★Pronoun Antecedent Agreement:
Rule-1: যদি Antecedent Singular হয় তাহলে pronoun টিও singular হবে আর যদি antecedent plural হয় তাহলে pronoun টিও plural হবে। যেমনঃ Most labor unions provide insurance benefits for their members.
Rule-2: দুটি singular noun যদি and দ্বারা যুক্ত হয় এবং উভয় noun এর পূর্বে যদি The থাকে তাহলে তাদের পরবর্তী pronoun & verb টি অবশ্যই plural হবে। আর যদি the একবার use করা হয় তাহলে pronoun & verb উভয়টিই singular হবে। যেমনঃ The teacher and the student are walking to their University campus. The teacher and student is walking to his University campus.
Rule-3: দুই বা ততোধিক singular noun & pronoun যদি and দ্বারা যুক্ত হয় তাহলে পরবর্তী pronoun টি plural হবে। তবে, ঐ noun গুলোর পূর্বে যদি each, every, either, neither থাকে তাহলে pronoun টি singular ই হবে। যেমনঃ Suman and Tarek went to their class teacher. Every teacher and every student should do his duties properly.
Rule-4: Collective noun যদি single unit বুঝায় তাহলে pronoun & verb দুটিই singular হবে কিন্তু, divided বুঝালে pronoun & verb plural হবে। যেমনঃ The committee has met and it has reached a decision.
Rule-5: Relative pronoun সর্বদা তার antecedent এর পাশে বসে। যেমনঃ The man who said that was a fool.
Rule-6: 1st, 2nd,3rd person যদি একই sentence এ use হয় তাহলে (231 অর্থাৎ, 2nd + 3rd + 1st person) এই নিয়ম অনুসরণ করতে হবে। তবে, দোষ স্বীকারের ব্যপার হলে (123) এই ক্রম অনুসরণ করতে হবে। যেমনঃ You, he and i are present I, you and he are to blame. বিঃদ্রঃ উভয়ক্ষেত্রে verb অবশ্যই plural হবে।
Rule-7: who, which, what এ সকল interrogative pronoun এর পরবর্তী subject নির্দেশ করার জন্য that বসে যেমনঃ Who is the man that says so?
Rule-8: Relative pronoun এর antecedent হিসাবে কখনোই they, that, them বসেনা এদের পরিবর্তে those বসে। যেমনঃ Those who are guilty will be punished.
Rule-9: One যদি কোন বাক্যে subject হিসাবে use হয় তবে possessive pronoun "one's" use হবে। যেমনঃ One must follow one's conscience.
Rule-10: One of the + plural noun থাকলে one's না হয়ে his/ her হবে। যেমনঃ One of the students of this class has learnt his/her lesson.
Rule-11: Not...... but, Either.......or, Neither.......nor, not only........ but also,.......... or........., এগুলোর or, nor, but, but also এরপর যে subject থাকবে সেই subject অনুসারেই pronoun & verb নির্ধারিত হবে। যেমনঃ Neither shahidul nor his friends have finished their duty. Neither shahidul nor his friend has finished his duty.
Rule-12: One এর আগে যদি each, every, no, aby, some যুকৃত হয় তাহলে one's না হয়ে his/her use হবে। যেমনঃ Someone has done his/ her duty.
Sharif Altaf
আন্তর্জাতিক সম্পর্ক,ঢাবি
Tags:
Education