রিটেনে এবার precis আসবে। সি ইউনিটে বলে দেয়া হইসে। এবং এ/ডি ইউনিটেও আসার সম্ভবনা আছে। সো আজ জেনে নেই precis কী এবং কিভাবে লিখতে হয়।
Precis কাইন্ড অফ সামারি। কিন্তু সামারি না। precis এ কোন জিনিসের brief but clear and concise আইডিয়াটা তুলে ধরা হয়। মানে precis এ সবকিছু বলতে হবে, কিন্তু brief, and to the point. মানে একটা ব্যাপারে পূর্ণ ধারণা দিতে হবে যতো কম সম্ভব word ইউজ করে।
Precis কে তিনটা পার্ট করা যায়।
Introduction: এই পার্ট এ যেটার precis লেখা হবে, সেই article এর source এবং author সম্পর্কে বলা হয়।
Main Part: এটাতে মূল আইডিয়াটা লিখতে হবে।
Conclusion: ক্লোজিং সেনটেন্স দিয়ে লেখা শেষ করতে হবে।
এসব কিছু একই প্যারায় লিখতে হবে, এবং কোন পয়েন্ট ছাড়া। নরমালি সামারি যেমন লেখা হয়।
Precis লেখার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে।
-precis হতে হবে ক্লিয়ার এবং সংক্ষিপ্ত
-ডিরেক্ট কপি করা যাবে না, নিজের ভাষায় লিখতে হবে। এক্ষেত্রে জাস্ট সহজ এবং শর্ট করে লিখতে হবে, নিজে কিছু এড করা যাবে না বাড়তি।
-concise হতে হবে। মানে brief, but complete and to the point .
- material পয়েন্ট গুলা কাভার করতে হবে।
- টাইটেল থাকতে হবে।
- মেইন আর্টিকেল এর বাইরে থেকে কোন তথ্য ইউজ করা যাবে না।
- Precis এর Size মূল article এর One-third এর বেশি না।
-প্রেসিজ এ শুধু Main Topic Mention করতে হবে। কোন ধরণের Ornamental Word / Phrase দিয়ে অযথা বড় করা যাবে না।
-লিখতে হবে Indirect Speech or Third Person
-Precis একটি Paragraph এ লিখতে হবে।
FI Kolpo
Department of accounting, DU
Editorials Head, SILSWA
Tags:
Education