অর্থনীতি ১ম ও ২য় পত্রঃ ফাইনাল রিভিউ ও পূর্ণাঙ্গ সাজেশন



ফাইনাল রিভিউ ও পূর্ণাঙ্গ সাজেশন

***১ম অধ্যায়***

★দুষ্প্রাপ্যতা ও নির্বাচন : এই দুটি টপিক থেকে প্রশ্ন জ্ঞান বা অনুধাবনমূলক আসতে পারে। তাই সংজ্ঞাটাই গুরুত্বপূর্ণ।
★সুযোগ ব্যয় ও উৎপাদন সম্ভাবনা রেখা: ১ম অধ্যায়ের এই দুটি টপিকই চিত্র সম্পর্কীত এবং অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে প্রায়ই প্রয়োগ বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এসে থাকে। এই টপিকের প্রশ্ন আসলে উদ্দীপকে উৎপাদন সম্ভাবনার ধারণা দেওয়া থাকে এবং প্রয়োগ বা উচ্চতর দক্ষতায় বিভিন্ন বিন্দুতে উৎপাদন পরিমান কত, উপকরন বাড়ালে কমালে উৎপাদন কিরকম পার্থক্য হবে এরকম প্রশ্ন এসে থাকে।

★মৌলিক অর্থনৈতক সমস্যা : অনুধাবন মূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তাই সংজ্ঞা, সমস্যা কতটি, কি কি এসব বিষয় ভালভাবে জানা থাকতে হবে।
★অর্থনৈতিক ব্যবস্থা : ১ম অধ্যায় থেকে সৃজনশীলের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা ই গুরুত্বপূর্ণ। উদ্দীপকের মাঝে কোন একটি অর্থনৈতিক ব্যবিস্থার বৈশিষ্ট্য দেওয়া থাকে। প্রয়োগমূলকে প্রশ্ন করা হয় উদ্দীপকে কোন অর্থব্যবস্থার বিদ্যামান বা এর সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার সাদৃশ্য বা পার্থক্য জানা হয়। তাই ধনতান্ত্রিক আর মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা ভালভাবে জানা দরকার।

★ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি : এই টপিক থেকে নৈবক্তিক প্রশ্নই বেশি আসে। কোন কোন উপাদান গুলো ব্যষ্টিক এবং কোন কোন উপাদানগুলো সামষ্টিক সেটা ভালভাবে মনে রাখতে হবে।

***২য় অধ্যায়***

২য় অধ্যায়ের প্রায় সবগুলা টপিকই অনেক গুরুত্বপূর্ণ। যেকোন টপিক থেকে সৃজনশীল আসতে পারে। তাই পুরা অধ্যায়টা ই ভালভাবে পড়া উত্তম। তার মধ্যে গুরুত্বপূর্ণ হল:
★ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি : এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। চিত্রসহ মোট উপযোগ, প্রান্তিক উপযোগ জানতে হবে। এখান থেকে প্রশ্ন আসলে টেবিল আকারে একক, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ দেওয়া দেওয়া থাকতে পারে। তো প্রান্তিক উপযোগ ক্রমানুযায়ী কমতে থাকলেই বুঝতে হবে এই বিধি ই চায়ছে। তাই চিত্র সহ এই টপিক এর মূল কথা আলোচনা করতে হবে। চিত্র ছাড়া উত্তর করলে কোন লাভ হবে না।
★চাহিদা ও যোগান বিধি : উদ্দীপকে একটি দ্রব্যের বিভিন্ন একক বিক্রির পরিমাণের ধারণা দিয়ে প্রশ্ন আসে যে উদ্দীপকে কোন বিধিটি কার্যকর। দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমতে থাকলেই বুঝতে হবে চাহিদা বিধি নির্দেশ করছে। আর দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়তে থাকলে বুঝতে হবে যোগান বিধির কথা বলা হয়েছে। সেক্ষেত্রে চিত্রসহ চাহিদা ও যোগান বিধি শিখতে হবে।
★চাহিদা ও যোগানের নির্ধারকসমূহ : কোন কোন বিষয়ের উপর চাহিদা ও যোগান বিধি নির্ভর করে এবং চাহিদা ও যোগান বিধির ব্যতিক্রমও জানা গুরুত্বপূর্ণ।
★চাহিদা ও যোগান সমীকরণ : চাহিদা ও যোগান সমীকরণ সতর্ক হয়ে বুঝতে হবে। উদ্দীপকে যেকোন সমীকরণ দেওয়া থাকতে পারে। আর কোন সমীকরণ তা প্রশ্ন থাকতে পারে। আর সমীকরণ থেকে দাম, পরিমাণ বের করা, সমীকরণ গঠন ভালভাবে জানতে হবে।
★চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতা : উদ্দীপকে চাহিদা বা যোগানের ধরণ উল্লেখ থাকতে পারে। আর উদ্দীপকের মান অনুযায়ী স্থিতিস্থাপকতার নিয়ম অনুযায়ী চাহিদা বা যোগানের স্থিতিস্থাপকতা বের করতে হবে। তাই স্থিতিস্থাপকতা বের করার নিয়ম ভালভাবে জানতে হবে।
★ভারসাম্য : চাহিদা ও যোগানের ভারসাম্যতা কি, এর প্রভাব সম্পর্কে প্রশ্ন আসতে পারে। তাই ভারসাম্যের সংজ্ঞা, এর প্রভাব জানতে হবে।

***তৃতীয় অধ্যায়***

এই অধ্যায় থেকে প্রশ্ন বেশির ভাগ উদ্দীপকে সূচীর মাধ্যমে উৎপাদন, উৎপাদন ব্যয়, আয় ইত্যাদির বিবরণ দেওয়া থাকে। প্রয়োগ ও উচ্চতর দক্ষতায় সূচী থেকে মোট উৎপাদন, ব্যয়, আয় বা প্রান্তিক বা গড় উৎপাদন, ব্যয়, আয় ইত্যাদি রেখা আঁকার কথা বলা হয়। তাই এই অধ্যায়ের TP, AP, MP, TC, AC, MC, TR, AR, MR ইত্যাদি রেখা ভালভাবে বেশি বেশি প্রেক্টিস করতে হবে যেন কম সময়ে আঁকা যায়। এছাড়া সূচীতে যেকোন দুইটি যেমন TP ও AP দেওয়া থাকতে পারে এবং MP বের করার কথা বলা থাকতে পারে। তেমনে ব্যয় ও আয়ের ক্ষেত্রেও একই ভাবে একটি থাকলে আরেকটি বের করার কথা থাকতে পারে। তাই ছকের সাহায্যে চিত্রসহ এই টপিকগুলো বেশি প্রেক্টিস করতে হবে। গুরুত্বপূর্ণ টপিকগুলো হল:
*মোট গড় প্রান্তিক উৎপাদন
*মোট গড় প্রান্তিক ব্যয়
*মোট গড় প্রান্তিক আয়
*মাত্রাগত উৎপাদন

★***৪র্থ অধ্যায়***★

এই অধ্যায় থেকে সৃজনশীল এর জন্য গুরুত্বপূর্ণ টপিক্গুলো হল:
★বাজারের শ্রেণিবিভাগ : বাজারের শ্রেণিবিভাগ থেকে সৃজনশীল প্রশ্ন আসলে জ্ঞান বা অনুধাবনমূলকই বেশি কমন। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একচেটিয়া বাজার আর পূর্ণ প্রতিযোগীতা বাজার। উদ্দীপকে কোন বাজারের বৈশিষ্ট্য দিয়ে যদি প্রশ্ন করা হয় যে উক্ত বাজারটি কোন ধরণের বাজার তাইলে বৈশিষ্ট্য অনুযায়ী সঠিক বাজার এর মিল তুলে ধরতে হবে। আর এরকম প্রশ্নে একচেটিয়া বা পূর্ণ প্রতিযোগীতা মূলক বাজার দুইটির একটি ই আসার সম্ভাবনা বেশি। তাই প্রতিটি বাজারের সংজ্ঞা আর বৈশিষ্ট্য ভালভাবে জানতে হবে।
★শিল্প ও ফার্ম :জ্ঞান ও অনুধাবন মূলক প্রশ্নের ক্ষেত্রেই এই টপিকটা গুরুত্বপূর্ণ। তাই শিল্পের সংজ্ঞা, শিল্প ও ফার্মের কিছু পার্থক্য জানা থাকতে হবে।
★বাজার ভারসাম্য ও মুনাফা :
প্রথমেই আসে ফার্মের মুনাফা। ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের পদ্ধতি দুটি। এর মধ্যে মোট আয় ও মোট ব্যয় পদ্ধতিটিই বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসলে চিত্রের মাধ্যমেই উদ্দীপক থাকবে। তাই ভাল কিরে চিত্র বুঝে মুনাফা সর্বোচ্চকরণের পদ্ধতি টি জানতে হবে।
এই অধ্যায় থেকে সৃজনশীল এর জন্য সবচেয়ে কমন হল পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের ভারসাম্যে মুনাফা অর্জন। এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসলে প্রায় ই এই দুটি বাজারের যেকোন একটি বাজারের ভারসাম্য অবস্থায় মুনাফা অর্জনই আসবে। দুটি বাজারেরই অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা, লোকসান এই তিন টির একটি চিত্র উদ্দীপকে থাকে। প্রয়োগ বা উচ্চতর মূলক দক্ষতায় প্রশ্ন থাকতে পারে।
যে চিত্রে কোন ধরণের মুনাফা বুঝানো হচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিক, অস্বাভাবিক ও লোকসান যেকোন একটা হতে পারে। অথবা কোন বাজারের মুনাফা বুঝানো হচ্ছে সেই প্রশ্নও থাকতে পারে। তাই একচেটিয়া ও পূর্ণ প্রতিযোগীতামূলক দুটি বাজারের ভারসাম্য অবস্থায় মুনাফা অর্জন ভালভাবে চিত্রসহ জানতে হবে। আর বেশি বেশি চিত্র প্রেক্টিস করতে হবে। তাইলেই নির্ধারিত সময়ে সঠিক সময়ে উত্তর করা সম্ভব।

***৫ম অধ্যায়***

★শ্রম ও শ্রমবাজার : জ্ঞান ও অনুধাবন প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
★শ্রমের চাহিদা ও যোগান : সৃজনশীল এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই টপিকটি। মজুরি ও শ্রমের চাহিদার বিপরীত সম্পর্ক এবং মজুরি ও শ্রমের যোগানের ধনাত্মক সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখা করতে হবে।
★মজুরি : প্রকৃত মজুরি নির্ণয়ের সূত্রটি অনেক গুরুত্বপূর্ণ। উদ্দীপকে আর্থিক মজুরি ও অন্যান্য মজুরি, দামস্তর দেওয়া থাকতে পারে। তখন প্রকৃত মজুরির সূত্রের সাহায্য প্রকৃত মজুরি বের করতে হবে।
এই অধ্যায় থেকে সৃজনশীল এর জন্য এগুলোই গুরুত্বপূর্ণ। এর বাইরে যতটুকু ধারণা রাখা যায়।

***৬ষ্ঠ অধ্যায়***

এই অধ্যায়টা অনেক সহজ। নিজে নিজে কয়েকবার পড়লেই পারা যায়। এই অধ্যায় থেকে সৃজনশীল এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল মূল্ধনের গতিশীলতা, গঠন, উৎস।

***৭ম অধ্যায়***

এই অধ্যায়টিও অনেক সহজ। একমালিকানা, অংশীদারী, যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাই বেশি গুরুত্বপূর্ণ।

***৮ম অধ্যায়***

★খাজনা : খাজনা এর সংজ্ঞা জ্ঞানমূলক এর জন্য অনেক গুরুত্বপূর্ণ।
★খাজনা তত্ত্ব : রিকার্ডো ও আধুনিক খাজনা তত্ত্ব থেকে বেশি গুরুত্বপূর্ণ রিকার্ডোর খাজনা তত্ত্ব। এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসলে খাজনা তত্ত্ব একটা থাকবেই। উদ্দীপকের মাধ্যমে যেকোন একটি খাজনা তত্ত্বের ধারণা দেওয়া থাকবে। প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে এই তত্ত্বের বিশ্লেষণমূলক উত্তর করতে হবে। তাই রিকার্ডোর খাজনা তত্ত্বটা অগ্রাধিকার রেখে দুটি তত্ত্বই পড়তে হবে। চিত্রসহ ব্যাখ্যা করতে হবে।
★নিম খাজনা ও অনুপার্জিত আয় : জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের জন্যই এই টপিকগুলোর সংজ্ঞা এবং মিনিং ভালভাবে বুঝতে হবে।

***৯ম অধ্যায়***

এই বইয়ের সবচেয়ে কঠিন অধ্যায়ের মধ্যে এটি অন্যতম। তাই এই অধ্যায়টি ভালভাবে বুঝে বুঝে বারবার পড়তে হবে। এই অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। তাই বাদ দেওয়ার ব্যবস্থাও নাই।
GNI, NNI, GDP, NDP এই চারটি টপিকই সতর্কসহকারে মনে রাখতে হবে। এখানে পার্থক্যও আসতে পারে। এগুলোর সংজ্ঞা, বের করার সূত্রের মাধ্যমে পরিমাণ বের করতে হবে।
★সামগ্রিক আয় পরিমাপ ও পরিমাপের সমস্যাসমূহ ।
*দ্বৈত গণনা সমস্যা ও সমাধান ।
*ভোগ অপেক্ষক
*সঞ্চয় অপেক্ষক
*বিনিয়োগ
*সরকারি ব্যয়
*ভারসাম্য আয় নির্ধারণ: কেইন্সীয় পদ্ধতি।
এই টপিকগুলো ভালভাবে জানা থাকতে হবে।

★***১০ম অধ্যায়***★

*অর্থ বা মুদ্রা।
*অর্থের কার্যাবলি
*অর্থের মূল্য
*অর্থের চাহিদা
*অর্থের পরিমাণ তত্ত্ব: বা ফিশারীয় ভাষ্য অনেক গুরুত্বপূর্ণ। ফিশারীয় ভাষ্যের প্রতিটি সূত্রের সাহায্যে অর্থের পরিমাপ অনেক গুরুত্বপূর্ণ।
*বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যংকের কার্যাবলি
*ব্যাংকিং সুবিধায় মোবাইল ব্যাংকিং সুবিধা।
*কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি।

আপাতত এগুলো ভালভাবে আয়ত্তে থাকলে সৃজনশীল প্রশ্ন নিয়া কোন সমস্যা হবে না ইনশাল্লাহ।



★★"অর্থনীতি ২য় পত্র"★★

এই বিষয়টি সম্পর্কে বলতে গেলে প্রথমেই মনে হয় এটি কৃষিশিক্ষা বই। প্রথম তিনটি অধ্যায় সম্পূর্ণ কৃষিশিক্ষার অন্তর্ভুক্ত ই। কিন্ত বড় সমস্যা হল এটি বিশাল তথ্যবহুল সাবজেক্ট। সব তথ্য মনে থাকেনা। যার ফলে নৈবক্তিকে ভাল করাটা অনেক কঠিন। সৃজনশীল উত্তর সহজেই ভাল লিখা যায়, সমস্যাই নৈবক্তিকে। আর নৈবক্তিকে ভাল করার জন্য সম্পূর্ণ বই ভাল করে পড়ার বিকল্প নেই। টেস্ট পেপার থেকে বোর্ড ও বিভিন্ন কলেজের প্রশ্ন প্রেক্টিস করলেও অনেক কাজে দিবে। আর সাজেশন বলতে সৃজনশীল এর জন্যই বেশি কার্যকরী।

★১ম অধ্যায় :
*** বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক পরিবেশের প্রভাব।
*** বাংলাদেশের অর্থনীতির কাঠামো।
*** বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য ও গতিধারা।

★২য় অধ্যায় :
*** বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব।
*** বাংলাদেশের অর্থনীতিতে কৃষির কাঠামো ও খাতসমূহ।
*** বাংলাদেশে কৃষি পণ্যের বিপণনে সমস্যাবলী ও সমাধানের উপায়।
*** কৃষি ঋণ ব্যবস্থার সমস্যাবলী ও সমাধানের উপায়।
*** বাংলাদেশের কৃষিতে প্রাকৃতিক পরিবেশের প্রভাব।

★৩য় অধ্যায় :
*** শিল্প। শিল্প কাঠামো ও বৈশিষ্ট্য। বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের গুরুত্ব।
*** ক্ষুদ্র ও কুটির শিল্পের পার্থক্য ও গুরুত্ব।
*** বৃহৎ শিল্প: পাট শিল্প ও তৈরি পোষাক শিল্প।

★৪র্থ অধ্যায়:
*** জনসংখ্যা। জনসংখ্যা পরিমাপ: স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার, স্বাভাবিক বৃদ্ধির হার ও জনসংখ্যার ঘনত্ব।
*** জনসংখ্যা বৃদ্ধির প্রভাব।
*** জনসংখ্যা তত্ব: ম্যালথাস ও কাম্য দুটি তত্ত্বের একটি আসবে বলা ই যায়। গত বছর বোর্ডে যেটা আসছে সেটা আসার সম্ভাবনা নাই। যেটা গতবছর আসেনি সেটি ভাল করে পড়বে।
*** মানবসম্পদ। মানবসম্পদ উন্নয়নে গৃহিত কর্মিসূচি।

★৫ম অধ্যায় : খুব ই ছোট অধ্যায়। বাদ দেওয়ার মত তেমন কিছু নেই।
*** খাদ্য নিরাপত্তা: বাংলাদেশে খাদ্য নিরাপত্তার পরিস্থিতি।
*** খাদ্য নিরাপত্তায় সরকারি, বেসরকারি, জনসাধারণের ভূমিকা।

★৬ষ্ঠ অধ্যায় :
*** অর্থায়ন: অর্থায়নের উৎস ও গুরুত্ব।
*** পুজি বাজার/শেয়ার: প্রাথমিক ও মাধ্যমিক শেয়ার।
*** পুজি গঠনে শেয়ার বাজারের গুরুত্ব।
*** বন্ড: শ্রেণীবিভাগ, বন্ডের মাধ্যমে অর্থায়ন।

★৭ম অধ্যায় :
*** মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন।
*** চাহিদাজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি।
*** মুদ্রাস্ফীতি পরিমাপ: সূচক গঠন পদ্ধতি: ভোক্তার দাম সূচক ও উৎপাদকের দাম সূচক।
*** মুদ্রাস্ফীতির কারণ, প্রভাব ও প্রতিকারের উপায়।

★৮ম অধ্যায় :
*** আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের পার্থক্য।
*** আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব
*** আমদানি ও রপ্তানি দ্রব্যসমূহ।
*** বিশ্বায়ন: সুবিধা ও অসুবিধা।

★৯ম অধ্যায় :
*** সরকারি অর্থব্যবস্থা
*** সরকারের আয়ের উৎস
*** কর: প্রত্যক্ষ ও পরোক্ষ্য। আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক।
*** সরকারের ব্যয়ের উৎস

★১০ম অধ্যায় :
*** উন্নয়ন পরিকল্পনা: ধারণা ও প্রকারভেদ।
*** বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব।
*** বাংলাদেশে গৃহীত উন্নয়ন পরিকল্পনাসমূহ।
*** বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনার সমস্যা ও সমাধানের উপায়।



Writer: MD Mahiuddin
Department of Law
University of Dhaka.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম