ব্যারন্স টোফেলের সমস্ত রুলস - ২

Rules 31-Rules 33 :
তিনটি sentence লক্ষ্য করুন।
My weeding ring is made of white gold
The report is written by Phil
The project is to be completed by the authority.
তাহলে passive sentence এর কমন স্ট্রাকচার হল Subj+auxiliary verb + verb এর Past participate form (রুলস ৩১)
এখন বাক্যে যদি object থাকে সেক্ষেত্রে স্ট্রাকিচার Subj + auxiliary verb + verbএর past participle form + by + object
মনে রাখতে হবে দুটো জিনিস। auxiliary verb এর ভার্ব এর Past participle form এবং প্রিপজিশন হিসেবে সাধারণত by। অন্য কোন প্রিপজিশন না (রুলস ৩২)
এবং ইনফিনিটিভ বাক্যকে যদি passive করতে হয় সেক্ষেত্রে স্ট্রাকচার Subject + auxiliary verb + to + be + verb এর past participle form +by + object( যদি থাকে) (রুলস ৩৩)।বুঝতে অসুবিধা হলে স্ট্রাকিচার তিনটার সাথে ওপরের বাক্য তিনটি মিলান। কোন সমস্যা থাকবে না।
*বি: দ্র : প্রশ্নে যে Passive sentence দেয়া সেটা বোঝার উপায় কী? সহজ উত্তর, Subject পরীক্ষা করা।Passive sentence এর সাবজেক্ট নিজে কাজ করতে পারে না। ওপরের সেন্টেন্স গুলো লক্ষ্য করুন।
Weeding Ring নিজে নিজে Made হতে পারে না।
Report নিজে write হতে পারে না।
Project নিজে কমপ্লিট হতে পারে না।
Subject & Verb এর মধ্যে এ ধরনের সম্পর্ক থাকলে sentence টি হবে passive voice এ ।

★Rule - 34 :
Subj + need + ing
Subj + need + not + v1( base form)
Subj + need + to + v1
subj + need + to be + v3 (participle)
Subj + in need of + noun
-
need এর এতগুলা নিয়ম টোফেলে নাই। & need এর এগুলার বাইরে আর কোন রুলস নাই
।এ স্ট্রাকচার গুলো মনে রাখলে need সম্পর্কিত যে কোন sentence পারা যাবে।

★Rules 35 :
It is believed/hypothesized/known/said/
thought/true/written + that + Subject + verb + object.
স্ট্রাকচার টা মনে রাখলেই হবে।
যেমন :
It is believed that all mammals(subject) experience (verb) dreams (object)
নমুনা প্রশ্ন :
1.____________ our ancestors built this city
a. It is believed that b.that it is c.that is believed d.that believing
2.it is believed that our ancestors _____this city
a.to build b.building c.built d.to be building

★Rule 36&37 :
Subj + have/has + verb এর participle form + object (Active voice এর ক্ষেত্রে)
I have done it.
Subj + have/has been + verb এর participle form + object (passive voice এর ক্ষেত্রে)
She has been accepted.

★Rule 38 :
 By + Time phrase + Future perfect tense
By the year 2010, researches will have discovered a cure for cancer.
By five o'clock jan will have left
- By the time যুক্ত ক্লজ Present Indefinite Tense হলে, পরের ক্লজ টি Future perfect Tense হবে।
By the time the movie starts, we will have reached there.
We will have reached there by the time the movie starts.
নমুনা প্রশ্ন:
I)By the time the movie____, we will have reached there.
a.starts b.will start c.will have started d.has started
ii) By the time the movie starts, we ____there
a.reach b.will reach c.has reached d.will have reached
iii) By 2010, I ________there.
a.go b.has gone c.will go d.will have gone
-
Rules 39 :
Subj + had hoped that + Subject + would +V1 + Object
I had hoped that she would come.
নমুনা প্রশ্ন:
I had hoped that she ______
a.comes b.came c.had come d.would come
I ______ that she would come
a.hope b.hoped c.am hoping d. had hoped

★Rules 40-41 :
খুব একটা ইম্পর্টেন্ট না রুলস টা।বেশ ইজি।
প্রিন্সিপাল ভার্ব যদি participle কিংবা ing যুক্ত অবস্থায় থাকে তবে অবশ্যই সেই প্রিন্সিপাল verb এর আগে একটি auxiliary verb থাকতে হবে।অন্যথায়, principle verb v3 কিংবা ing অবস্থায় থাকতে পারবে না।auxilary verb কী হবে সেটা Subject, Active Sentence, Passive sentence অনুসারে vary করবে।
যেমন :
I am going there
I am beaten by him.
He has been working here
He has been accepted by the authority.

★Rules (42-51)
Subjective Pronoun :
1.বাক্যে Subject এর স্থানে Subjective pronoun বসে। I, You, He, She, It, We, You, They বাক্যের Subjective pronoun হিসেবে কাজ করে।অর্থাৎ এরা বাক্যে Subject এর স্থানে বসে Subject এর কাজ করে।
নমুনা প্রশ্ন :
Many people believed that ______ & the president shared their responsibilities.
a.she b.her c.him d.herself
2. Subjective pronoun বাক্যে complement রুপে ব্যাবহৃত হয়। অর্থাৎ একটি বাক্যে কমপ্লিমেন্ট এর স্থানে Subjective pronoun বসে। ব্যাপার টিকে একটি স্ট্রাকচার এর আকারে যদি রুপ দেই তবে -
It + be verb + Subjective pronoun(এই অংশ টুকু কমপ্লিমেন্ট নামে পরিচিত) + Relative pronoun + extension(Relative pronoun যুক্ত অংশ টি বাক্যে নাও থাকতে পারে)
যেমন : It is I who am responsible (it is me না)
নমুনা প্রশ্ন : After he had risen from the death, people said, ________
a. It is him
b. It is he
c. It is his
d. It is himself
-
Object Pronoun :
1.বাক্যে object এর স্থানে objective pronoun ব্যাবহৃত হয়। Objective pronoun বাক্যের object রুপে কাজ করে।
Me, you, her, him, it, us, you, them একটি বাক্যে object pronoun হিসেবে কাজ করে।
নমুনা প্রশ্ন :
Let ____ try to reach an agreement
a. us be. we c. ourselves d. our
2. Preposition এর পরে sentence এ object pronoun ব্যাবহৃত হয়।
নমুনা প্রশ্ন :
The cake is from jan & the flower are from Lary & _____
a. we b. us c.ourselve d. your
-
Possessive pronoun :
Possessive pronoun + verb + ing
অর্থাৎ verb + ing এর পূর্ববর্তী pronoun Possessive pronoun হবে।
যেমন : This is my reading room.
-
নমুনা প্রশ্ন :
He is surprised by ____ having to pay for the accident.
a. you b. your c.myself d.yours
-
মানব দেহের অংশবিশেষ এর পূর্বে Possessive pronoun ব্যাবহৃত হয়। কখনোই Article the ব্যাবহৃত হয় না।
I get hurt on ____ arm
a. the b. my c. me d. myself
-
Relative pronoun :
ব্যাক্তি বোঝাতে who - I am the person who works here
বস্তু বোঝাতে which - This is the type writer which I use
Usage of Who/ whom
Who+verb (অর্থাৎ who এর পর সরাসরি verb থাকবে) The man who is honest is rewarded.
Whom + Subject /Noun/Pronoun (Whom এর পরে অন্য কোন Noun pronoun থাকবে)
The man whom I know is punished last night
অর্থাৎ Answer এ Who নাকি Whom হবে সেটি বুঝতে পারব ____ এর পরে verb আছে নাকি Noun, pronoun আছে সেটি দেখে।
ব্যাতিক্রম rule ( 3 star rule) :
Subj + verb + who + subject + দুটি verb + ext. (ব্যারন্সে নাই)
ব্যাখা : এ ধরনের sentence, অর্থাৎ ___ এর পর যদি দুটো verb থাকে তবে ____ এর পরে subject থাকার সত্ত্বেও Who বসে whom বসে না। কেন? কারণ স্ট্রাকচার টি লক্ষ্য করুন। মোট verb এর সংখ্যা এ ধরনের sentence এ তিনটি (Gap এর আগে একটি ; পরে দুইটি)। কিন্তু মোট subject এর সংখ্যা দুইটি ( gap এর আগে একটি, পরে একটি)।Assertive Sentence এর গঠন অনুযায়ী প্রতিটি verb এর জন্য একটি করে Subject থাকতে হয়। অর্থাৎ verb যদি একটি হয় subject একটি ; verb তিনটি Subject তিনটি ; verb পাচটি হলে subject পাচটি। এখন স্ট্রাকচার টি লক্ষ্য করুন। verb তিনটি subject দুটি। অর্থাৎ বাক্য টি সঠিক করতে হলে একটি অতিরিক্ত subject প্রয়োজন।
এখন who বাক্যে subject হিসেবে ব্যাবহৃত হয়, whom object হিসেবে।ঠিক এ কারনে এ ধরনের স্ট্রাকচারে whom না হয়ে who হয়।
-
What/that (ব্যারন্স এ নাই)
Subject + verb + what + extension
I know what you want.(that না)
Subject + verb +object + that + extension
I know the thing that you want (what না)
-
Reflexive pronoun :
বাক্যের subject & complement অংশ একই ব্যাক্তি বা বস্তুকে নির্দেষ করলে Reflexive pronoun ব্যাবহৃত হয়।যেমন :
I had to teach myself
Help yourself to whatever you like
নমুনা প্রশ্ন :
An oven that cleans ____ is very handly
a. it b. its c. itself d. it's
-
Reciprocal Pronoun :
Plural subject & Complement কোন কাজ সম্পাদনে একে অপরের ওপর নির্ভরশীলুতা বোঝাতে Reciprocal Pronoun ব্যাবহৃত হয়।
My sister & I visit each other every weekend.
নমুনা প্রশ্ন :
They will never find ______ at this crowded place.
a. other b.others c. each other d. one other.

