তাজমহল অত্যন্ত শক্তিশালী, কারণ এটি এত বছর ধরে অবিশ্বাস্য শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, এই অঞ্চলে যতবারই ভূমিকম্প হোক না কেন। তাহলে এর অস্বাভাবিক শক্তির রহস্য কী?আপনি কি কখনও ভেবে দেখেছেন যে এত বড় স্থাপনা কীভাবে এত শক্তভাবে দাঁড়িয়ে থাকে?
শুনে আশ্চর্যিত হবেন,কাঠ দিয়ে গড়া হয়েছিল তাজমহলের ভিত।যেখানে বর্তমান সময়ে সকল স্থাপনার ভিত গড়া হয় রড,পাথর যা কিনা একসময় ভেঙ্গে পড়ে,তাহলে তা কিভাবে ৩৭০ বছরের বেশি সময় ধরে আজও দাঁড়িয়ে আছে?
তাজের ভিত্তি **Ebnoy wood(আবনুশ কাঠ)** দিয়ে তৈরি যাকে দৃঢ় এবং টেকসই রাখতে অবিরাম জলের প্রবাহের প্রয়োজন। 'EBONY' একটি গ্রীক শব্দ যার অর্থ **'ঈশ্বরের ফল'**। শাহজাহান তাজমহলের ভিত্তি স্থাপনের জন্য সবচেয়ে ভালো মানের আবনুশ কাঠ বেছে নিয়েছিলেন।আবনুশ, **Diospyros** (Family- **Ebenaceae**) গণেত বিভিন্ন প্রজাতির গাছের কাঠ।**Diospyros crassiflora (*Gaboon ebonyebony*)**
কে সেরাদের একটি আবনুশ বলে মনে করা হয় এবং এটি পশ্চিম আফ্রিকায় পাওয়া যায়। আরেকটি আবনুশ হল **Diospyros ebenum** যা ভারত এবং শ্রীলঙ্কায় পাওয়া যায়।
আর এ কাঠকে দৃঢ় রাখতে প্রধান ভূমিকা পালন করছে তাজমহলের পাশ দিয়ে বয়ে চলা যমুনা নদী।মমতাজকে ছাড়া শাহজাহান যেমন শুন্য,তেমনি যমুনাকে ছাড়াও তাজমহলও শুন্য।যমুনা ছাড়া তাজমহলের কোনো অস্তিত্বও থাকবেনা,সেটি ভেঙ্গে পড়বে।
এ আবনুশ কাঠ পাথরের মতো শক্ত। এটি অন্যান্য কাঠের মতো জলে ভেসে থাকেনা,ডুবে যায়।এর একটি বিশেষত্ব হলো এর রুই কখনো ওঠেনা।এটি যদি **(৩০-৪০)%** ভিজে থাকে,তাহলে এটি কখনো নষ্ট হয়না।তাজমহলের ভিত হিসেবে ব্যবহার করা এ আবনুশ কাঠ যমুনা নদী হতে পর্যাপ্ত পরিমাণ পানি শোষণ করে নেয়,যার ফলে আজও এটি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।
কিন্তু আর্কিওলজিস্টরা যমুনা নদীর পানি শুকিয়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন কেননা যেদিন এর পানি শুকিয়ে পড়বে তখন সেসব কাঠের আর্দ্রতাও উপর্যুক্ত পরিমাণ হতে হ্রাস পাবে এবং সেদিনই তা ভেঙ্গে পড়বে।