University Admission Guide Books: English



English & Necessary Books

প্রথমত,বুক সাজেস্ট করা একটা বিতর্কিত কাজ। অনেকেই ভেবে বসে এর পেছনে কিছু বাণিজ্যিক উদ্দেশ্য আছে।তাই আগেই বলে রাখি, বুক সাজেশন টা দেয়ার মেইন কারন হচ্ছে, কিভাবে কোচিং ছাড়াই বাজারের সব গুলা বইয়ের স্তুপ টেবিলে না জমিয়েও হাতে গোনা ৪-৫ টা বই পড়ে ইংলীশে পাস + চাইলে ২০+ মার্ক ক্যারি করা যাই এবং এই ক্ষেত্রে কোচিং ব্যাবসায়ীরা ঠিক কি কি ফাদ পাততে পারে সেটা এক্সপ্লেইন করা।
-
বুক সাজেশন এর আগে বলে রাখি 'সি' ইউনিটের এক্সামিন দের প্রথম ভীতির নামটাই থাকে ইংলীশ এটা মোটামুটি সবাই জানি,নতুন করে বলার কিছু নেই।দেশের নামকরা কলেজ থেকে শুরু করে অজপাড়াগা এর কলেজের একটি কমার্সের ছাত্র গুলোও মূলত এই ইংলীশ ভীতিতেই ভোগে।এবং এই ইংলীশ ভীতি তাদের এতটাই এতটাই এতটাই নার্ভাস করে দেয় যে খুব কমন এবং ইজি টপিক্স গুলাও তাদের কাছে রীতিমত দুর্বোধ্য ঠেকে এবং কমন কুয়েশ্চেন গুলা ভুল করে।রাইট? তাহলে উপায়?

প্রথমত,ইংলীশে দুর্বল, কথাটির অর্থ হচ্ছে ইংলীশ গ্রামারে দুর্বল।তাইতো? মুখস্থ করার জন্য নিশ্চয় ইংলীশে এত পাকা হওয়া লাগে না।তাইতো? এবার আসুন ছোট্ট একটা এনালাইসিস দি।

২০১৫-১৬ সালের কুয়েশ্চেন: প্যাসেজ থেকে কুয়েশ্চেন ছিল ৫ টা,প্রিপজিশন ৪ টি, সিননিম এনটোনিম থেকে ৪ টি,স্পেলিং থেকে ১ টি,এনালজি ১ টি,এপ্রোপ্রিয়েড ওয়ার্ড সিলেকশন থেকে ১ টি।
যদি ধরে নেই, গ্রামার সম্পর্কে আপনার নলেজ শূন্য,তবুও আপনার পক্ষে ১৬ টি কুয়েশ্চেন এন্সার করে ১৯.২ পাওয়া সম্ভব & ৯ টি কুয়েশ্চেন শিওর থাকলেই আপনি পাশ মার্ক অর্থাৎ ১০.৮ মার্ক ক্যারি করতে সক্ষম।

২০১৪-১৫ সাল : প্যাসেজ থেকে ৫ টি, সিনোনিম এন্টোনিম ৫টি, প্রিপোজিশন ২ টি,ফ্রেইজ & ইডিয়মস থেকে ৪টি,এপ্রোপ্রিয়েট ওয়ার্ড থেকে ১ টি,স্পেলিং থেকে ১ টি, এনালজি থেকে ১টি।
অর্থাৎ আপনি যদি গ্রামার টোটালি নাও জানেন তবুও আপনার পক্ষে ২৫ টির মধ্যে ১৯ টি কুয়েশ্চেন এর এন্সার করা সম্ভব এবং এর মধ্যে ১০টি কুয়েশ্চেন আপনার পক্ষে পাশ মাক্স অর্থাৎ ১২ মার্ক ক্যারি করা সম্ভব(২০১৫ তে মার্ক ছিল ৩০,পাশ মার্ক ছিল ১২)
-
আমি দুটো বছরের কুয়েশ্চেন এনালাইসিস করলাম।এবার আপনারা কষ্ট করে বাকি বছর গুলোর কুয়েশ্চেন এনালাইসিস করেন।দেখবেন, গ্রামার জেনে এন্সার করতে হয় এমন কুয়েশ্চেন আছে ৪-৬ টি (২০টি কুয়েশ্চেন থাকলে ৪-৫, ২৫ টি থাকলে ৫-৭)। এবং
এগুলোর মধ্যে কমপক্ষে ১-২ টি কুয়েশ্চেন এস এস সি লেভেলের।ঠান্ডা মেজাজে এই ১-২ টি গ্রামার ৫০০০০ পরীক্ষার্থীর ৪৫০০০ জনই এন্সার করতে পারবে।অর্থাৎ আপনি গ্রামারে কাচা যার অর্থ হল আপনি ইংলীশে কাচা, এই ইংলীশে কাচা আপনার পাশ তো আটকাতে পারবেই না বরংচ আপনি চাইলে গ্রামারে পাকা না হয়েই ১৮+ মার্ক ক্যারি করতে পারেন।
-
তাহলে কী করতে হবে।চোখ বুজে মুখস্থ বিদ্যা পড়া শুরু করুন।প্যাসেজ নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই।৩-৪ টি সবাই এমনিই এন্সার করতে পারে।বিগত বছরের কুয়েশ্চেন গুলো একটু প্র‍্যাক্টিস করলেই হবে।কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, আল্লাহর নাম করে প্রচুর পরিমানে ধৈর্য নিয়ে আর দরজা জানালা মোবাইল ফোন সব অফ করে মুখস্থ বিদ্যা পড়া শুরু করুন।একবার দুইবার না।কয়েকবার। পরীক্ষার আগের রাতে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করলেও বলে দিতে পারবেন এমন ভাবে।প্রতিদিন ৫-৬ ঘন্টা সময় এই মুখস্থ বিদ্যার পেছনেই দিন।যদি এই সময়ে না হয় তবে ৭ ঘন্টা নিন।মনে রাখবেন, যেই গ্রামার শীট আপনার মাথায় ঢুকবে না, সেই দুর্বোধ্য গ্রামার শীট সারাদিন মাথায় গোজার চেষ্টা না করে ১০০ টা ভোকাবুলারি, ৫০ টা প্রিপজিশন মুখস্থ করুন, বিগত বছরের এনালজি মুখস্থ করুন।তিন মাস কন্টিনিউ করুন।ফলাফল এক্সাম হলে প্রশ্ন পাওয়ার পরেই বুঝতে পারবেন। আমি কথা দিলাম,চ্যালেঞ্জ ও করলাম ফলাফল আসবে,আসতেই হবে।
-
কী পড়বো?কীভাবে পড়বো?
প্রথমত,স্টুডেন্ট দের ইংলীশে পাস না করার একটা বিশাল বড় কারন প্রচুর পরিমানে বই কেনা এবং কিনে জগাখিচুড়ি পাকানো।৪-৫ টি বইয়ের নাম বলছি এবং আবারো স্মরন করিয়ে দিচ্ছি এগুলোর নাম বলছি কোন বানিজ্যিক উদ্দেশ্য ছাড়া।আপনারা বারো হাজার টাকা দিয়ে কোচিং এ ভর্তি হওয়ার পরো যখন আবার পাচ হাজার টাকা এক্সট্রা ফি দিয়ে ইংলীশ প্রাইভেট পড়েন তখন প্রাইভেট টিউওটররা এসব বই থেকেই কুয়েশ্চেন,মডেল টেস্ট তুলে এনে আপনাদের কাছে বিলি করে এবং ৫০০০ টাকা নেয়ার পর আবার এসব শীট বিক্রি করে আরো এক হাজার-পনেরশ টাকা প্রতি স্টুডেন্টের কাছ থেকে এক্সট্রা লুফে নেই।আমি নিজেও একটি স্বনামধন্য কোচিং এ ইংলীশ পড়ায় আমি জানি ভাওতাবাজি গুলো কোথায় হয়। আপনারা যেন হ্যারাসমেন্টের স্বীকার না হন সে কারনেই এই সাজেশন

ভোকাবুলারি : ৪ মাসে Adroit/GRE/
SAT এর মত এক একটা ডাইনোসর সাইজের বই শেষ করা বেশীরভাগের পক্ষেই সম্ভব হয়না।'সি' ইউনিটের এই ভোকাবুলারী পারার জন্য এই ডায়নোসর সাইজের বই গুলা পড়ারও দরলার হয়না।বাজারে পাতলা করে "S@ifur's Student Vocabulary" নামের একটা বই পাওয়া যায়।৩০-৪০% ওয়ার্ড আপনি আগে থেকেই জানেন।সেগুলা আগে আন্ডারলাইন করে বাদ দিয়ে দিন।বাকি ৬০-৭০%পড়ুন।প্রতিদিন ৭০-১০০ টা করে।পরেরদিন নতুন ১০০ টা পড়ার আগে আগের ১০০ টা মুখস্থ আছে কিনা চেক করুন।এভাবে দুইবার পার্ট ওয়ান শেষ করুন।দুবার পার্ট টু শেষ করুন।দুবার পার্ট থ্রি শেষ করুন।এবার পুরাটা আরো পাচ ছয়বার রিভাইস দিন।পরীক্ষার আগের রাতে পুরাটা আরেকবার রিভাইস দিন।যেগুলা মনে থাকছে না নোট করুন।এরপর মনে না থাকা গুলা ভাল করে দেখুন।ফলাফল পরীক্ষার হলে।

প্রিপজিশন,ফ্রেজ ইডিয়মস,এনালজি,স্পেলিং:
নিজের অভিজ্ঞতা থেকে বলছি preposition, Phrase,Analogy,
Grammar,Spelling প্রতিটার জন্য এই একটা বই যথেষ্ট। 'Compact'. কমপ্যাক্ট বইয়ের ফ্রেজ,প্রিপজিশন,স্পেলিং এবং শুধুমাত্র বিগত বছরের এনালজি,গুলো পড়ুন। পিসি দাস,সাইফুরস,এড্রয়েট,কোচিং বা প্রাইভেটের স্যার দের শিট কিচ্ছু লাগবে না। গ্রুপ ভার্ব + প্রিপজিশন মিলায়ে কমপ্যাক্টে ৫৫০ এর বেশী প্রিপোজিশন নাই।আর কিছু বিগত বছরের প্রশ্ন। ভোকাবুলারির মত করে এগুলাও ভাগ করে নেন।মুখস্থ করেন।রিভাইস দেন।যেগুলা মনে থাকে না নোট করেন রিভাইস দেন। যতদূর মনে পড়ে কমপ্যাক্ট বইতে ফ্রেইজ আছে ৩০০-৩৫০। আর বিগত বছরের প্রশ্ন।সেইম নিয়ম।কয়েক ভাগে ভাগ করুন।মুখস্থ করুন।কয়েকবার রিভাইস।পরীক্ষার আগের রাতে আবার রিভাইস।মনে না থাকলে নোট।মনে না থাকা গুলো পড়া।
এনালজি।সেইম নিয়ম।শুধু বিগত বছরের প্রশ্ন পড়লেই হবে।বিশ্বাস না হলে রেসেন্টলি সি ইউনিটে আসা এনালোজি গুলো দেখতে পারেন।বিগত বছরের এনালজি আছে ২৬৮ টি।মুখস্থ করার নিয়ম ওই একই।
বাকি থাকল স্পেলিং।মোট ১৯৬ টি স্পেলিং আছে।আর বিগত বছরের কুয়েশ্চেন আছে।লাস্ট কোন সালে এগুলার বাইরে থেকে এসছে বলতে পারি না।ভাল করে বুঝে দেখেন পুরা মুখস্থ বিদ্যা কাভার করার জন্য দুইটা বই, হ্যা মাত্র দুইটা বই যথেষ্ট।

গ্রামার: এইটাই কোচিং ব্যাবসায়ী গুলোর সবচেয়ে বড় ভাওতাবাজির জায়গা। আগে আসি ৫০০০ টাকা এক্সট্রা দিয়ে আপনারা যেই এক্সট্রা টিউশন গুলো করেন সেখানে ঠিক ঠিক কি কি করানো হয়?
১.মুখস্থ বিদ্যা গুলো পড়া দিয়ে পরীক্ষা নেয়া হয়।
২.সংশ্লিষ্ট কোচিং সেন্টারের শিট টা পুরোপুরি প্র‍্যাক্টিস করানো হয়।এখান থেকে ভার্সিটিতে কুয়েশ্চেন আসে না।এগুলা সলভ করানোর উদ্দেশ্য ইফেক্টিভনেস বাড়ানো।যত বেশী প্র‍্যক্টিস করা যায় টার্ম গুলো তত আয়ত্বে আসে
৩.কিছু এক্সট্রা শিট হ্যান্ড নোট আকারে ১০০০-১৫০০ এক্সট্রা ফী এর বিনিময়ে স্টুডেন্ট দের নিকট যায়।এবং গ্রামার গুলো এই শীট গুলো থেকে প্রচুর পরিমাণে আসে।তাহলে প্রশ্ন হল এই শীট গুলোতে কী থাকে?এই শীট গুলোতে ব্যারন্স টোফেল,স্যাট,রাইমন মারফি,জি আর ই এর মডেল টেস্ট,বিগত বছরের প্রশ্ন আর বিসিএস কুয়েশ্চেন এর গ্রামার পোর্শন গুলো হ্যান্ড নোট আকারে থাকে।এবং গ্রামার কুয়েশ্চেন এই জায়গা গুলো ফলো করেই আসে।
এবার একটু ভাবুন।বাসায় বসে যদি আপনি প্র‍্যাক্টিস করতে পারেন তাহলে আপনার প্র‍্যাক্টিসেএ মাধ্যমে টার্ম গুলো আয়ত্বে আনতে প্রাইভেট কোচিং এ পড়ার দরকার হবে না।বাসায় বসে যদি জি আর ই,স্যাট, টোফেল, বিসিএস সলভ করতে পারেন তাহলে ১০০০-১৫০০ টাকার ওই হ্যান্ড নোটেরও দরকার হবে না।
তাহলে করণীয় কি? না। জি আর ই,জিম্যাট,স্যাট কেনার কোন দরকার নাই।৬০-১০০ টাকা দিয়ে একটা ব্যারোনস টোফেল কিনুন।(৭২-২৪০) পৃষ্ঠার মধ্যে ১৪৯ টি রুল প্র‍্যাক্টিস এবং মডেল টেস্ট সহ আছে।সবগুলো রুলস পড়ুন।প্র‍্যাক্টিস গুলো সলভ করুন।৫২৭ পৃষ্ঠা থেকে সব গুলোর এন্সার দেয়া আছে। মিলিয়ে নিন। কারেকশন করুন।রিভাইস দিন।
এরপর (৩৩৭-৫২৪) মোট ৮ টি মডেল টেস্ট আছে। প্রতিটি মডেল টেস্টের ৪ টি করে সেকশন আছে।প্রতিটি মডেল টেস্টের সেকশন-২ তে গ্রামার বেইজ মডেল টেস্ট। বাকি তিনটি সেকশন করার দরকার নাই।এভাবে ৮ টি মডেল টেস্টের সেকশন ২ কমপ্লিট করুন। সব মিলে ২০০ টি কুয়েশ্চেন থাকবে।সলুশন ৫৫৩ পৃষ্ঠা থেকে শুরু মিলিয়ে নিন।
কমপ্যাক্ট বইয়ের প্রতিটি আইটেম পড়ুন।পড়ার পর রিভিউ কুয়েশ্চেন + বিগত বছরের কুয়েশ্চেন,বিসিএস কুয়েশ্চেন সমেত ৫০-২০০ টি কুয়েশ্চেন প্রতিটা আইটেমের সাথে আছে।সবগুলা সলভ করুন।রিভাইস দিন।এক্সেপশনাল রুল গুলো আলাদা কালী দিয়ে মার্ক করে রাখুন।
এক্সাম্পল, রিভিউ কুয়েশ্চন গুলো প্রয়োজনে মুখস্থ করে ফেলুন।এই গুলা সাধারণত রাইমন মারফি,স্যাট,জি আর ই থেকেই নেয়া হয়। কিছু এক্সট্রা থাকে।এরপর ছোট্ট একটা কাজ করুন। ঢাবি গ ইউনিটের জয়কলি প্রশ্ন ব্যাংক টি কিনে বিগত বছরের সবগুলা ইংলীশ কুয়েশ্চেন গুলা পড়ে ফেলুন। এবার শুনুন এই বই গুলো, আর প্রশ্ন ব্যাংক গুলো থেকেই স্যার দের ওই ১৫০০ টাকা দামের শীট গুলোর জন্ম হয়। স্যারেরা শীট গুলো আকাশ থেকে নামায় না।জাদু মন্ত্র বলেও তৈরী করে না।
এইগুলো পড়ার পরও যদি পেট না ভরে তবে বাজার থেকে ৫০ টাকা দিয়ে আরেকটা ক্লিফস টোফেল আর ২০০ টাকার একটা ইংলীশ ফর কম্পিটিটিভ এক্সাম বই দুটি কিনুন।শুধুমাত্র এবং শুধুমাত্র প্র‍্যাক্টিসের জন্য।আর কিচ্ছু না।আর হ্যা, ফলাফল কোথায় বলুন তো?ফলাফল পাবেন পরীক্ষার হলে।

সি ইউনিটের ইংলীশ কোন রকেট সায়েন্স না।বোঝার/পারার/পাশ করার/২০+ পাওয়ার জন্য কোন বড় বড় কোচিং এর ১৫০০০ টাকার পিএইডি দরকার হয়না।কোন কোন বড় বড় স্যারের ৫০০০ টাকার কোর্সের দরকার হয়না।১৫০০ টাকার শীট এর ও দরকার হয় না।যে চারটি ম্যান্ডেটরি বইয়ের নাম লিখলাম Barons TOAFEL, Compact, S@ifur's Student Vocabulary, Joykoli question Bank সব মিলে ৫০০ টাকাও খরচ হওয়ার কথা না।পরের দুইটা বই সমেত কিনলে ৭০০-৮০০ টাকার ও কম পড়বে।সব মিলে স্যারদের প্রদত্ত শীট গুলোর দামের সমানও না। আমরা কেউই মহারথী, কিংবা কোন অতিমানব না।আপনাদেরই মত রক্ত মাংস দিয়ে গড়া এক মানুষ।লৌকিক কার্যকলাপের মাধ্যমেই ঢাবিয়ান ট্যাগ লাগিয়েছি আমরা। আপনিও পারবেন।
"যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে
হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে"
ধন্যবাদ।

পুনশ্চ: বইগুলো প্রতিটি ইউনিটের জন্য প্রযোজ্য।কমপ্যাক্ট আর প্রশ্নব্যাংক কেনার সময় নিজ নিজ ইউনিট দেখে কিনলেই হবে।"সি" ইউনিটের জন্য কমপ্যাক্ট ফর "সি", বি ইউনট হলে কমপ্যাক্ট ফর"বি+ডি"।

Ariful Hasan Partho
BBA, Management Information System Department
University of Dhaka
Management Associate
SILSWA-Education & research wing

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম