ইংলিশ মেমোরাইজিং। (টপিকঃ ভোকাবুলারি+প্রিপজিশন, ফরঃ বি+সি+ডি ইউনিট)



ভোকাবুলারি মনে থাকে না?

অনেকেই জানিয়েছো ভোকাবুলারি নিয়ে সমস্যার কথা। আমার টেকনিকটা ছোট্ট করে বলে দিচ্ছি, কাজে লাগতে পারে।
প্রথমত ভোলাবুলারি মনে না থাকা খুব স্বাভাবিক। প্রায় সবারই এই সমস্যা। সো হতাশ হয়ে টাইম লস করার টাইম নাই।
>ভোকাবুলারি সকালে পড়ার চেষ্টা করবা। মাথা ক্লিয়ার থাকে।
>সাথে খাতা রাখবা। লিখে লিখে পড়বা। একটা ওয়ার্ড ১৫/২০ বার পড়ার সাথে সাথে চার/পাঁচবার খাতায় লিখবা। একবার লিখা অন্তত দশবার পড়ার সমান।
>জোরে জোরে পড়বা।
>বিভিন্ন জিনিসের সাথে রিলেট করে পড়বা। যেমন gloomy অর্থ হতাশ। মেসিকে সেদিন gloomy দেখাচ্ছিলো।
>প্রতিদিন আগের পড়া ভোকাবুলারি গুলো রিভাইজ দিবা।
>ওয়ার্ড দিয়ে মনে মনে বাক্য বানানোর চেষ্টা করবা।
>এগুলো অনেকেই জানো। নতুন একটা বলি। সবার প্রতিদিন কোচিং কিংবা অন্য কোথাও যাওয়া লাগে। যাওয়ার সময় কয়েকটা ভোকাবুলারি কাগজে লিখে নিতে পারো। রাস্তায় হাটতে হাটতে কিংবা বাসে বসে মনেমনে একটা ভোকাবুলারি কতক্ষণ পড়লে, তারপর কাগজ বের করে পরেরটা দেখে নিয়ে পড়লে। এভাবে পড়লে মনেও থাকে ভালো। এডমিশনের টাইমে আমার প্রতিদিন বাজারে যেতে হত, টিউশনিতেও যেতে হত। রাস্তায় আমি এই সিস্টেম ফলো করতাম। ফল পেয়েছিলাম। এভাবে পড়াগুলো বেশি মনে থাকতো।
এগুলো আমি বললাম। অনেকের মনে রাখার নিজস্ব টেকনিকে থাকে। যার যেটাতে ভালো হয় সেটাই ফলো করো। আর ভুলে যাওয়া নিয়ে টেনশন করো না। রিভাইজ দিতে দিতে দেখবা সব মনে থাকছে।

>ইংরেজির সবচেয়ে বোরিং মেমরাইজিং পার্ট।
> চলো আমরা খুব সহজে, কম সময়ে 30+ word এবং 15 টা প্রিপজিশন অর্থসহ শিখে নেই।
> পরে পড়ার জন্য শেয়ার করবে মাস্ট।
....
ভোকাবুলারি
১। Abate, Diminish, placate,
Decrease, lessen, mitigate,
minimise, appease, alleviate,
pacify, mollify ,
এই সব গুলো শব্দের অর্থ হলো- কমানো, প্রশমিত করা, উপশম করা, শান্ত করা, তীব্রতা হ্রাস করা ইত্যাদি।
২। Admire, esteem, praise, respect,
magnify, enlarge, Appreciate,
laud, extol, commend.
এই শব্দগুলোর অর্থ- প্রশংসা করা, শ্রদ্ধা করা, সম্মান করা।
৩। Disdain, loathe, detest, despise,
scorn, abhor, belittle, criticize,
deride, condemn, disparage,
এগুলোর অর্থ - ঘৃণা করা, নিন্দা করা, হেয় করা, অবজ্ঞা করা।
প্রিপজিশন
> নিচের Word গুলোর পর সাধারণত To বসে।
Access প্রবেশাধিকার
According অনুসারে
Accustomed অভ্যস্ত
Addicted আসক্ত
Adjacent সংলগ্ন
Admit ভর্তি করা
Affectionate স্নেহশীল
Allot বিলি করা
Alternative বিকল্প
Apeal to কারো কাছে আবেদন করা
Apply আবেদন করা
assign নির্দিষ্ট করা
Attend মনোযোগ দেয়া
attach সংযুক্ত করা
belong অধিকারে থাকা


দুইটা মজার গল্প লক্ষ্য করো
............
১।
এক্স ইনবক্সে হাই দিলো জেড কে। জেড busy(ব্যস্ত) ছিলো। সে fed up+Annoyed (বিরক্ত) হলো। কারণ জেড এক্সের সাথে acquainted(পরিচিত) ছিলো না। অপরিচিত কারো সাথে কথা বলা ওর বফ comply (মেনে নেয়া) করবে না। বরং displeased (অসন্তুষ্ট) হবে। অযথা quarrel (ঝগড়া) বাঁধবে। তাই সে ভাবল এক্সের সাথে একবার talk+speak+converse (কথা বলা) করে দেখবে। যদি অবস্থা replace (পরিবর্তন) না হয় তো ব্লক করে দেবে। সে হ্যালো লেখা একটা ইমোজি এক্সকে provide করলো (দিলো)। এক্স জানালো হাই টা আরেকজনকে দিতে গিয়ে ভুল করে চলে গেছে। জবাবটা জেডের ভাবনা accordanceএ(অনুসারে) ছিলো না। সে আশা করেনি এমন লজ্জাকর পরিস্থিতির face (সম্মুখীন হওয়া) হতে হবে। বাধ্যহয়ে তাই দুঃখ burdened (ভারাক্রান্ত) মনে এফবি dispense (ত্যগ করা ) করলো।
..
গল্পটা বেশি বাজে হয়ে গেছে? ব্যাপার না। জাস্ত চারপাঁচবার পড়ো আর মনে রাখো-উপরের ইংরেজিতে লেখা প্রতিটা word এর পর with বসে। ব্যাস,
১৫+ এপ্রোপ্রিয়েট প্রিপজিশন শিখা হয়ে যাবে।
..
২।
বন্ধুদের একটা গ্রুপে পোস্ট দেয়া হলো- 'বিকেলে সবাই পার্কে ঘুরতে যাবো। যারা যারা ইচ্ছুক সবাই চারটায় টিএসসিতে থাকবে।' কয়েকজন কমেন্ট করলো। কমেন্টগুলো এমন-
১ম জন- averse
২য় জন- Reluctant
৩য় জন- loath
৪র্থ জন- disinclined
৫ম জন- unenthusiastic
৬ষ্ঠ জন- indisposed
বিকেলে টিএসসিতে গিয়ে দেখা গেলো কেউ আসেনি। কারণ কী? কারণ তারা সবাই কমেন্টে বলেছে তারা ইচ্ছুক না। উপরের সবগুলো শব্দের অর্থ- অনিচ্ছুক, অনাগ্রহী, ইত্যাদি।
উপরের গল্প+শব্দগুলো কয়েকবার খুব মনোযোগ দিয়ে পড়ো। মুখস্ত করতে হবে না। যখনই এই শব্দগুলো সামনে আসবে দেখবে এই গল্পটার কথা মনে পড়ছে।


এখন শিখে ফেলো ৩৪টা ভোকাবুলারি একদম সহজে।
....
দুইদিন আগে টিভিতে একজনের গান দেখাইছিলো, নাম বললে হাহা দিবা! যাহোক, উনার গান নাকি খুব
dulcet/ mellifluous/melodious/ euphonious/ harmonious/ symphonic (সুরেলা, সুমধুর)
.
আইসল্যান্ড এর মেসিকে crestfallen/ dejected/ melancholy/ downcast/ gloomy /depressed, (মনমরা, হতাশ) দেখাচ্ছিলো।
মেসি courteous/ gracious/ affable (বিনয়ী, সদয়)
এবং humility/ modesty/ humbleness (নম্রতা)র জন্য এত জনপ্রিয়।
.
রোনালদো insolent/ haughty/ arrogant/ boastful (উদ্ধত, অহংকারী) হলেও তার
বিশ্বব্যাপী বিপন্ন শিশুদের প্রতি তার
altruism; philanthropy/ charity / munificence/ generosity/ benevolence, (পরোপকারিতা) তাকে পছন্দ করতে বাধ্য করে।
.
মেসি, রোনালদো দুজনেই Adroit/ deft/ dexterous/ proficient/ Adept/ skilled (দক্ষ) ফুটবলার।


.......
> চার/পাঁচ বার খুব মনোযোগ দিয়ে গল্পগুলো পড়ো। দেখবে যখনই এই word গুলো সামনে আসবে তখন গল্পের কথা মনে হবে। অর্থও মনে পড়ে যাবে।
.
পৃথিবীতে নাকি সবার জন্যই কাউকে না কাউকে সৃষ্টি করা হয়েছে, তো আমরা seek/ scour/ rummage/ Comb/ Ransack (তন্নতন্ন করে খোঁজা) করেও কাউকে পাই না কেন?
.
কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এই জিনিসটা ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টারদের দেখে বোঝা যায়। একদলের ecstasy/ excessive joy/ Rapture (উচ্ছ্বাস, পরমানন্দ) অন্যদলের কাছে grief /woe/ agony /misery (দুঃখ যাতনা)।
.
capricious /fickle / whimsical / mercurial (হুজুগে, খেয়ালি) সমর্থক হয়ে লাভ নেই। আপনারা ফুটবল সমর্থক, ট্রাম্প-কিম না যে, bellicose /belligerent /aggressive (যুদ্ধবাজ, আক্রমণশীল) আচরণ করতে হবে।
.
একদলের হারে অন্যদল elated / overjoyed / jubilant (অতি উল্লাসিত) হয়। কিন্তু পুরো আয়োজনটা
lackluster/humdrum / Drab (নিষ্প্রভ, নিষ্প্রাণ) হয়ে যায়।
.
বাংলাদেশের অর্ধেক ফুটবল বিশেষজ্ঞ
Serene / unruffled / unperturbed /tranquil / halcyon / placid (শান্ত) হয়ে গেছেন। বাকি অর্ধেককেও কখন কে জানি mollify / Soothe / Appease/ placate (শান্ত করা) দেয়!



>কয়েকবার খুব মনোযোগ দিয়ে পড়ে নাও।
> ওয়ার্ড গুলো সামনে এলেই দেখবে গল্প+অর্থ মনে পড়ে যাচ্ছে।
.
পৃথিবীতে ভালো মানুষের এতই scanty /sparse /meager/ spare/ Rare/ paltry (স্বল্প, দুর্লভ) যে আমি ভাবছি আমার পর প্রজাতিটা wipe / obliterate / Erase/ abolish (বিলুপ্ত করা) হয়ে যায় কিনা

ফোন আর মন দুইটাই এডমিশন ক্যান্ডিডেটদের জন্য perilous /risky/ hazardous (বিপদজনক)
আমরা এই জেনারেশন এতোটা indolent / idle / lazy ( অলস) হয়ে যাচ্ছি যে , কতোটা হচ্ছি সেটা ভাবতেও অলসতা লাগে!
আবেগ Perennial / perpetual / Everlasting/ eternal (চিরস্থায়ী), পাত্র/পাত্রী চেইঞ্জ হয়ে যায়
এক্সামে আমি ভালোই লিখি, স্যারের intelligible /lucid/ comprehensible (বোধগম্য) হয় না আরকি!
কিছু মানুষ এত frugal / economical /thrifty (হিসেবী) যে হিসেবটাও হিসেব করে করে।
বৃষ্টি fascinating / charming /mesmerizing (আকর্ষণীয়) কিন্তু আমাদের সিলেটে এত বৃষ্টি হয় যে মাঝেমাঝে dull/ stodgy/ monotonous / Pedestrian (একঘেয়ে) লাগে।


★-------------------------
---------------------------★
> ৩৩+ ওয়ার্ড
> খুব মনোযোগ দিয়ে কয়েকবার পড়ো।
> এভাবে গল্পের মাধ্যমে পড়লে সহজে মনে থাকে।
..
পরীক্ষার হলে ঢুকলে আমরা অনেকেই দারুণ incentive / Resourceful / creative (সৃজনশীল, সৃজনশক্তি সম্পন্ন) হয়ে যাই।
লিখে পেজ ভরে ফেলি, অবশ্য এর বেশিরভাগ ই pertinent / germane / relevant ( প্রাসঙ্গিক) হয় না।
ফলে টিচারের Rage / Ire / Anger ; indignation (রাগ, ক্রোধ) বাড়ে।
এবং মার্কস এ deleterious / detrimental /harmful / injurious (ক্ষতিকর) প্রভাব পড়ে।
আমাদের খাতায় heterogeneous / motely / medly / mixture / Assortment (বিভিন্ন বস্তুর মিশ্রণ) দেখে
cobsiderate / benevolent / unselfish (দয়ালু) টিচার অনেক সময় দয়া করা Gargantuan / gigantic / colossal / monumental/ massive (বিশাল, প্রকাণ্ড) এক দুইটা জিরো দিয়ে দেন।
জিরো দেখেও আমরা immutable / constant / Unchangeable (অপরিবর্তনীয়) থাকি। আমাদের
পরের এক্সামেও impromptu / improvised / extemporaneous ( পূর্বপ্রস্তুতিহীন) অবস্থায় এটেন্ড করি।


★------------------------
-------------------------★
> 37 টা ওয়ার্ড, শিখতে পাঁচমিনিটের বেশি লাগার কথা নয়।
> এভাবে গল্প/সিচুয়েশনের সাথে Relate করে পড়লে সহজে মনে থাকে।
> পরে রিভাইজ দেয়ার জন্য শেয়ার করে রাখো।
....
মেসি বাংলাদেশি খেলোয়াড় না, নাহলে এত Reproach / Chastise / Castigate / Upbraid / Rebuke / Reprimand / chide / censure / Reprove (নিন্দা করা, তিরস্কার করা) হতো যে, বেচারাকে গোলবারে ফাঁস দিতে হতো!
কিছু মানুষের মন এত Roomy / Commodious / Spacious / Capacious (প্রশস্ত) যে, গনরুমের মত, সবার জায়গা হয়ে যায়।
বাংলাদেশে Sagacious / judicious / sage / prudent (জ্ঞানী) মানুষের সংখ্যা বাড়তেছে এটা ফেবুতে এলেই বোঝা যায়।
একটা দেশের মানুষ আছে, নাম বললে মোনাজাত ধরতে হবে, যাদের নেচার হলো ভালো কাজে Frighten / intimidate / daunt (ভয় দেখানো) আর মন্দ কাজে Provoke / instigate / incite / stimulate (উস্কানি দেয়া)

চান্স পাওয়া যদি একদম Effortless/ facile / easy / simple (সহজ) হয়ে যেতো, তাহলে সেটার এত ভ্যালু থাকতো না।
Dreadful / horrible / Terrible / Tragic (ভয়ংকর) একটা রাতের পর আর্জেন্টিনা সাপোর্টারদের এখন jovial / jolly / jocund / cheerful / Entertaining (হাসিখুশি) দেখাচ্ছে!


★এখন একটু অন্যভাবে শিখি। এভাবে শিখতে সহজ হবে, একই সাথে কনফিউশন সলভ হবে....
.
Rebuke নিন্দা করা provoke উস্কানি দেয়া
.
Approve অনুমোদন দেয়া Reprove নিন্দা করা
.
Approach অভিগমন, নিকটবর্তী হওয়া reproach তিরস্কার করা, নিন্দা করা
.
announce জানানো denounce সমালোচনা করা Renounce পরিত্যাগ করা
.
confidence আত্মবিশ্বাস confidential গোপনীয়
.
poll ভোট দান/গ্রহন pole খুঁটি
.
praise- প্রশংসা appraise -মূল্য নির্ধারণ করা apprise - জানানো
.
exit প্রস্থান করা ;( Exeat সাময়িক থাকার অনুমতি
.
massy নিরেট, ভারি messy নোংরা
.
Ascend আরোহণ করা assent একমত হওয়া
.
Rash হটকারি Rush তীব্র বেগে অগ্রসর হওয়া
.
sack লুট করা Ransack তন্নতন্ন করে খোঁজা


★কারো counterfeit / spurious / fake / sham (কৃত্রিম) আচরণে
positivism / confidence / optimism (আশাবাদ, আস্থা) রাখতে নেই।
এসব আন্তরিকতা
momentary / ephemeral / transitory (ক্ষণস্থায়ী)
.
নিজের মনকে আগে sterilize / decontaminate / disinfect / cleanse/ Rectify ( পরিশুদ্ধ করা, জীবাণুমুক্ত করা) গেলে সবকিছুতে ভেজাল কমে যাবে।
.
illicit / unlawful / illegel / forbidden / prohibited (অবৈধ) সম্পদের
Surfeit / glut / Excess/ plethora / over abundance (আধিক্য) যতোই থাকুক,
তাতে peace / tranquility / calm (শান্তি) পাওয়া যায় না।
.
ছুটির শেষ দিনটা কেমন crestfallen / downcast / dejected / depressed (মনমরা, নিরানন্দ) কাটছে। মনটা কেমন Eccentric / peculiar / odd / Strange (অদ্ভুত) হয়ে আছে।


★junior (ছোট, নিম্নপদস্থ) মফিজ নিজের মন dedicate (উৎসর্গ করা) করে ফেলেছে senior (বড়, উচ্চপদস্থ) জরিনাকে।
কিন্তু জরিনা কোন কিছু deaf (শুনতে অনিচ্ছুক)
মফিজ যতোই বলে ব্যাপারটা বোঝা essential (অত্যাবশ্যক), জরিনা তবু callous/indifferent (উদাসীন) থাকে।
মফিজের অবস্থা এদিকে fatal (মারাত্মক),
এর due (কারন) জরিনা
liable (দায়ী)
মফিজ কত try (চেষ্টা) করলো। কিন্তু key উপায় পেলো না। জরিনা একটুও kind ( সদয়) হলো না।।
উপরের গল্পের ইংরেজিতে লেখা প্রতিটা ওয়ার্ড এর পর প্রিপজিশন to বসে।
.
প্রিপজিশন to বসে এরকম আরো কিছু ওয়ার্ড হলো-
entitled অধিকারী
belong অধিকারে থাকা
contribute অবদান রাখা
invite নিমন্ত্রণ করা
inferior নিকৃষ্ট
indebted কৃতজ্ঞ
limit সীমা
object আপত্তি করা
opposite বিপরীত
partial পক্ষপাতী
pretend ভান করা
preferable অগ্রাধিকার যোগ্য
Relevant প্রাসঙ্গিক
Respond উত্তর দেয়া
restore ফিরিয়ে দেয়া
similar সদৃশ


শুভকামনা 💜
FI Kolpo
BBA, Accounting & Information Systems.
University of Dhaka.
English & marketing Instuctor,
Executive, Secondary and Intermediate Level Students' Welfare Association-SILSWA

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম