(* একটি কাল্পনিক সম্ভাবনা)
যেকোনো মহাজাগতিক বস্তুর ক্ষেত্রে তার আহ্নিক গতি (sidereal rotation) নির্ধারণ করা হয় অন্য একটি বস্তু অথবা নির্দেশক তন্ত্রের সাপেক্ষে। এখানে নির্দেশক তন্ত্রটি খুব গুরুত্বপূর্ণ।
নিজের অক্ষের চারপাশে ঘূর্ণায়মান নয় এমন একটি পৃথিবীর দিন রাত্রি হবে। দিনরাতের একটি চক্র সম্পূর্ণ হতে পুরো এক বছর লাগবে। এটি কিন্তু মহাকর্ষীয়ভাবে অবরুদ্ধ (gravitational locked অথবা tidally locked) পৃথিবীর থেকে আলাদা। সেখানে পৃথিবীর অর্ধেক অংশে থাকবে চিরস্থায়ী দিন আর বিপরীত অংশে থাকবে চিরস্থায়ী রাত। Tidally locked গ্ৰহ মানে নিজ অক্ষের চারপাশে ঘূর্ণন গতির সমাপ্তি নয়, বরং অরবিটাল সময়ের সাথে সেই ঘূর্ণন সময়কালের সমন্বয়।
নীচের ছবিটি দেখুন। ছবিটির দুটি অংশে লাল বিন্দু বিষুবরেখার একটি নির্দিষ্ট অবস্থান নির্দেশ করছে। বামদিকের অংশটি লক্ষ্য করলে দেখবেন পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘূর্ণন নেই। সূর্যের সাপেক্ষে লাল বিন্দুটির অবস্থান কিন্তু ক্রমাগত পরিবর্তিত হয়ে চলেছে। ছবির অংশটিতে বিন্দুটি পৃথিবীর উপরের অবস্থানে মাঝরাতে, নীচের অবস্থানে দুপুরে, দুই পাশের অবস্থানে ভোর অথবা সন্ধ্যায়। ভোর বা সন্ধ্যা নির্ভর করবে পৃথিবী আপনার অবস্থানের সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না তার বিপরীত দিকে ঘুরছে। ছবিতে পৃথিবী আপনার সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। বার্ষিক গতির একটি মোট চক্রে দিন ছয় মাস এবং রাত ছয় মাস।
এবার ডানদিকের অংশটি দেখুন, Tidally locked পৃথিবী। বছরের প্রতিটি অবস্থানে লাল বিন্দুটি সূর্যের দিকে মুখ করে আছে। এটা তখনই সম্ভব যখন বার্ষিক গতির সাথে সাথে পৃথিবী তার নিজস্ব অক্ষের চারপাশে অল্প অল্প করে সমন্বয় রেখে ঘুরছে। তাই লাল বিন্দুটি সবসময়েই দিনভাগে রয়েছে। অর্থাৎ সারা বছরই সেখানে দিন। এবং তার বিপরীত অংশে সারা বছরই রাত।
আপনি একটা গ্লোব অথবা বল নিয়ে এই পরীক্ষাটি হাতে কলমে করতে পারেন। বামদিকের অংশের পরিস্থিতি তৈরি করতে গেলে আপনার হাতের বলটিকে স্থির রাখতে হবে আর ডানদিকের অংশের পরিস্থিতি তৈরি করতে গেলে আপনার হাতের বলটিকে নির্দিষ্ট গতিতে সমন্বয় রেখে ঘোরাতেই হবে।
লিখাঃ সরোজ নাগ।
ছবিটি ইন্টারনেট থেকে প্রাপ্ত।