তুমি কি সেই?

সময়ের সুতোয় বোনা স্বপ্নের মৃত শরীরে আজ তোমার বসবাস, নোনারঙধরা দিনগুলো আমার গেয়ে যায় আমরণ দীর্ঘশ্বাস। কার্নিশে দাঁড়ানো নিঃসঙ্গতা আঁকে আমার প্রতিচ্ছবি, আজো আমার ক্যানভাসে তোমার নীলরঙা আকাশ। হয়েছে সকাল, দুপুর আমার শূন্যতার জালে বাঁধা আমি, লিখি আমার এপিটাফ, তোমার প্রেমে বাধা আমি - এটাই কি আমার অভিশাপ? জমাট বাঁধে অন্ধকার, আবছায়া রাত ঘেরে আমায়, নৈশব্দের সর্বগ্রাসী গর্জন শুনি, আমার কণ্ঠ বেয়ে ওঠে হাহাকার। আমি ছুটে চলি সাইক্লোন হয়ে প্রদীপ জ্বালাতে; গিয়ে দেখি তুমি নেই। বিস্মরনে আছো ইতিহাস হয়ে, কান্নার রঙে কি তুমি সেই? বলো, তুমি কি সেই?

-Saiaduzzaman Selim

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম