এইচএসসি ফিন্যান্স এন্ড ব্যাংকিং ১ম পত্র (৩)

আর্থিক বাজারের আইনগত দিকসমূহঃ 

আর্থিক বাজারের ধারণা (Concept of Financial Market): এটি এমন একটি নেটওয়ার্ক যার মাধ্যমে আর্থিক সম্পদ(শেয়ার,বন্ড) কেনাবেচা হয়ে থাকে।
আর্থিক বাজার দুই প্রকারের।

১.অর্থ বাজার{স্বল্পমেয়াদি}(Money Market)
অর্থ বাজারের সিকিউরিটিগুলো হচ্ছে
*ট্রেজারি বিল
*পুনঃক্রয় চুক্তি(Repurchase Agreement)
*হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট(Negotiable certificate of deposits)
*বাণিজ্যিক কাগজ
*ব্যাংকের স্বীকৃতিপত্র
ট্রেজারি বিল এর নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করা হয় কারণ এতে কোন কূপন সুদ নেই।
*বাংলাদেশ ব্যাংক সরকারি ট্রেজারি বিলের প্রধান সংরক্ষণকারী।১২ টি ব্যাংক ও ৩ টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান প্রাথমিক ডিলার হিসেবে বিলসমূহ বিক্রি করে।
*ব্যাংকের স্বীকৃতিপত্রের মেয়াদ ৩০-১৮০ দিন।

২.মূলধন বাজার(Capital Market)/
{দীর্ঘমেয়াদি}
মূলধন বাজারের সিকিউরিটিজ গুলো হলো সাধারণ শেয়ার,অগ্রাধিকার শেয়ার,বন্ড,ডিবেঞ্চার।
*পুঁজি বাজার ইক্যুইটি সিকিউরিটিজ ও ঋণ সিকিউরিটিজ বাজারের সমন্বয়।
অগ্রাধিকার শেয়ারে শেয়ার এবং বন্ডের বৈশিষ্ট্য থাকার কারণে একে Hybrid Security বলে।

*শেয়ার বাজার ক্রয় বিক্রয়ের ভিত্তিতে ২ প্রকার।
১.প্রাথমিক বাজারঃযে বাজারে একটি কোম্পানির নতুন ইস্যুকৃত সিকিউরিটিজ বিক্রি হয়।
IPO এর মানে Initial Public Offering
২.মাধ্যমিক বাজারঃএই বাজারে প্রাথমিক ইস্যুকৃত সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয়ে থাকে।

আমাদের দেশে ২ টি মাধ্যমিক শেয়ার বাজার
*ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড
*চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড

যে বাজারের মাধ্যমে অতালিকাভুক্ত শেয়ার ক্রয় বিক্রয় করা হয় তাকে OTC(Over the Counter Exchange) বলে।

DSE তার কার্যক্রম শুরু করে ১৯৫৪ সালে।
১৯৯৫ সালের ১০ অক্টোবর নিবন্ধিত হয়ে CSE তার কার্যক্রম শুরু করে।

আর্থিক বাজার নিয়ন্ত্রণকারি সংস্থা হলো
*বাংলাদেশ ব্যাংক
*সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(SEC)
*বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA)
*ক্ষুদ্র ঋণ কর্তৃপক্ষ(MRA)
১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা বিনিময় আইন বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে।
*BSEC কোনো স্টক এক্সচেঞ্জ নয় বরং দেশের স্টক এক্সচেঞ্জকে সঠিকভাবে পরিচালনার জন্য ১৯৯৩ সালে এ সংস্থা গঠিত হয়।
*বিমা ব্যবস্থার উন্নয়নের জন্য ২০১০ সালে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) গঠিত হয়।
*ব্যাংক কোম্পানি আইন ১৯৯১
*আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩
*মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০০২
সংশোধন(২০১৫)
মানি লন্ডারিং অপরাধের শাস্তি হলো ৬ মাস থেকে সর্বোচ্চ ৭ বছরের কারাদন্ড
*হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮১
*সিকিউরিটি ও এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯
*স্বাধীনতা লাভের পর শেয়ার বাজারের কার্যক্রম ১৯৭৬ সালে।
*ঢাকা স্টক এক্সচেঞ্জে অনলাইন চালু হয় ১৯৯৮ সালে।
*স্থায়ী ঝুঁকিমুক্ত সিকিউরিটিজ হলো ট্রেজারি বন্ড
FDI এর পূর্ণরূপ Foreign Direct Investment
Bill of Exchange হলো চেক,অঙ্গীকারপত্র।


বিগত সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নঃ
১.বুল মার্কেট বলতে কি বুঝায়-
a.একটি অনিশ্চিত বাজার
★b.একটি মূল্য ঊর্ধমুখী বাজার
c.একটি পরিবর্তনশীল বাজার
d.একটি পশুর বাজার
২.নিচের কোন সিকিউরিটিজ বাট্টায় বিক্রি হয় এবং লিখিত মূল্যে পরিশোধিত হয়
a.বোনাস শেয়ার
★b.ট্রেজারি বিল
c.অগ্রাধিকার শেয়ার
d.রাইট শেয়ার
৩.নিচের কোনটি ১৯৯৩ সালের ফিন্যান্সিয়াল আইনের অধীন একটি প্রতিষ্ঠান
a.Sonali Bank ltd
★b.United leasing company ltd
c.exim bank ltd
d.Uttara bank ltd
e.b+c
৪.বর্তমানে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা
a.3000
b.1300
★c.300
d.1000
e.2550
৫.আর্থিক প্রতিষ্ঠান অাইন পাশ হয়
a.1994
★b.1993
c.1991
d.2002
e.2010
৬.BSEC বলতে কি বুঝায়
a.Securities & exchange commission
b.Bangladesh security & exchange commission
c.Bangladesh security & exchang commission
★d.Bangladesh securities & exchange
commission
e.Nothing
৭.যে বাজারে নতুন শেয়ার ক্রয় বিক্রয় হয় তাকে কি বাজার বলে
★a.Primary
b.secondary
c.teritary
d.capital
e.treasury
৮.BSEC কি নিয়ন্ত্রণ করে
a.Bond Market
★b.Share Market
c.Money market
d.security exchange
e.financial market

আর্থিক বিশ্লেষণঃ 
প্রতিটি পাবলিক লিমিটেড কোম্পানিকে ৪ টি প্রধান বিবরণী তৈরি করতে হয়
১.আর্থিক অবস্থার বিবরণী(Statement of Financial Position)
২.আয় বিবরণী( Income Statement)
৩.সংরক্ষিত আয় বিবরণী(Statement of retained earnings)
৪.নগদ প্রবাহ বিবরণী(Statement of cash flows)
উল্লেখ্য যে আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী আর্থিক বিবরণীতে পাঁচটি উপাদান থাকে।উপরিউক্ত চারটি ছাড়াও থাকে
৫.আর্থিক বিবরণীর টিকাসমূহ(Notes of Financial statement)

★আর্থিক বিশ্লেষণের প্রধান কৌশল ৫ টি।
১.তুলনামূলক আয় বিবরণী(Comparative financial statement)
২.সমআকার আয় বিবরণী(common size financial statement)
৩.অনুপাত বিশ্লেষণ(Ratio analysis)
৪.নগদ প্রবাহ বিশ্লেষণ(Analysis of cash flows)
৫.ব্রেক - ইভেন বিশ্লেষণ(Break even analysis):এই কৌশলের মাধ্যমে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়,বিক্রয়লব্ধ আয়ের পরিমাণ এবং পণ্য বিক্রয় থেকে অর্জিত মুনাফার মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয়।একে Cost Volume Profit Analysis ও বলা হয়।
ব্রেক ইভেন বিন্দুঃযে বিন্দুতে মোট বিক্রয়লব্ধ আয় মোট ব্যয়ের সমান হয় তাকে ব্রেক ইভেন বিন্দু বলে।
পরিচালন ব্রেক ইভেন বিন্দুতে বিক্রয় পরিমাণের একক:
স্থির ব্যয়/(প্রতি একক বিক্রয় মূল্য-প্রতি একক পরিবর্তনশীল ব্যয়)
পরিচালন ব্রেক ইভেন বিন্দু টাকা:
স্থির ব্যয়/(বিক্রয় -পরিবর্তনশীল ব্যয়)/বিক্রয়
অথবা, পরিচালন ব্রেক ইভেন বিন্দু টাকা:
পরিচালন ব্রেক ইভেন বিন্দু একক
*একক প্রতি বিক্রয়মূল্য
*নগদ প্রবাহ বিবরণীতে নগদকে ৩ ভাগে ভাগ করা হয়।
১.পরিচালন কার্যক্রম থেকে নগদ(Cash flow from operating activities)
নিট লাভ বা লোকসান নির্ণয়ে ব্যবহৃত হয়।নগদ আন্তপ্রবাহের মধ্যে রয়েছে পণ্য বিক্রয়,সুদ প্রাপ্তি,লভ্যাংশ প্রাপ্তি।
২.বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ(cash flow from investing activities) এর মধ্য রয়েছে
*দীর্ঘমেয়াদি সম্পত্তির ক্রয়-বিক্রয়
*নগদ সমতুল্য বহির্ভূত বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ
*ঋণ প্রদান ও আদায়
৩.অর্থায়ন কার্যক্রম থেকে নগদ(cash flow from financing activities) এর মধ্য রয়েছে
*ইক্যুইটি মূলধনের হ্রাস-বৃদ্ধি
*শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান
*দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ ও গ্রহণ
কিছু গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম:
*স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য শেয়ার ইস্যু
*বন্ড বা ঋণপত্রকে সাধারণ শেয়ারে রূপান্তর
*স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য বন্ড বা ঋণপত্র ইস্যু
*পুরোনো স্থায়ী সম্পত্তির বিনিয়োগ নতুন স্থায়ী সম্পত্তি ক্রয়।

ফ্রি নগদ প্রবাহ:পরিচালন কার্যাবলি হতে নগদ প্রবাহ থেকে স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের পরিমাণ বাদ দেয়ার পর যে অর্থ থাকে তাই ফ্রি নগদ প্রবাহ।
ফ্রি নগদ প্রবাহ=পরিচালন কার্যাবলি থেকে নগদ প্রবাহ+সুদ পরিশোধ(১-কর হার)-মূলধনী ব্যয়(স্থায়ী সম্পত্তি ক্রয়)

বিগত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নঃ    
১.কোনটি আর্থিক বিশ্লেষণের একটি কৌশল
★a.সমচ্ছেদ বিশ্লেষণ
b.নগদ প্রবাহ বিশ্লেষণ
c.মূলধন বাজেটিং
d.সিকিউরিটি বিশ্লেষণ
২.নিচের কোনটি ফার্মের নগদ আন্তঃপ্রবাহ
★a.প্রাপ্য বিলের হ্রাস
b.প্রাপ্য বিলের বৃদ্ধি
c.প্রদেয় বিলের হ্রাস
d.প্রদেয় সুদের হ্রাস
৩.একটি প্রকল্পে ৯০০০০০ টাকা বিনিয়োগ করে কর পরবর্তী নীট মুনাফা ১৩২৫০০ টাকা পাওয়া যায় এবং এই প্রকল্পের স্থায়ী সম্পত্তির মোট অবচয় ৪৬৬২০০ টাকা।প্রকল্পটির নগদ আন্তঃপ্রবাহ কত?
★a.৫৯৮৭০০(১৩২৫০০+৪৬৬২০০)যেহেতু অবচয়ের পলে নগদ বহিঃপ্রবাহ হয় না তাই যোগ হবে।
b.৩৩৩৭০০
c.১০৩২৫০০
d.৪৩৩৮০০
৪. বিগত বছরে কার্যক্রমের ফলাফল প্রকাশে আয়-ব্যয় বিবরণীর কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ
a.gross profit after tax
b.net profit before tax
c.net profit after tax
★d.earnings per share
e.a+d
৫.কোনটি প্রতিষ্ঠানের জন্য নগদের বহিঃপ্রবাহ নয়
a.dividends
b.interest payments
c.taxes
★d.depreciation
e.utilities
৬.একটিএকটি সঞ্চয়ী হিসাবের সুদ ৪%।যদি কর হার ২৮% হয় তবে সঞ্চয়ের উপর কর পরবর্তী আয়ের হার কত
a.28
b.16.72
c.4
★d.2.88=4*(1-.28)
e.1.12
৭.Which one is considered the ideal current ratio?
a..10%
b.15%
c.1:1
★d.2:1
e.3:1

এইচএসসি ফিন্যান্স এন্ড ব্যাংকিং ১ম পত্র (২)

Md.Samiul Islam
Department of Finance,
University of Dhaka.
Moderator & Management Associate
Silswa.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম