হ্যালো ছোট্ট ছোট্ট কিউট কিউট জুনিয়রস
কি অবস্থা তোমাদের? অনেক তো হচ্ছে সারাদিন পড়াশোনা আজ না হয় আমরা একটু গল্পের করি। তোমরা কি বলো ? আর গল্পের মধ্য দিয়ে যদি কিছু শিখে ফেলা যায় তাহলে তো সোনায় সোহাগা
তো চলো আমরা একটু উপসর্গ নিয়ে একটু গল্প করি ।
---> ২১ টি খাটি বাংলা উপসর্গ :
(পাতি, অজ, অঘা, রাম, সা, হা, অনা, স, কু, উন, আ, কদ, আড়, আন, আব, ভর, ইতি, আ, সু, নি, বি)
★মনে রাখার চিঠি:
প্রিয় (সু)(হা)(স)
(আ)দর (নি) (বি)। তুই আমাদের (অজ)পাড়া গাঁয়ের আশা (ভর)(সা) । অন্যদের (অনা)চার (কু)কথা এবং (আ)ড় চোখে তাকানোকে একেবারেই পাত্তা দিবি না। তোর জন্য গাছের (আব) ডালের (উন)পঞ্চাশটি (পাতি)লেবু ও (কদ)বেল পাঠালাম। (অ)চেনা জায়গায় মন (আন)চান করলে এগুলো খাবি ।
ইতি
(অঘা)(রাম)।
---> ২০ টি সংস্কৃত উপসর্গ :
(অপি, অপ, প্রতি, অভি, বি, প্র, অতি, উৎ, সু, আ, নি, নির, অব, অধি, সম, দূর, পরা, উপ, অনু, পরি)
★মনে রাখার গল্প:
(অভি)র বাসা (অপি)র বাসার (অপ)রদিকে। অপির (পরি)বার সবসময়ই নিজেদেরকে (পরা)ক্রম ও (প্র)ভাবশালী বলে ভাব দেখায় । তো একদিন অভির বন্ধুরা পুরাতন জমিদার বাড়ির পাশের (অব)হেলিত ও (পতি)ত জমিতে ক্রিকেট খেলতে যাওয়ার সময় জিজ্ঞেস করে," অভি তুই (আ)(সু)(বি)(নি) [তুই আসবি নাকি]"। অভি তাদের সাথে যায় কিন্তু ক্রিকেট খেলার সময় বল অভির মাথায় (অধি)ক জোরে লাগলে সে ব্যাথায় (উৎ) করে উঠে । ব্যাথা (উপ)(সম) করাতে তারা (অনু) দাদাকে ডাকে । কিন্তু তার আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল কারণ অনুর (নির) (অতি) (দুর)।
বাংলা ও সংস্কৃত উপসর্গ হলো ৪ টি = আ , সু , বি , নি
আরবি উপসর্গ ---> কিরে (লা)লু এই (গর)মে (বাজে) (আম) (খাস) ?
.
ইংরেজি উপসর্গ ---> (হেড) (সাব) বাড়িতে (হাফ) এবং স্কুলে (ফুল) হাতা শার্ট পরেন।
.
হিন্দি উপসর্গ ---> (হর) (হরেক)
.
ফারসি উপসর্গ ---> (নিম) বাবু (বে)আদব (বদ)মাশ (না)লায়েক (কম) (ব)খত (ফি)রোজকে (কার)চুপি করে (দর)বার থেকে (বর)খাস্ত করে দেন ।
শুভকামনা 💜
© Sharul Islam Shafin
Department of Banking and Insurance
University of Dhaka.
Executive of IT and Graphics team , Secondary and Intermediate Level Students' Welfare Association-SILSWA