কার্জন লাইন
মনে রাখার উপায় - 'কার্জনের' 'পোলারা' লাইনে দাড়া।
কার্জন - কার্জন লাইন
পোলা - পোল্যান্ড
রা - রাশিয়া
ডুরান্ড লাইন
মনে রাখার উপায় - 'আপা' 'ডুরান'।
ডুরান - ডুরান্ড লাইন
আ - আফগানিস্তান
পা - পাকিস্তান
ম্যাজিনো লাইন ও সিগফ্রিড লাইন
মনে রাখার উপায় - 'ম্যাসি' 'জামা' 'ফ্রি'।
ম্যা- ম্যাজিনো লাইন
সি - সিগফ্রিড লাইন
জামা - জার্মানি
ফ্রা - ফ্রান্স
লাইন অব ডিমারকেশন
মনে রাখার উপায় - 'স্পেন' এর 'প'রের 'লাইন ডিমার্ক' করো।
ডিমার্ক - লাইন অব ডিমার্কেশন
স্পেন - স্পেন
প - পর্তুগাল
ব্লু লাইন
মনে রাখার উপায় - 'ব্লু' 'লেই'ন খারাপ।
ব্লু - ব্লু লাইন
লে - লেবানন
ই - ইসরাইল
ফর্সলাইন
মনে রাখার উপায় - 'ফর্সা'র 'পোলি'ও হয়।
ফর্সা - ফর্সলাইন
পো - পোল্যান্ড
লি - লিথুনিয়া
ম্যানারহেইম লাইন
মনে রাখার উপায় - 'রাফি'র 'ম্যানার' ভালো।
ম্যানার - ম্যানারহেইম লাইন
রা - রাশিয়া
ফি - ফিনল্যান্ড
গ্রিন লাইন
মনে রাখার উপায় - 'ইসি' সব সময় 'গ্রীনলাইন' বাসে যায়।
গ্রীনলাইন - গ্রিন লাইন
ই - ইসরাইল
সি - সিরিয়া
র্যাডক্লিফ লাইন ও লাইন অব কন্ট্রোল
মনে রাখার উপায় - 'রেড ক্লিফ' দিয়ে 'পাভা'কে 'কন্ট্রোল' করে লাইনে আনা কঠিন।
রেড ক্লিফ - র্যাড ক্লিফ
কন্ট্রোল - লাইন অব কন্ট্রোল
পা - পাকিস্তান
ভা - ভারত
ম্যাকমোহন লাইন ও Line of Actual Control
মনে রাখার উপায় - 'Actually' 'ম্যাক' 'ভা'ই 'চীনে' যায়নি।
Actually - Line of Actual Control
ম্যাক - ম্যাকমোহন লাইন
ভা - ভারত
চীন - চীন
সনোরা লাইন
মনে রাখার উপায় - 'যুমে' 'স'র।
স - সনোরা লাইন
যু - যুক্তরাষ্ট্র
মে - মেক্সিকো
সবার জন্য শুভকামনা
Md Abdullah
Bachelor of Arts in History,
University of Dhaka
Head of HRM
Secondary and Intermediate Level Students' Welfare Association - SILSWA
Tags:
জানা-অজানা