বি ও ডি ইউনিটের জন্য খুব ই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। প্রায় প্রতিবছর এ টপিক থেকে একাধিক প্রশ্ন থাকে। এখন আমি মুক্তিযুদ্ধের সেক্টর নিয়ে আলোচনা করবো
★ এক জির পাঁচ।
→ ১ নং সেক্টর
→ সেক্টর কমান্ডার - জিয়াউর রহমান, মেজর রফিকুল ইসলাম
→ অঞ্চল - পার্বত্য চট্টগ্রাম (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি)
★ হায়দার ও ফরিদ নয়া ঢাকুর ২ নং খালে কুমির চাষ করেন।
→২ নং সেক্টর
→ সেক্টর কমান্ডার - এটিএম হায়দার, মেজর খালেদ মোশারফ
→ অঞ্চল - নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ও ফরিদপুরের কিছু অংশ
★ শানু ও হবি কিশোর ঢাকুর ৩ নং অংশে কাজ করেন।
→ ৩ নং সেক্টর
→ কমান্ডার - মেজর শফিউল্লাহ, মেজর নুরুজ্জামান
→ অঞ্চল - হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা ও কুমিল্লার কিছু অংশ
★ সি আর এর ৪ নং বাসা মৌলভীবাজার সিলেট।
→ ৪ নং সেক্টর
→ কমান্ডার - মেজর সি আর চিরঞ্জন দত্ত
→ অঞ্চল - সিলেট, মৌলভীবাজার
★ শওকত ৫ বার বললো সিমো গান গাও।
→ ৫ নং সেক্টর
→ কমান্ডার - মেজর মীর শওকত আলী
→ অঞ্চল - সিলেট, ময়মনসিংহ
★ বাশার ৬ রং দিয়েছে ঠাকুরগায়ে।
→ ৬ নং সেক্টর
→ কমান্ডার - উইং কমান্ডার বাশার
→ অঞ্চল - রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও
★ নানু আর রাপা বৌদি দক্ষিনে সাথে (৭ এ) যায়
→ ৭ নং সেক্টর
→ কমান্ডার - মেজর নাজমুল হক, মেজর কাজী নুরুজ্জামান
→ অঞ্চল - রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর
★ ৮ নং এ ওসমান মঞ্জুর ফরিদপুরের মুজিবের যশ খুলে দিলেন
→ ৮ নং সেক্টর
→ কমান্ডার - মেজর আবু ওসমান, মেজর মঞ্জুর
→ অঞ্চল - মুজিবনগর, যশোর, ফরিদপুর, খুলনা
★ ফরিদ জলিল মঞ্জু ও পবরি এর নয় ছয় খুলে দিলো।
→ ৯ নং সেক্টর
→ সেক্টর কমান্ডার - মেজর আব্দুল জলিল, মেজর মঞ্জুর ( অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)
→ অঞ্চল - ফরিদপুর, পটুয়াখালী, বরিশাল, খুলনা
★ নৌ সেক্টর
→ ১০ নং সেক্টর
→ কমান্ডার - কোন স্থায়ী কমান্ডার ছিলো না
★ তাহের ১১ বার হামিদকে মনে টানে
→ ১১ নং সেক্টর
→ কমান্ডার - মেজর এম তাহের, ফ্লাইট ল্যাফটানেন্ট হামিদুল্লাহ
→ অঞ্চল - ময়মনসিংহ, টাঙ্গাইল
সাত জন বীরশ্রেষ্ঠ এর সেক্টরঃ
* মনে রাখার কৌশলঃ [আবার হাজারো মোম এর নূর] জ্বালিয়ে বাংলাদেশের আয়াতন ১,৪৭,৫৭০ থেকে [১,৪,৭,১০,২,০,৮] এ বর্ধিত করো।
আবার - আব্দুর রউফ (১ নং সেক্টর)
হা - হামিদুর রহমান (৪ নং সেক্টর)
জা - জাহাঙ্গীর (৭ নং সেক্টর)
রো - রুহুল আমিন (১০ নং সেক্টর)
মো - মোস্তফা কামাল (২ নং সেক্টর)
ম - মতিউর রহমান (০- কোন সেক্টরে যুদ্ধ করেননি)
নূর - নূর মোহাম্মদ(৮ নং সেক্টর)
কে আগে এবং কে পরে শহীদ হয়েছেনঃ
* মনে রাখার কৌশলঃ রকা মনু হামি রুল মজা
র - রউফ
কা - কামাল
ম - মতিউর
নু - নূর মোহাম্মাদ
হামি - হামিদুর
রুল - রুহুল আমিন
মজা - মহিউদ্দীন জাহাঙ্গীর
সবার জন্য শুভকামনা
Md Abdullah
Bachelor of Arts in History,
University of Dhaka
Head of HRM
Secondary and Intermediate Level Students' Welfare Association - SILSWA