ব্যারন্স টোফেলের সমস্ত রুলস

অনেকের কাছেই শুনেছি ব্যারন্স টোফেল ইংলীশে লেখা, পড়তে কষ্ট হচ্ছে, কিচ্ছু বুঝছেন না,পড়াই বন্ধ করে দিচ্ছেন রাগ করে। তাই SILSWA পক্ষ থেকে আমাদের এই পদক্ষেপ। 


★রুলস ১ : সহজ কথা একটা ইংলীশ সেন্টেন্স ভার্ব ছাড়া গঠিত হতে পারে না।একটা পরিপূর্ণ ইংলীশ সেন্টেন্স গঠন করার জন্য ভার্ব থাকা আবশ্যক।
প্রথম উদাহরণ টি লক্ষ্য করুন :
The prettiest girl in our class with long brown hair & brown eyes. বাক্যটিতে কোন ভার্ব নাই।যেহেতু ভারর্ব ছাড়া বাক্যটি সম্পূর্ণ হতে পারে না সেহেতু এই বাক্যে একটি ভার্ব দরকার
তাই বাক্যটিতে with এর স্থলে 'has' যোগ করে বাক্যটি সম্পূর্ণ & কারেক্ট করা হয়েছে
প্রথম প্রব্লেম টাতে Arizona______a very dry climate.
Arizona একটি নাউন, একটা ভার্ব প্রয়োজন Answer হয়েছে has.
-
কোথায় ভুল হতে পারে? Verb objectify করতে, পিন পয়েন্ট ইররে এই রুলস টি প্রচুর আসে এবং পাস্ট পার্টিসিপল কে ছাত্র ছাত্রী রা ভার্ব ভেবে এন্সারে ভুল করে বসে। তার আগে জেনে রাখা জরুরী পাস্ট পার্টিসিপিল কি? এটি একটি সেন্টেন্সে এডজেক্টিভ রুপে কাজ করে, এটা দেখতে ভার্ব এর পাস্ট ফর্ম এর মত। একটি এক্সাম্পল লক্ষ্য করুন :
The door shut off in the evening was broken down last night.
প্রথম অংশ টা লক্ষ্য করুন, Shut off দেখতে ভার্ব এর মত, কিন্তু এটা ভার্ব না।এটা একটা পার্টিসিপল। এখন কীভাবে বুঝবো এটা পার্টিসিপল। দেখতে হবে সাবজেক্ট কাজটি নিজে নিজে করতে পারে কিনা? Door নিজে নিজে Shut off হতে পারে কিনা? না পারে না। তার মানে এটা একটা প্যাসিভ ফর্ম এ থাকা সেন্টেন্স যেটার আসল ফর্ম ছিল the door which was shut off যেখানে was ভার্ব, Shut off participle। এই সেন্টেন্স টিকে রিডিউস করে which এবং was তুলে দেয়া হয়েছে। রিডিউসড হয়ে সেন্টেন্স টি একটা রিডিউসড ক্লজে রুপান্তরিত হয়েছে।এবং verb এর মত দেখতে পার্টিসিপল টি Reduce clause এ adj. এর কাজ করছে।
অর্থাৎ ওয়ার্ড টি পার্টিসিপল নাকি ভার্ব এটা চেনার সহজ উপায় হইল সাবজেক্ট ভার্ব এর কাজ নিজে করতে পারে কিনা? নিজে যদি না করতে না পারে তবে বুঝতে হবে এখানে ভার্ব নেই, ভার্ব টি তুলে নিয়ে সেন্টন্স টিকে রিডিউসড ক্লসে পরিণত করা হয়েছে এবং ভার্ব এর মত দেখতে ওয়ার্ড টি পার্টিসিপল এর কাজ করছে।
এবং Participle verb এর কাজ করতে পারে না।
যেমন, The food eaten away, the door closed down, the pen stolen, the teeth connected, the building established etc etc etc.
দ্বিতীয় প্রব্লেম টাই লক্ষ্য করুনএকটা পিন পয়েন্ট ইরর রয়েছে।
Venomous snake with modified teeth connected to poison glands in which the venom is secreted & stored. বাক্যের ভুল কোথায় আইডেন্টিফাই করতে হবে।
Same problem, connected কে দেখে ভার্ব মনে হচ্ছে, এটা ভার্ব না, বাক্যটা ছিল the teeth which was connected, which & was কে তুলে এখানে রিডিউসড ক্লজে রুপান্তর করা হয়েছে। তার মানে Venomous snake সাবজেক্ট টার ভার্ব নাই, তাই with এর স্থলে has বসিয়ে সেন্টেন্সটি কারেক্ট করতে হবে,
The venomous snake has modified teeth........ অর্থাৎ সেন্টেন্সটির A অপশনে ভুল।

★রুলস ২ : রুলস টা বুঝতে সহজ, আয়ত্ত্বে আনাটা কঠিন।খুব সহজ কথা, অনেক গুলো শব্দ দেয়া আছে, এই শব্দ গুলোর পর ভার্বের ইনফিটিভ রুপ হয়। Infinitive অর্থ To+ Verb এর বেইস ফর্ম। সহজ কথা কোন বাক্য গুলোর পরে ইনফিনিটিভ হবে সেগুলো মুখস্থ করতে হবে।
প্রথম এক্সাম্পল টা দেখুন,
He wanted (spoke) with Mr. X
wanted এর পর ভার্বের ইনফিনিটিভ রুপ হয়।
অর্থাৎ কারেক্ট রুপ টি হবে-
He wanted to speak with Mr. X

★রুলস ৩: একই ব্যাপার। কিছু শব্দ দেয়া আছে
এগুলোর পর Gerund হয়। Gerund এর স্ট্রাকচার Verb+ing। শব্দ গুলো মুখস্থ করতে হবে,এই শব্দ গুলো থাকলে পরের ভার্ব এর Gerund Form হবে।
একটি এক্সাম্পল দেখুন
She is considering (not to go)
Considering এর পরে ভার্ব এর জেরান্ড Form
অর্থাৎ Answer not going

★রুলস ৪ : অনেক গুলো Phrase দেয়া আছে।অত মুখস্থ করার দরকার নাই।মনে রাখবেন, সাধারণত To বাদে প্রতিটা Preposition এর শেষে ing হবে। অর্থাৎ যদি Preposition (To ব্যাতীত) এর পরে verb থাকে সেটি ing হয়।
এখন কিছু কিছু Phrase এর শেষে যদি To থাকে তবে সেক্ষেত্রেও ভার্ব এর শেষে ing যোগ হয়।অন্যথায় To এর শেষে verb এর base form। তাহলে কোন কোন ফ্রেজের পরে টু থাকলে বেইজ ফর্ম না হয়ে ing যোগ হয়?With a view to, with an eye to, get used to,get forward to. এই ফ্রেজ গুলোর শেষে To থাকলেও verb এর ing হয়।অন্যক্ষেত্রে base form হয়। এবং To ব্যাতীত সকল প্রিপজিশনের পর verb এর সাথে ing হয়।
Example : I have been looking forward to (meet) you
Looking forward এর পর verb+ing. Answer meeting
ব্যাতিক্রম:( be verb + likely) এর পর ভার্ব এর ইনফিনিটিভ রুপ হয়
He is likely (knowing) the news
is likely এর পর ভার্বের ইনফিনিটিভ। Answer : To know

★রুলস ৫ : ছোট বেলায় পড়ছেন। Verb এর Present form কী? Past form কী আর Past participle form কী? মনে রাখবেন, Verb হিসেবে বাক্যে verb এর প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম বসতে পারে, Participle form পারে না।কারন টা আগেই বলেছি, Participle works as adjective. তাহলে বাক্যের প্রেজেন্ট পাস্ট আর পার্টিসিপল ফর্ম গুলো আমাদের ভাল ভাবে মুখস্থ রাখতে হবে।
Example : They (done) it very well after they had practiced
Done verb এর পার্টিসিপল ফর্ম।এটা ভার্ব হতে পারবে না। After এর পর ভার্বের পাস্ট পারপেক্ট ফর্ম রয়েছে। তাহলে টেন্সের নিয়ম অনুসারে আগের টা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে।তাহলে verb হবে পাস্ট ফর্মে। উত্তর : They did it very well.....

★রুলস ৬ : মডাল ভার্বের পর ভার্বের বেইজ ফর্ম হয়।বেইস ফর্ম কী আগেই আলোচনা করেছি।মডাল ভার্ব গুলা লিস্ট দেখলেই বুঝতে পারবেন।
Example : He may (gone)
may মডাল ভার্ব।এরপর ভার্বের বেইজ ফর্ম বসবে।Answer হবে He may go.

★রুলস সাত+আট+নয় : এক সাথে আলোচনা করব। সুবিধা হবে। প্রথমত :
logical conclusion কী? কোন একটি ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে আরেকটি ঘটনা অবশ্যাম্ভী ভাবে ঘটবে- এটিই Logical Conclusion. অর্থাৎ logical conclusion একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটি ঘটনা ঘটার আবশ্যকীয়তা(must) কে নির্দেশ করে।তাই logical conclusion এর ক্ষেত্রে must modal auxiliary ব্যাবহার করা আবশ্যক।এখন এই logical conclusion তিনটা কালের পরিপ্রেক্ষিতে ঘটতে পারে।অতীত, চলমান বর্তমান, সাধারন বর্তমান।তিনটা কালের পরিপ্রেক্ষিতে must তিনরকম ভাবে ব্যবহৃত হয়।
সেগুলো কী? একে একে আসুন।
* Past event নির্দেশক শব্দ (Last+time, Previous +Time, পূর্বে ঘটেছে এমন কোন ঘটনা) থাকলে must have + verb এর পার্টিসিপল ফর্ম হবে।
Example : As the incident occured, My friend must have called last night.
*Present Continuous Tense নির্দেশক শব্দ (now, at this moment) থাকলে Must be+verb +ing হয়।
Example : As the match begins, my friend must be calling now
* Present infinite Tense নির্দেশক শব্দ (Often,always) থাকলে Must+ verb এর base form বসে।
Example : My friend must call me often.

★রুলস ১০ : মনে রাখবেন
Know + Noun/pronoun (object) : I know the place.
Know how + (Infinitive form of verb) : I know how to make tea

★রুলস ১১ : প্রচন্ড ইম্পর্টেন্ট এবং আমরা প্রচুর ভুল করি।তিনটা স্ট্রাকচার মনে রাখা জরুরী।
Used to + verb এর base form
Get used to + verb+ ing
be verb (is/was/am/are)+ used to + verb + ing
Example : I used to (do) it.
Answer : do
I get used to (do) it.
Answer : doing
I am used to (do) it.
Answer : doing.


★Rule 12 & 13 : খুব একটা গুরুত্বপূর্ণ না রুলস টা। Had better ঔচিত্য এবং Would rather পছন্দ অর্থে ব্যাবহৃত হয়।এত অর্থ বুঝে কাজ নাই।বাক্যে এদের কাজ মডাল ভার্ব এর মত।এদের পর ভার্ব এর base form বসে।
I would rather (to drive)
Ans ' Drive(would rather+verb এর base form)
I had better (leaving) the place
Ans : Leave(had better + verb এর base form)

★Rule 14 : would rather that এর পরবর্তী অংশ Past indefinite tense হয়, Present কিংবা Future Tense নয়।
এখন কেন Past Indefinite? এর উত্তর টা হচ্ছে Clause marker এর আগের অংশে Would আছে, Would হল will এর পাস্ট ফর্ম। তাই Parallelism অনুসারে পরের অংশ টাও Past হবে। এত কিছু মনে না থাকলে সহজে মনে রাখেন, would rather that + past indefinite tense
Example : I would rather that you (not) do it.
Answer : did not do (would rather+Past Indefinite)

★Rule 15 : 'Negative Imperative' কী?
- 'না' বোধক অনুজ্ঞাসূচক বাক্য।
কীভাবে প্রকাশ করে?
বাক্যের শুরুতে verb অথবা Please+ verb ব্যাবহার করে।
Negative Imperative এর একটি অংশ হচ্ছে না বোধক অনুরোধসূচক বাক্য।১৫ নং রুলস টা মূলত এটা নিয়েই। দুটো রুলস মনে রাখা জরুরী:
Please + don't/didn't + verb + extension
(বিশেষ দ্রষ্টব্য: don't /didn't এর পর একটি main verb প্রয়োজন।কাজেই এ ধরনের সেন্টেন্সে don't /didn't এর পরে To+verb অর্থাৎ infinitive হবে না।সরাসরি verb এর base form হবে।)
Would you please + not (don't/didn't না) +Verb + extension
ভুল কোথায় হবে?
আমরা would you please এর পরে আবার don't অথবা didn't বসাব।মবে রাখতে হবে, যেহেতু এ ধরনের imperative sentence এ বাক্যের শুরুতে Modal auxiliary হিসেবে would বসেছে সেহেতু আর কোন auxiliary দরকার নেই।তাই would you please +not হবে। don't/didn't না।
Example :
1.please don't (to park) here
Answer : park
2. Would you please (don't smoke)
Answer : not smoke

★Rule 16-20 : Causative verb*****
Five star Rules. পুরো টোফেলের ভেতর সম্ভবত সবচাইতে important রুলস।
একে একে রুলস গুলোতে আসুন।
- Causative verb কী?
"কর্তা কাজ নিজে না করে অন্য কে দিয়ে করাবে "- এ ধরনের বাক্যে যে পাচটি verb ব্যাবহৃত হয়।
এই পাচটি verb হল make, get, have let, help.
-
-
Make&Let*****(5 star rule)
Subj+make/Let+ব্যক্তিবাচক/বস্তুবাচক noun(someone/something) +verb এর base form+extension
Example :
-His mother made him (to take) those medicine
Answer: take
-His mother let him (goes) to school
Answer : go
Get*****(5 star rule)
Subj+Get+ব্যাক্তিবাচক noun(someone)+ infinitive +extension
Subj+Get+বস্তুবাচক Noun(something)+ verb এর Past participle form + ext.
ভুল কোথায় হবে?
Get এর পর ব্যাক্তিবাচক subject এর ক্ষেত্রে infinitive না করে base form বসিয়ে ফেলব।base form হবে না। verb infinitive form এ হবে। বস্তুবাচক object এর ক্ষেত্রে participle form ব্যাবহার করতে ভুলে যাব অথবা ভুল করে পার্টিসিপল এর পূর্বে be ব্যাবহার করে ফেলব।
Example:
- Lets get you (go) with us
Answer: to go.
Lets the car (wash)
Answer : washed (wash অথবা be washed অথবা to be washed কোনটাই না, শুধুমাত্র verb এর past participle form)
Have***
Subj+Have+ব্যাক্তিবাচক noun(someone) +verb এর base form+extension
Subj+Have+বস্তুবাচক noun (something)+verb এর Past participle form +extension
Example :
-Boss had us (give) oral reports
Answer : give
-Tom had a tooth (fill)
Answer : filled
Help*
Subj+help+ব্যাক্তিবাচক noun(someone) + infinitive/verb এর বেইজ ফর্ম + extension
Example: I am helping him (do) it
Answer : do or to do
কোথায় ভুল যাবে?
প্রশ্নে দুইটা এন্সারই থাকতে পারে।সেক্ষেত্রে দুটো অপশন ই কারেক্ট এরকম যে উত্তর টা থাকবে সেটা এন্সার করতে হবে। যেমন:
In partnership,Henry Flager_________the standard oil company.
a. helped form
b.helped forming
c.helped to form
d.helped formed
e.a+c
আমরা তাটাহুড়া করে a অথবা c answer করে চলে আসব। কিন্তু দুটো এন্সারই সঠিক।answer হবে e
-
মনে রাখবেন:
১. ব্যাক্তিবাচক noun থাকলে শুধুমাত্র get এর পর To+verb হয়।বাকি সকল causative verb এর ক্ষেত্রে verb এর base form বসে।help এর পর দুটোই বসে।
২.get& have এর পর বস্তুবাচক noun থাকলে participle.। let & make এর বস্তুবাচক noun হলে base form.
৩.causative verb সাবজেক্ট ও টেনস অনুযায়ী পরিবর্তিত হয় এবং সেক্ষেত্রে sentence form এর রুলস অপরিবর্তিত থাকে।
Example :
I am making him do it.
He gets the car washed.
I had the tooth filled last night.
He lets me do it.
৪.causative verb গুলোকে অবশ্যই বাক্যে verb এর কাজ করতে হবে। অন্যথায় sentence টি সঠিক নয়। যেমন :
He getting me to do it (সঠিক না)
I making you do it (সঠিক না)

★Rules 21-26 :
Conditional কী?
"একটি কাজ ঘটবে ; তার শর্ত সাপেক্ষে অন্য আরেকটি কাজ ঘটবে"- এ ধরনের অর্থবোধক sentence গুলোকে conditional sentence বলে। যেমন: If you come, I will go
অর্থাৎ আমি যাব যদি তুমি আসো এই শর্ত সাপেক্ষে
Conditional Sentence কীভাবে গঠিত হয়?
দু ভাবে :
1.If দ্বারা
2. Unless দ্বারা
Conditional Sentence কত প্রকার?
চার প্রকার :
1.zero conditional
2.Present conditional
3.Past conditional
4.Perfect conditional
-
প্রতিটি ক্লজের ক্ষেত্রে আমরা দুটো করে ক্লজ পাব।একটি Subordinate Clause ( If/unless যুক্ত Clause টি) এবং আরেকটি Principle Clause (ক্লজ মার্কার থাকবে না কোন)।
বেশী ব্যাখার দরকার নাই।বেশী পেচানোর ও দরকার নাই।চারটা স্ট্রাকচার মনে রাখলেই চারটা কন্ডিশনাল পুরা কাভার হয়ে যাবে।
1. zero conditional :
If + present indefinite tense+Subj+verb
+extension
অর্থাৎ If যুক্ত ক্লজ Present Indefinite Tense হলে পরের টিও Zero Conditional এ Present Indefinite tense হয়।
Example : If I am you, I do the work
-
2.1st/present conditional:
If+ present indefinite tense+Subj+Shall/
will+verb+extension.
Example : If I am you, I will do the work.
NB: If এর পর Present Indefinite Tense থাকলে পরের ক্লজ Present/Future Indefinite দুটোই হতে পারে।প্রশ্নে দুটো অপশনই এক সাথে থাকবে না। হয় প্রেজেন্ট টেন্সের অপশন টি থাকবে, না হলে ফিউচার টেন্সের অপশন থাকবে।যদি দুটোই থাকে তবে ফিউচার টেন্স টি এন্সার করা শ্রেয়।
Sample Question : If I go there, The authority __________this project
a. approve
b. is approving
c. will be approving
d.would approve
e. would've approved
Ans : a
-
3.2nd/past conditional :
If+Past Indefinite Tense/were+Subj+would+verb এর base form +Extension
Example:
If I went, he would come
If I were you, I would go
-
4.3rd/perfect condition
If+Past perfect Tense+Subj+would have+ verb এর past participle form+extension
If I had gone, he would have come
-
5.Unless
If এর ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য, Unless এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। শুধু একটা প্রধান পার্থক্য আছে।Unless নেতিবাচক অর্থ প্রকাশ করে।Unless শব্দের অর্থ যদিনা। তাই Sub ordinate clause এ Unless থাকলে Principle clause সবসময় Negative হবে।অর্থাৎ auxiliary verb এর সাথে একটি not যোগ হবে।
-
Example : Unless you go there, I wont come
Unless you went there, I would not come.
-
ভুল কোথায় হতে পারে?
১. If/Unless যুক্ত ক্লজ টিকে Future Tense এ করে ফেলা। মনে রাখতে হবে, Sub ordinate clause কখোনো Future tense এ হয় না। অর্থাৎ If/Unless যুক্ত ক্লজ কখোনো Future tense এ হতে পারবে না, কেবল মাত্র principle clause টিই Future tense এ হতে পারবে।Zero conditional থেকে আসা প্রশ্ন গুলো তে আমরা এ ভুল টি প্রচুর করি।
নমুনা প্রশ্ন :
The argument is fulfilled if you ________the assertion with mechanism & example.
a.analysis b.will analysis c.would analysis d.analyzing e.a+b
আমরা অনেকেই b অথবা e এন্সার করে চলে আসব।ভাল করে লক্ষ্য করুন।
1.Sentence টি কন্ডিশনাল Sentence
2.Principle clause টি প্রেজেন্ট টেন্স।
অর্থাৎ এটি জিরো কন্ডিশন।If যুক্ত ক্লজ টি Present Indefinite হবে।Answer a
২. Unless যুক্ত ক্লজ টি Negative করে ফেলা।মনে রাখবেন Unless শব্দের অর্থ যদি না।অর্থাৎ unless নিজেই একটি নেতিবাচক শব্দ।তাই Unless যুক্ত Subordinate clause টি কখোনো নেগেটিভ হবে না।নেগেটিভ হবে Principle clause টি।
নমুনা প্রশ্ন:
I wont go there unless you______
a.come
b.don't come
c.didn't come
d.will come
e.wont come

★Rule 27 & 28 :
Rule 27 এ কিছু ভার্ব দেয়া আছে। Ask Demand Desire Insist Prefer Propose Recommend Request Require Suggest Urge. এই ভার্ব গুলো মুখস্থ করুন। এই ভার্ব গুলোকে বলে Subjunctive verb. একটি বাক্যে যদি দুটো ক্লজ থাকে & ক্লজ মার্কারের আগের ভার্ব যদি সাবজাংটিভ ভার্ব হয় তবে ক্লজ মার্কারের পরের অংশের verb টি -
(১) Base form এ হয় (২) কখোনো কোন Auxiliary verb এর সাথে যুক্ত হয় না,Negative sentence এ ও না (৩) কখোনো Singular Plural হয় না & 's' বা 'es' ভার্বের সাথে যুক্ত হয় না। (৪) Present বা Past form হয় না। সর্বদা base form.(is/was হবে না, be হবে)
Example :
He prefers that she (speaks) with him
Answer : Speak ( that এর আগে সাবজাংটিভ ভার্ব)
I propose that the vote (is) secret
Answer : be
The doctor suggested that you won't smoke
Answer : not smoke

★28 নং রুলস টা নতুন করে মুখস্থ করার প্রয়োজন নেই।২৭ নং রুলস এ যে ভার্ব গুলো পড়েছেন ২৮ নং রুলসে সেই ভার্ব গুলোই Noun form এ আছে।Demand, Insistence Preference Proposal Recommendation Request Requirement Suggestion. ২৭ নং রুলসে এই ওয়ার্ড গুলোই verb form এ ছিল।তাই ২৭ নং রুলসের ওয়ার্ড গুলো মনে রাখতে পারলেই ২৮ নং রুলসের ওয়ার্ড গুলো মনে রাখা যাবে।এবং রুলস ও সেইম।ক্লজ মার্কারের আগে উল্লেখিত Noun থাকলে Clause Marker এর পরের ভার্ব টির ক্ষেত্রে ২৭ নং রুলস এর নিয়ম গুলো প্রযোজ্য থাকবে। এ ধরনের Noun গুলোকে বলে Nouns derived from Subjunctive verb.
Example :
The recommendation that we (are) evaluated was approved
Answer : be

★Rule 29 :
দুটো রুলস মনে রাখবেন।
It is essential /imperative /important /
necessary+infinitive(to+verb) + extension
অথবা
It is essential /imperative /important /necessary +that+subj+ verb এর base form (present/past tense হবে না, S /es যুক্ত হবে না, আগে কোন অবস্থায় কোন ধরনের auxiliary বসবে না)+ extension
Example :
It is necessary that he (is) on time.
Answer :
it is necessary that he be on time
or,
It is necessary to be on time

★Rules -30 : খুব বেশী গুরুত্বপূর্ণ না।যদি sentence দিয়ে purpose প্রকাশ পায় তবে সেক্ষেত্রে preposition 'to 'বসে
Example :
I eat rice ______live
a.of b.to c.fot d.against e.to
Answer : to
**মনে রাখুন,
এই রুলস থেকে যদি প্রশ্ন আসে তবে উত্তর করার সহজ উপায় হচ্ছে, to ব্যাতীত অন্যান্য preposition এর পরে verb+ing হয়। সেক্ষেত্রে যদি____ এর পরের verb টির সাথে ing যুক্ত না থাকে তবে উত্তর হবে to. সেন্টেন্স পরে অত বোঝার দরকার নেই কি বুঝিয়েছে।Verb এর দিকে তাকালেই বুঝে ফেলবেন।
আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। 


Ariful Hasan Partho
BBA
Dept. of MIS, University of Dhaka
Management Associate
SILSWA - Education & Research wing

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম