অরুণাচল প্রদেশ (Arunachal)- Protected Area Permit যেভাবে পেতে পারেন

Arunachal tour

অরুণাচল প্রদেশ ভ্রমণের জন্য বাংলাদেশীদের অবশ্যই অনুমতি নিতে হবে।
ভারতের অন্যান্য প্রদেশগুলোর মধ্যে বহির্বিশ্বের ভ্রমণকারীগণের খবুই কম পদচরন হয়েছে এমন একটি প্রদেশ হল অরুণাচল প্রদেশ। এ প্রদেশে ভ্রমণ করায় অনেক বিধিনিষেধ ও নিয়ম জারি করা আছে; সে অনেকদিন। বিদেশীরাই শুধু নয় এমনকি খোদ ভারতীয় নাগরিকদেরও এ প্রদেশটিতে ভ্রমণ করতে হলে ইনার লাইন পারমিটের প্রয়োজন হয়। বিদেশিদের সাথে বাংলাদেশী ভ্রমণকারীদের জন্যও তাই (Protected Area Permit/PAP) এর প্রয়োজন।
পারমিট কলকাতা ও গুয়াহাটি এ দুটি স্থান থেকে সরাসরি নেয়া যাবে। আবার Tezpur, Assam থেকেও সরাসরি নেয়া যাবে বলে জানতে পেরেছি।
**(তবে তারা দিল্লির পারমিশন ছাড়া গুয়াহাটিতে পারমিশন দিবে না বলেই জেনেছি; তাই আগে থেকেই অনলাইনে বা কলকাতা থেকে পারমিশনের আবেদন করে নিতে হবে (নিচে কিভাবে আবেদন করতে হবে বলেছি)**

বলে নেই। একমাত্র মায়ানমার এর নাগরিকগণ আরুণাচল ভ্রমণ করতে দিল্লীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়
(Ministry of Home Affairs) থেকে আগে অনুমতি নিতে হবে। অর্থাৎ বাংলাদেশীদের ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লী থেকে পূর্ব অনুমোদনের প্রয়োজন নেই। অর্থাৎ বাংলাদেশীরা ভ্রমণের সময় সরাসরি কলকাতা বা গুয়াহাটি থেকেই অনুমোদন নিতে পারবে, দিল্লীর অনুমোদন ছাড়াই।
      [Note: Prior approval of the Ministry of Home Affairs is necessary for grant of PAP to a citizen of Myanmar for visiting Arunachal Pradesh]

কারণ অরুণাচল প্রদেশ চীনের সাথে একটি বিতর্কিত সীমানা ভাগ করে আছে। আর বিদেশীদের তাই  একমাত্র PAP আবেদনের মাধ্যমেই ভ্রমণ করতে হয়।
    [A foreigner is not normally allowed to visit a Protected Area unless it is established to the satisfaction of the Government that there are extraordinary reasons to justify such a visit]

PAP কিভাবে নিতে হবেঃ
পারমিট সাধারণত ২ বা ৪ জনের গ্রুপ হিসেবে দেয়া হয়। তবে চাইলে একাও নেয়া যাবে। PAP 30 দিন পর্যন্ত দিয়ে থাকে (Extension সম্ভব নয়) এবং ব্যক্তি প্রতি $50 দিতে হবে বা ৩৪৫০ রুপি।
    [The permit is valid for group tourists consisting of two or more persons only. However,
    single travelers can also obtain PAPs but their visit will be restricted to areas like Tawang, Bomdila and Ziro]

আপনি যদি স্বাধীনভাবে ভ্রমণ করতে চান তাহলে নিজে নিজেই করুন। প্রটেক্টেড এরিয়া পারমিট পাওয়ার বিভিন্ন উপায় আছে। তন্মোধ্যে, অরুণাচল প্রদেশ এর Deputy Resident Commissioner's Office এর Kolkata or Guwahati এই হল প্রধান। কারণ, এ দুটি স্থানেই শুধুমাত্র আপনি সরাসরি পাস পাবেন। এমনকি দিল্লীতে আবেদন এর চেয়েও কম সময় লাগবে। এ দুটি জায়গাই কেবল বিদেশী পর্যটক ও একক পর্যটকদের সরাসরি PAP এর আবেদন এর পারমিট ইস্যু করার অধিকার দেয়া আছে।

The easiest way of getting the PAP is though a travel agent.
Arunachal Pradesh
The whole of Arunachal Pradesh is in the Protected Area. No foreigner can enter or stay in the State without obtaining a permit from the competent authority.
However,
(i) foreign tourists in a group consisting of two or more persons, duly sponsored by a recognized travel agency in India and with a pre-drawn itinerary;
(ii) a group of two foreign tourists, even if they are not a married couple ; and
(iii) a foreigner married to an Indian national belonging to the State of Arunachal Pradesh visiting the State on a tourist visa, can be allowed to visit the places indicated below, after obtaining a Protected Area Permit from the competent authority, for a period of thirty (30) days.

Places/Itinerary/Route indicated below:
(i) Along, Deporijo, Itanagar, Pasighat, Ziro.
(ii) Mia, Namdapha, , Sejus (Puki) , Sejus (Puki), Tipi
(iii) Bhalukpong.
(iv) Pasighat-Jengging-Yingkiong-Tuting.
(v) Bhalukpong-Bomdilla-Tawang
(vi) Roing-Mayodila-Anini.
(vii) Tezu-Hayuling.
(viii) Along-Mechukha.
(ix) Daporijo-Nacho circuit via
The following authorities have been delegated the powers to issue a Protected Area Permit (PAP) to organized foreign tourist groups for the places mentioned above, for a maximum period of thirty (30) days after usual checks: -
(i) Ministry of Home Affairs
(ii) FRROs(Regional Registration Officers; FRRO) at Delhi, Kolkata
(iii)Resident Commissioner of Arunachal Pradesh at Delhi
(iv) Deputy Resident Commissioner Office at Kolkata, Guwahti
(v) Deputy Resident Commissioner Office at Tezpur, Assam

Deputy Resident Commissioners (DRC), Kolkata and Guwahati have been delegated powers to issue PAP directly to the foreign tourists without sponsorship of registered Tour Operator.

Resident Commissioner (RC),
New Delhi and Deputy Resident Commissioners (DRC), Kolkata and Guwahati have been delegated powers to issue PAP to single foreign tourist to visit Tawang District, West Kameng District and Lower Subansiri District.

Note: In Guwahati, the office is located on G.S. Road. Applications can be submitted Monday to Friday, up until 2 p.m. Processing time is two to five working days.

The permit is valid for the specific tourist circuit/route and the specific entry / exit point. No area other than the ones indicated in the permit shall be visited.

পারমিটের আবেদন যেখানে যেখানে করা যাবে ও পাওয়া যাবেঃ
(i) Ministry of Home Affairs
(ii) FRROs(Regional Registration Officers; FRRO) at Delhi, Kolkata
(iii)Resident Commissioner of Arunachal Pradesh at Delhi
(iv) Deputy Resident Commissioner Office at Kolkata, Guwahti
(v) Deputy Resident Commissioner Office at Tezpur, Assam
FRRO Office সরাসরি PAP পারমিট দিতে পারেনা, তাই সময় বেশি লাগবে।

PAP পারমিট আবেদনে যা যা লাগবেঃ
১. পাসপোর্টের কপি
২. ভারতীয় ভিসা কপি এবং এন্ট্রি স্ট্যাম্প
৩. আবেদন ফর্ম (অফিসে পাবেন)
৪. 3,450 রুপি নগদ

ফর্মে যা যা থাকেঃ
নাম, বাবার নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নম্বর, ভিসার নম্বর ইত্যাদি। তবে, আবেদনের আগে আগেই প্লান করে ফেলুন কবে কত তারিখ কোথায় যাবেন। ভ্রমণের তারিখ উল্লেখ করতে হবে আর তা গুরুত্বপূর্ণ এবং কোথায় যাবেন তাও জানা লাগবে।

ঠিকানাঃ
Resident Commissioner,
 Arunachal Bhavan, Kautilya Marg,
 Chanakyapuri, New Delhi, PIN -110 021
 Phone: 011 - 23013915 / 23013956,
 Fax : 011 – 23913786
Deputy Resident Commissioner,
 Block - CE, 109 & 110, Salt Lake,
 Sector - I, Bidhannagar, Kolkata,
 PIN - 700 064, West Bengal, India
 Phone : 033 - 2321 - 3627, 2334 -1243,
 Fax : 033 - 2358 – 9865 / 9885
Office of the Deputy Resident Commissioner
G.S. Road, Near Indian Oil Petrol Pump,
Guwahati, Assam 781021, India
 +91 361 222 9506
Deputy Resident Commissioner/Liaison Officer,
 Parvati Nagar, Tezpur, Assam
 Phone : 03712 – 220241
Deputy Resident Commissioner/Liaison Officer,
 Lilabari, North Lakhimpur, Assam
 Phone : 03752 – 22186
Regional Registration Officer (FRRO) Kolkata
Sh. Suresh Kumar Chidvie , FRRO Kolkata
237, A.J.C Bose Road, Kolkata
033-22900549 (T)
frrokol[at]nic[dot]in
FRRO Office সরাসরি PAP পারমিট দিতে পারেনা, তাই সময় বেশি লাগবে।

অনলাইনে কিভাবে আবেদন করবেন ও পাবেনঃ
FRRO Permit Application by Online
www.indianfrro.gov.in/frro
Application submission instruction:
Country – Bangladesh
State: west Bengal
District/city – Kolkata
এবার অরুণাচল টেঁকায় কে,
Happy Traveling (Y)




Khaled Musharof 
Bangladesh Solo Travellers Community

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম