জেনেভাঃ
মনে রাখার উপায়ঃ জাতিসংঘের যে সকল সংস্থার প্রথমে W এবং শেষে O আছে, সেগুলোর সদর দপ্তর "জেনেভা"
★ WTO
পূর্ণরূপ - World Trade Organisation
বর্তমান ডিরেক্টর জেনারেল - রর্বাতো অজিবার্ডো (ব্রাজিল, ২০১৩–বর্তমান)
সদরদপ্তর - জেনেভা
★ WHO
পূর্ণরূপ - World Health Organisation
বর্তমান ডিরেক্টর জেনারেল - টেডরস আধানম গোবিয়াসেস ( ইথিওপিয়া, ২০১৭ - বর্তমান)
সদরদপ্তর - জেনেভা
★ WMO
পূর্ণরূপ - World Meteorological Organization
বর্তমান প্রেসিডেন্ট - পেটারি তালাস
(ফিনল্যান্ড)
সদরদপ্তর - জেনেভা
★ WIPO
পূর্ণরূপ - World Intellectual Property Organization
বর্তমান ডিরেক্টর জেনারেল - ফ্রান্সিস গুরি (অস্ট্রেলিয়া)
সদরদপ্তর - জেনেভা
ওয়াশিংটন ডিসিঃ
মনে রাখার উপায়ঃ অর্থ ও টাকা সংক্রান্ত সকল সংস্থার সদর দপ্তর ‘)"ওয়াশিংটন ডিসি"
★ WB
পূর্ণরূপ - World Bank
বর্তমান প্রেসিডেন্ট - ডেভিড ম্যালপাস (২০১৯ - বর্তমান)
সদরদপ্তর - ওয়াশিংটন ডিসি
বিশ্বব্যাংকের ৫ টি অঙ্গসংগঠন - (IBRD, IDA, IFC, ICSID, MIGA)
অঙ্গসংগঠন গুলোর সদরদপ্তর - ওয়াশিংটন ডিসি
★ IMF
পূর্ণরূপ - International Monetary Fund
বর্তমান ভারপ্রাপ্ত প্রধান - ডেভিড লিপ্টিন
সদরদপ্তর - ওয়াশিংটন ডিসি
রোমঃ
মনে রাখার উপায়ঃ খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর "রোম"
★ FAO
পূর্ণরূপ - Food and Agriculture Organization
বর্তমান ডিরেক্টর জেনারেল - জোসি গ্রাজিয়ামো দা সিলভা
সদরদপ্তর - রোম
★ IFAD
পূর্ণরূপ - International Fund For Agricultural Development
বর্তমান প্রেসিডেন্ট - গিলবার্ট এফ. হিউংবো
সদরদপ্তর - রোম
জেদ্দাঃ
মনে রাখার উপায়ঃ ইসলামি সংস্থার সদরদপ্তর 'জেদ্দা"
★ OIC
পূর্ণরূপ - Organisation of Islamic Cooperation
বর্তমান প্রেসিডেন্ট - ইউসেফ আল-ওথাইমিন
সদরদপ্তর - জেদ্দা
★ IDB
পূর্ণরূপ - Islamic Development Bank
বর্তমান প্রেসিডেন্ট - বন্দর এম. এইচ হাজ্জার
সদরদপ্তর - জেদ্দা
এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু সংস্থা ও তার সদরদপ্তরঃ
* ILO - জেনেভা
* IMCO - লন্ডন
* IMO - লন্ডন
* ICAO - মন্ট্রিল
* UNESCO - প্যারিস
* NATO - ব্রাসেলস
* UNIDO - ভিয়েনা
* INTERPOL - লিয়োঁ
* SAARC - কাঠমুন্ডু
* ADB - ম্যানিলা
* CIRDAP - ঢাকা
* Amnisti International - লন্ডন
* EU Central Bank - ব্রাসেলস
* United Nation - নিউইয়র্ক সিটি
সবার জন্য শুভকামনা
Md Abdullah
Bachelor of Arts in History,
University of Dhaka
Head of HRM
Secondary and Intermediate Level Students' Welfare Association - SILSWA