🔘 সোজা সাপ্টা উত্তর হবে - "কিছুই না"
কিন্তু এই উত্তরে অনেকই সন্তুষ্ট হবে না। এরপরেই মনে প্রশ্ন জাগবে যে, "কিছু না মানে কি অন্ধকার/কালো দেখে?"
আবারও উত্তর, "না, কিছু না মানে কিছুই না, কালো ও না"
এখানেই আরো কনফিউশন তৈরি হয়,"এটা কিভাবে সম্ভব? চোখ বন্ধ করলেই তো কালো, চোখ না থাকলেও তো কালোই দেখার কথা!"
হ্যা, তাদের কালোই দেখার কথা ছিল। আমাদের মস্তিষ্কে যখন কোনো visual stimuli পৌঁছায় না তখন মস্তিষ্ক সেটাকে "কালো" বলে interprete করে। বিভিন্ন sensory stimuli কে interprete করে অর্থবহ করে তোলার প্রক্রিয়াকে বলে পারসেপশন। আমরা আলোর উপস্থিতিতে কি অনুভূতি হয় তা বুঝতে পারি বলেই আলোর অনুপস্থিতির অর্থ করতে পারি। কিন্তু জন্মান্ধ ব্যক্তি জীবনের শুরু থেকেই আলোর অনুপস্থিতিতে আছে, তার কাছে এর আলাদা কোনো অর্থ কিংবা উপলব্ধি নেই।
আচ্ছা আমরা যদি তাকে কালো মানে কি সেটা বুঝতে চেষ্টা করি তাহলে কেমন হয়? তাকে বলা হল," আপনি এখন যা দেখছেন, সেটাই কালো" কিন্তু এর পরে তার প্রশ্ন হবে, "দেখা মানে কি?!?"
এবারে কিছুটা পরিষ্কার হচ্ছে সমস্যাটা? জন্মান্ধ ব্যক্তির কাছে "দেখা" ব্যাপারটার ই কোনো অস্তিত্ব নেই। কালো রং এর সেন্স (মানে আলোর অনুপস্থিতি) তার মস্তিষ্কে পৌঁছালেও তার কোনো অর্থ তার মস্তিষ্কে তৈরি হয় না। আরো দুইটা উদাহরণ দিচ্ছি ব্যাপারটা আরো পরিষ্কার করার জন্য।
১) আমরা মাথা না নড়িয়ে আমাদের চারপাশে পুরো ৩৬০° তো দেখতে পাই না, এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় মাথা না ঘুরিয়ে বলুন তো আপনি আপনার পিছনে কি দেখছেন? আপনার উত্তর কি হবে? কালো? অন্ধকার? নাকি "কিচ্ছু না"?
২) মনে করি পৃথিবীতে কোনো এক সময় এক প্রজাতির এলিয়েন এলো, যারা দেখতে মোটামুটি আমাদের মতই। পার্থক্য হল তাদের গলার কাছে ফুলকার মত দেখতে একরকম অঙ্গ। আমরা তার নাম দিলাম ফুলকো। ওদের ভাষ্যমতে সেই ফুলকো দিয়ে ওরা কোনো একটা অজানা stimuli অনুভব করে যার নাম দিয়েছে gtang, এই অনুভূতির জন্য মস্তিষ্কে আলাদা স্থান ও আছে। যখন সেই ফুলকো তে যখন কোনো stimulation থাকে না, ওরা সেই অবস্থার নাম দিয়েছে itzi। এখন সেই এলিয়েনরা যদি বলে, "তোমরা এখন ঠিক যা gtang করছো সেটাই itzi", এই কথার কি কোন মানে দাঁড়াবে আমাদের কাছে? আমরা জানি না gtang কি ফলে আমরা এটাও জানি না যে itzi কি। যদিও আমরা সেই অনুভূতির অনুপস্থিতে আছি বা ওদের ভাষ্যমতে itzi তেই আছি, তবুও we have no idea what itzi is, ঠিক যেমন জন্মান্ধ ব্যক্তির কোনো ধারনাই নেই "কালো" কি।
ও হ্যা, আমরা চোখ বন্ধ করলে যে রং টা দেখি তা কিন্তু কালো না, এটাকে বলে eigengrau or brain gray (যদিও বর্তমানে এই টার্ম খুব একটা ব্যবহার হয়না)
এখানেও বেশ সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে: http://m.nautil.us/blog/what-do-blind-people-actually-see
YouTube এ 'The Tommy Eddison Experience' নামে একটা চ্যানেল আছে, যেখানে একজন জন্মান্ধ ব্যাক্তি এ ধরনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নিজের এক্সপেরিয়েন্স থেকে, আগ্রহীরা দেখতে পারেন।
Writer: Muhammad Naeemur Rahman