★Rule (52-60)
-
আগেই বলে রাখছি, টোফেলের এই অংশ টা Noun নিয়ে। Noun এর Portion টা একটু আলাদা। ব্যাপার গুলো একটু মুখস্থ রাখতে হয়। যেমন : কোন গুলা Count Noun, কোনগুলা দেখলে মনে হয় Count Noun কিন্তু Non-Count Noun. কোন Noun বাক্যে কোন অর্থে বসলে Non count Noun হয়, কোন অর্থে বসলে Count Noun হয়। কোন Determiner Non-Count noun এর আগে বসে, কোন Determiner Count Noun এর আগে বসে, কোন গুলো আবার দুটোর আগেই বসে। অর্থাৎ ব্যাপার গুলো বোঝার থেকে বেশী মনে রাখতে হবে। রুলস আলোচনা করার আগে একটু Definition টা বলে রাখি। Count Noun, Non-Count Noun এর Definition নিয়ে অনেকেরই কিছু ভ্রান্ত ধারনা আছে।
Count Noun :
-Singular & Plural form হয়।
-Article ব্যাবহৃত হয়।
-সংখ্যাবাচক শব্দ (Certain number- One, two) ব্যাবহৃত হয়।
-
Non-Count noun :
*Singular & Plural হয় না।
-সাধারণত article &সংখ্যাবাচক শব্দ ব্যাবহৃত হয় না।
-
অর্থাৎ ব্যাপার টা ঠিক এমন না যে গণনা করা গেলে Count, না করা গেলে Non-Count।এমন অনেক example আপনারা পাবেন যেগুলা গননা করা যায় কিন্তু Non-Count Noun. এটি মূলত ওপরোক্ত বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে।

★Rule 52 :
কোন কিছুর নাম(Boy,car,dog), unit এর Measurement (Degree, Pound), সমাজের বিভিন্ন শ্রেনী,উপাদান (Family, Language) , বিভিন্ন Container (Bottle, Jar), স্বল্প সংখ্যক Abstract Noun(Idea,plan) এরা Countable Noun. বইতে আরো উদাহরন দেয়া আছে। এগুলার পূর্বে Article, সংখ্যাবাচক শব্দ হয়। এগুলোর Singular & Plural হয়।

★Rule 53 :
খাবার (Bread, Butter), Material যেগুলোকে আমরা বিভিন্ন ধরনের আকৃতি দিয়ে থাকি (Wood, Iron), তরল পদার্থ (Oil, Water), Natural Substance (Ice, Water,Smoke), ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিভক্ত থাকা বস্তু (Rice, Sugar), পরিধেয় বস্তু(Clothing, Sock) আসবাব (Furniture), ভাষার নাম (Arabic), Abstract Noun (Beauty) , Gerund (V+ing) সাধারণত Non Count Noun. এগুলার Singular & Plural হয় না ; Article বা সংখ্যাবাচক শব্দ এর পূর্বে হয় না।
নমুনা প্রশ্ন :
______means different things to different person.
A. Happiness B.A happiness C. The Happiness D. Happiness'

★Rule 54 :
একটি Noun একই সাথে Countable & Non-Countable হতে পারে। এ ধরনেত Noun গুলো Count নাকি Non -Count সেটি নির্ভর করে Noun টি Sentence এ ঠিক কোন অর্থে ব্যাবহৃত হয়েছে তার ওপর। যেমন
Light যদি Lamp অর্থে ব্যাবহৃত হয় তবে সেটি Countable, যদি Absence of darkness অর্থে ব্যাবহৃত হয় তবে সেটি Non-Count. ঠিক একই ভাবে Work কোন শিল্পকর্ম অর্থে ব্যাবহার হলে Countable ; employment অর্থে ব্যাবহার হলে Non-Countable. Work, Light Countable। অর্থে ব্যাবহার হলে a/an/singular/plural হবে; Non-countable অর্থে ব্যাবহার হলে হবে না।
নমুনা প্রশ্ন :
She needs to find ___
a. work b.works c. a work d. the work

★Rule 55 :
কিছু শব্দ আছে যেগুলোর অর্থ প্রায় এক কিন্তু একটি শব্দ Non-Countable আরেকটি Non-Countable. যেমন : Climate - Count Noun(article বসবে; singular plural হবে), Weather - Non - Countable. Sunbeam - Countable(article,singular,plu
ral হবে) ; Sunlight - Non-countable.
নমুনা প্রশ্ন :
The shape of ______ is unique
a. a snowflake b. snowflakes c.snowflake d.the snowflake

★Rule 56 :
Advice, Anger, Homework, Money, Poetry, Anger, Ignorance, Music, Poverty, Courage এ ধরনের শব্দ গুলো অন্যান্য ভাষায় Countable noun হলেও ইংরেজী তে এগুলা Non-Countable Noun. অর্থাৎ এগুলার আগে Article, সংখ্যাবাচক শব্দ বসে না ;Singular Plural হয় না।
নমুনা প্রশ্ন :
Do you have ______ about it?
a. information b. an information c. informations d. a information

★Rule 57 :
Non-countable noun গুলোকে singular ; plural expression দিতে চাইলে A piece of / Two pieces of, A slice of/Two slices of, A bar of /Two bars of এ ধরনের Determiner ব্যাবহৃত হয়।যেমন : A piece of advice ; Two pieces (piece না) of advice (advices না), A loaf of bread, Two loafs of bread.

★Rule 58 :
Singular count noun / non - count noun : Kind of / type of (kinds of না ; types of না ; kind/type of ছাড়া বসবে না)
Plural count noun : Kinds of / types of (kind of না ; type of না ; kind & type of ছাড়া বসবে না)

★Rules 59 :
একটি sentence এ Noun হিসেবে কিংবা Subject হিসেবে Infinitive (To+verb) ; Gerund (Verb+ing) ব্যাবহৃত হয়। শুধু verb / the + verb ব্যাবহৃত হতে পারে না। এবং Gerund or Infinitive subj এর কাজ করলে verb টাও হয় singular.যেমন :
To sneeze/Sneezing spreads(spread না) germs. The sneeze অথবা Sneeze না।
নমুনা প্রশ্ন :
_____ a foreign language is more difficult
a. to read b. to reading c. read d. reads e. the read

★Rule 60 :
The + Gerund / Non- countable noun + of
অর্থাৎ Gerund / Non-countable noun বাক্যের শুরুতে বসলে এবং তার পরে of থাকলে অবশ্যই Gerund/Non-countable noun এর পূর্বে The বসবে।
যেমন :
The possibility of winning the match is about 0%
The planning of cities is not a new idea.
নমুনা প্রশ্ন :
_____ is an art
a. the writing
b. writing of
c. the writing of
d. to writing of

★Rule 71 : Countable Noun এর ক্ষেত্রে A small/large number of ( A large number of students) ; Non-countable noun এর ক্ষেত্রে A small/Large amount of (A large amount of information) বসে।
অর্থাৎ, A large/small number of + plural. countable noun.
A large / small amount of + non-countable noun.

★Rule 72 : চারটি স্ট্রাকচার মনে রাখতে হবে :
I) Almost all of the + Noun
ii) Almost all+ Noun
iii) Most of the + Noun
iv) Most + noun
(কখোনোই Almost +Noun ; Almost all the + noun ; the almost + noun ; almost the + noun ; The most + noun ; most of + noun + most the + noun বসবে না)
নমুনা প্রশ্ন :
1. ________ students are present.
a. Almost
b. the almost
c. most of
d. almost all

★Rule 73-74 :
থ্রি স্টার রুলস।
Sufficient/enough+ Noun ( Sufficient একটি adjective & Enough একই সাথে adjevtive/adverb এর কাজ করে। এরা Noun এর পূর্বে বসে Adjective এর কাজ করে)
I have sufficient/enough money.
-
Adjective + enough (sufficient না ; sufficient একটা adjective ; Adjective কোন adjective কে মোডিফাই করতে পারে না; এ কারণে adjective এর পরে কখোনো sufficient বসতে পারে না। enough যেহেতু একই সাথে adverb & adjective এর কাজ করে সেহেতু enough adjective এর পরে বসে adjective কে মোডিফাই করতে পারে।)
He is beautiful enough (enough beautiful না ; beautiful sufficient না)
ভুল কোথায় হবে :
১. enough adjective এর আগে বসিয়ে ফেলব (মনে রাখতে হবে enough + noun ; adjective + enough)
২. adjective এর পরে sufficient বসিয়ে ফেলব

★Rule 75-76 : বাক্যে একটি Noun থাকলে Determiner হিসেবে One আসে।
One student is wearing red t-shirt.
দুইটি Noun থাকলে প্রথম Noun এর পূর্বে One ; দ্বিতীয় Noun এর পূর্বে Another বসে।
One student is wearing red t-shirt ; another is wearing blue
তিনটি noun এর ক্ষেত্রে প্রথমটির পূর্বে One ; দ্বিতীয় টির পূর্বে Another ; তৃতীয়টির পূর্বে The other বসে।
One student is wearing red t-shirt ; Another is wearing blue ; the other is wearing green.
(এগুলা অবশ্যই ক্রমান্বয়ে বসতে হবে। প্রথমে One, তারপর Another, সবশেষে the other)
-
Plural Noun এর ক্ষেত্রে এই সিকুয়েন্স টি Some, other, the other. অর্থাৎ প্রথম Plural count noun এর পূর্বে some, দ্বিতীয় টির পূর্বে other ; তৃতীয় টির পূর্বে The other.
Example : Some shirts are blue, other shirts are green, the other shirts are reed.
এখন লক্ষ্য করুন,এক্সাম্পল টি তে Some, other, the other adjective হিসেবে ব্যাবহৃত হয়েছে{some/the other(adj.)+ noun(adj.)}। এক্ষেত্রে যদি noun ব্যাবহার করতে না চায় সে ক্ষেত্রে আমরা এডজেক্টিভ গুলোকে possessive pronoun এ পরিণত করতে পারি।
অর্থাৎ সেক্ষেত্রে সিকুয়েন্স টি হবে Some ; others ; the others(the others এর জায়গা the rest ব্যাবহৃত হতে পারে)।
example : some are blue, others are red, the others(the rest) are white.

★Rule 77 :
ordinal number : first/second /third
cordial number + noun (example: look at first page)
cordial number : one/two/three
noun + ordinal number (look at page one)

★Rule 78 : পর পর দুটো Noun পাশাপাশি বসে Dounle noun হিসেবে কাজ করতে পারে।(notebook paper ; foreign language)। এক্ষেত্রে প্রথম Noun টি কখোনো plural হবে না ; দ্বিতীয় noun টি singular/plural হতে পারে।(notebook papers হতে পারে ; notebooks papers হতে পারে না)

★Rule 79 : hyphened adjective কখোনো plural হয় না। (sixty-year ; sixties-year না; sixty-years ও না)।
নমুনা প্রশ্ন :
They have a ______ old baby
a.fours-month
b. four-month
c. four-months
d. fours-months
-
Rule 80 :
Subj নিজে কাজ করতে না পারলে adjective past participle form (the audience are thrilled)
Subject নিজে কাজ করতে পারলে adjective present participle form (the concert is thrilling)
নমুনা প্রশ্ন :
The book is _____
a.publishing
b.publish
c.published
d.to publishing


Ariful Hasan Partho
BBA, Dept. of MIS, Univetsity of Dhaka
Management Associate, SILSWA

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম