আ৭ সালে এইচ.এস.সি দেই আর ওই বছর আমাদের কলেজের লাস্ট ৯ বছরের ভিতর সবচেয়ে খারাপ রেজাল্ট হয়, আমার ও পয়েন্ট বেশ কম আসে... সিদ্ধান্ত নেই ইম্প্রুভমেন্ট দিবো, তারপর এই বছর আলহামদুলিল্লাহ এ প্লাস এসেছে। আর এডমিশনে ঢাবি-১৮৫, জাবি-৩৯...।
মূলত ২০১৬ থেকেই রেজাল্ট খারাপ হওয়া শুরু করে-শুধু আমাদের কলেজে না বরং পুরা বরিশালেই এ প্লাসের সংখ্যা কমতে থাকে। আর এ বছর তো দেখি অবস্থা আরো খারাপ- পুরা দেশেই এ প্লাস অনেক অনেক কম। অনেকের এডমিশন দেওয়ার জন্য প্রয়োজনীয় জিপিএ নেই, ইম্প্রুভমেন্ট দেবে এমন অনেকে কিছু তথ্য জানতে চাও, তাই সবার উদ্দেশ্যে এই লেখা।
১. ইম্প্রুভমেন্ট এ কি আসলেই রেজাল্ট ইম্প্রুভ হয়?
-হ্যাঁ, ঠিকভাবে দিলে অবশ্যই হয়। আমি ইম্প্রুভমেন্ট এর ডিসিশন নেয়ার পর থেকে ৯৭% মানুষের কাছে শুনেছি ইম্প্রুভমেন্ট দিয়ে কোনদিন কারও রেজাল্ট ভাল হয়নি, বরং আরো খারাপ হয়েছে ব্লা ব্লা। কই আমার সাথে যারা ইম্প্রুভমেন্ট দিল তাদের ভিতর তো ৭০% এর ই দেখলাম রেজাল্ট ইম্প্রুভ হয়েছে। তবে হ্যাঁ, ইম্প্রুভমেন্ট দিয়ে এ প্লাস একটু রেয়ার, আমার কলেজ থেকে ইম্প্রুভমেন্ট দিয়েছিলাম আমরা ৯০ জনের মত আর এ প্লাস ৩ জন। এখন কথা হচ্ছে এই এক বছরে অনেকেই মানসিকভাবে দূর্বল হয়ে পড়ে যার জন্য আল্টিমেট গোল এ পৌঁছাতে পারেনা। যদি মেন্টালি স্ট্রং থেকে হার্ডওয়ার্ক করতে পারো তাহলে রেজাল্ট ইম্প্রুভ না হওয়ার কোন কারণ নেই। আর যদি আগের বছরের মত পড়ালেখা না করো, ফাঁকিবাজি করো তাহলে ৫ বার ইম্প্রুভমেন্ট দিয়েও লাভ নেই...
২. ইম্প্রুভমেন্ট কারা দেবে?
- এটা আমার পারসোনাল ওপিনিয়ন যে যাদের জিপিএ ৪.৫০+ তাদের মেবি না দেয়াই ভাল কজ এই জিপিএ দিয়ে ভার্সিটি গুলোতে বেশ ভালভাবেই লড়াই করা যায়,মেডিকেলের কথা আলাদা...তাই এদের জন্য খুব সম্ভব রিস্কের ভেতর না যাওয়াই ভাল।আর যাদের পয়েন্ট ৪.০০ এর নিচে বা একটু উপরে তারা অনেক জায়গায় এপ্লাই করতেই পারবেনা আবার কোথাও কোথাও পারলেও চান্স পাওয়া খুব কষ্টসাধ্য হয়ে যায়- সো তাদের ধৈর্য থাকলে চেষ্টা করে দেখতে পারো।
৩. কি করতে হবে?
-কলেজে এপ্লিকেশন করো যত দ্রুত সম্ভব, কলেজ থেকেই পরবর্তী সব প্রক্রিয়া বলে দেবে।৪. আবার টেস্ট দেওয়া লাগবে কি?
-আমার সময় দিতে হয়নি। তবে এখন নাকি কোন কোন কলেজ থেকে বলছে দিতে হবে।৫. আবার প্র্যাক্টিকাল খাতা লেখা লাগবে?
-না, আগের টা দেখালেই চলবে।৬. ইম্প্রুভমেন্ট কি সব সাবজেক্ট দিতে হয়?
-হ্যাঁ, শুধুমাত্র কেউ কোন সাবজেক্টে ফেল করলেই "শুধু" ঐ সাবজেক্টের পরীক্ষা আবার দিতে পারে আর সেটাকে ইম্প্রুভমেন্ট বলেনা। ইম্প্রুভমেন্ট মানেই হল সব এক্সাম আবার দেওয়া।৭. বাই চান্স রেজাল্ট যদি আরো খারাপ হয়?
-আল্লাহ না করুন রেজাল্ট এ আগের থেকে পয়েন্ট কম আসলে সেটা ধরা হবেনা বরং আগের বেশি পয়েন্ট টাই অর্থাৎ আগের রেজাল্ট ই থাকবে তাহলে।Jannatul Ferdous Tarita
Tags:
HSC