাই আরও অনেকে চালায়। আমি আমার 10000mah Power Bank থেকে 5 hours এর বেশি Backup পাই।
এখন UPS এর সাথে তুলনা করেন। UPS এর দাম বেশি, Power Loss, রাখার জায়গা, অন্য কোনো কাজে আসবেনা, পকেটে নিয়ে ঘুরতে পারবেন না।
পোস্টটি থেকে যদি উপকার পান তাহলে একটা লাইক দিয়েন। মোবাইল থেকে কষ্ট করে লিখছি। আর যদি উপকার না পান হুদাই আপনার সময় অপচয় করে থাকি তাহলে আন্তরিকভাবে দুঃখিত।

Writer: Mehedi Ishan
Member, Broadband User Community

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম