নিয়ম তোমরা অনেক পড়েছ। এবার দরকার প্র্যাক্টিস, প্র্যাক্টিস & প্র্যাক্টিস!
এখানে আমি ১৫ টা কোসচেন একদম ব্যাখা সহকারে সলভ করে দিচ্ছি। আশা করি, এই টপিকের উপর পরীক্ষার একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি আজকেই হয়ে যাবে।
1. Unless protected areas are established, Royal Bengal Tiger will face [possible/
possibly/the possibility] of extinction.
সঠিক উত্তর:- the possibility
ব্যাখা:- the এবং of এর মাঝে সর্বদা কোনো না কোনো Noun বসে। তাই এখানে the Possibility হয়েছে।
2. [Music/The music] of western world is a threat to ours.
সঠিক উত্তর:- The music
ব্যাখা:- Music একটি নন-কাউন্টেবল নাউন। আমরা জানি, নন-কাউন্টেবল নাউন এর আগে আর্টিকেল বসানো যায় না।
কিন্তু, যদি নন-কাউন্টেবল নাউন এর পর কোনো প্রিপজিশন যুক্ত অংশ থাকে, তাহলে ঐ নাউন টির আগে অবশ্যই The বসাতে হবে।
'of western world' → এটিই হল প্রিপজিশন যুক্ত অংশ। তাই উত্তর হবে, The music.
3. We formed a six- [member/members] [team/teams]
সঠিক উত্তর:- member, team
ব্যাখা:- six-member হল একটি হাইফেনেটেড Adjective.
আমরা জানি, হাইফেনেটেড এডজেক্টিভ এর সাথে কখনোই s/es যোগ করা যায় না। তাই, প্রথম শুন্যস্থান এর উত্তর হবে, member.
তবে, শেষের নাউন টি সিঙ্গুলার হবে, না প্লুরাল হবে, সেটা ডিপেন্ড করবে শুরুর Determiner এর উপর।
এজন্য, team হবে, না teams হবে, সেটা ডিপেন্ড করবে Determiner 'a' এর উপর। আশা করি, সবাই বুঝে গেছ, যে এবার উত্তর হবে team.
4. [Little/Few] information is currently available to us.
সঠিক উত্তর:- Little
ব্যাখা:- Information নন-কাউন্টেবল নাউন। এজন্য few না হয়ে Little হবে।
5. Though [Hundred/Hundreds] of boys were supposed to attend the program, only five [hundred/hundreds] boys are attending.
সঠিক উত্তর:- hundreds, hundred
ব্যাখা:- Hundred, thousand, million ইত্যাদির আগে কোনো সংখ্যা থাকলে, এদের সাথে 's' যুক্ত হবেনা।
কিন্তু, সংখ্যা না থাকলে, এদের সাথে 's' যুক্ত হবে।
6. I have bought [two equipments/two pieces of equipment]
সঠিক উত্তর:- two pieces of equipment
ব্যাখা:- equipment নন-কাউন্টেবল নাউন। তাই একে প্লুরাল করা যাবেনা, বা এর আগে কোনো আর্টিকেল বা সংখ্যা আনা যাবে না।
নন-কাউন্টেবল নাউন কে কাউন্টেবল করতে, আমরা একটা সূত্র ইউজ করি:-
সংখ্যা + piece of/pieces of + NOUN
7. [Shoplift/shoplifting] is considered a serious crime.
সঠিক উত্তর:- Shoplifting
ব্যাখা:- ভার্ব এর জিরান্ড ফর্ম (V+ing) নাউন এর কাজ করে, আবার সাবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয়।
কিন্তু, Shoplift একটা ভার্ব। যা সাবজেক্ট হতে পারে না।
8. We take [decision/a decision] based on some [information/informations]
সঠিক উত্তর:- a decision, information
ব্যাখা:- Decision একটি কাউন্টেবল নাউন। ফলে, একে একা একা ব্যবহার করা যাবে না। হয় একে প্লুরাল করে ফেলব, নয় আগে কোনো আর্টিকেল বা সংখ্যাবাচক কিছু নিয়ে আসব।
আর Information যেহেতু নন-কাউন্টেবল, সেহেতু একে প্লুরাল করা যাবে না। বা আগে আর্টিকেল বা সংখ্যাবাচক কিছু আনা যাবে না।
11. Do you have [many work/much work] to do this afternoon? সঠিক উত্তর:- much work ব্যাখা:- Work একটি নন-কাউন্টেবল নাউন। বাকিটা ১০ নং এর ব্যাখা দেখো।
12. There is [little/few] hope of his recovery. সঠিক উত্তর:- little ব্যাখা:- 'hope' হল একটি নন-কাউন্টেবল নাউন। আমরা জানি, নন-কাউন্টেবল এর আগে little বসে। আর কাউন্টেবল এর আগে few বসে। তাই, উত্তর হবে, little hope. NOT few hope!
13. His [hair/hairs] [is/are] not straight but curly. সঠিক উত্তর:- hair, is ব্যাখা:- Hair নন-কাউন্টেবল নাউন। আর ইহা সর্বদা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার।
14. Only a [few/little] people live here. সঠিক উত্তর:- few. ব্যাখা:- People হল কাউন্টেবল প্লুরাল নাউন। বাকিটা ১২ নং এর ব্যাখা দেখো।
15. I'm trying to calculate how [many/much] money you owe me. সঠিক উত্তর:- much ব্যাখা:- Money নন-কাউন্টেবল নাউন। বাকিটা ১১ নং এর ব্যাখা দেখো। সো, এই ছিল নাউন এর বেসিক ব্যাপার-স্যাপারগুলা। এগুলা যে ভালো করে বুঝবে, কোসচেন যতই ঘুরিয়ে পেঁচিয়ে আসুক না কেন, সে পারবে।
সজিব দত্ত
BBA, Finance
Dhaka University