কোন প্রকারের অ্যালকোহল ছাড়াই এই পদ্বতিতে সুগন্ধী তৈরি করা যায় । কড়া গন্ধ হয় এমন ফুল বা গাছের পাতা এখানে ব্যবহার করা যায় । যাদের বাড়িতে অনেক বেশি ফুল গাছ আছে তারা এটা ব্যবহার করতে পারেন ।
১. ফুল গাছের ফুল সংগ্রহ করেবেন । সুগন্ধি পাতা (লেবুর পাতা ) হলে পাতা কেটে সংগ্রহ করবেন । কিছু ফুল একগুচ্ছ অবস্থায় পুষ্পমজ্ঞরিতে থাকে । এক্ষেত্রে সম্পূর্ণ অংশ কেটে রাখুন ।
২. ফুল আলাদা হলে মালা তৈরি করবেন । যদি পাতা নেন তবে পাতা দিয়ে মালা তৈরি করবেন । আর যেসব ফুলের সম্পূর্ণ পুষ্পমজ্ঞরি সংগ্রহ করেছেন সেটার জন্য একাধিক পুষ্পমজ্ঞরি সুতা দিয়ে আঁটি বেঁধে রাখবেন ।
৩. কাঁচের জারের ঢাকনার নিচের দিকে ফুলের মালা /পাতার মালা / পুষ্পমজ্ঞরির আঁটি থেকে বের হয়ে আসা অতিরিক্ত লম্বা সুতাকে শক্ত টেপ দিয়ে আটকিয়ে নিন ।
৪. বোতলটি দুই দিন রোদে রাখুন ।এটা দুই দিনের বেশি রোদে রাখা যাবেনা । রোদ লাগানো শেষ হলে এরপর জারটিকে ফুল সমেত সোজা করে ফ্রিজে এক ঘণ্টা রাখুন । এরপর জারের নিচের দিকে তরল সুগন্ধি জমা হয়ে যাবে । এটা একটা কাঁচের সিসিতে রাখুন ।
৫. এবার কাঁচের সিসিতে রাখা সুগন্ধির ওপর তিন ফোঁটা গ্লিসারিন ঢেলে নিন ।
এই পদ্ধতি ব্যবহার করে অনেক সুগন্ধি তৈরি করতে পারবেন । সিনথেটিক সুগন্ধি না হওয়ায় এর গন্ধ কিছুটা লঘু হবে ।
**বিঃদ্রঃ**
ফুল/পাতা/পুষ্পমজ্ঞরি কাটার পর সেটা বেশিক্ষণ রেখে দিলে সুগন্ধি বাতাসে উড়ে চলে যাবে । এজন্য কাজটা দ্রুত করতে হবে । বানিজ্যিক উদ্দেশ্য সুগন্ধি তৈরির জন্য এই পদ্বতি উপযুক্ত না । এক্ষেত্রে একটি বিশেষ পদ্ধতিতে সুগন্ধি তৈরি করা হয় । তবে ব্যাক্তিগত ব্যবহারের জন্য এটা ভালো ।
**Chemistry **
ফুলের পাপড়ি বা পাতায় থাকা অধিকাংশ অ্যারোমিটক জৈব যৌগ গুলো উদ্বায়ী তৈলাক্ত পদার্থ । তাই তাপে ফুলের পাপড়ি শুকিয়ে গেলে এগুলো বাষ্পায়িত হয় । আবার ঠাণ্ডা করলে তরল অবস্থায় থাকে । গ্লিসারিন ব্যবহার করলে ত্বক ভালো থাকে ।
Writer: Rifat Hasan