১.গ্রামার কিভাবে পড়বো?
২.কোন টপিকগুলা ইম্পরট্যান্ট?
৩.রুলস কি মূখস্ত করবো!?
৪.রুলস মনে রাখবো কিভাবে!!!????
Here is the answer!!!
গ্রামার থেকে প্রতিবছর ৭-৮ প্রশ্ন থাকে।আমার মতে ইংলিশে যে প্রশ্ন আসে তার মধ্যে এটা সবচেয়ে সহজ নাম্বার পেতে।
★গ্রামারের কোন টপিকস থেকে প্রশ্ন আসে?
[থ্রি স্টার(★★★)গুলো বেশি গুরুত্বপূর্ণ]
-Right Form of Verb★★★
-Subject verb aagreement★★★
-Tense★★★
-Article★★★
-Causative★★★
-Subjunctive★★★
-Noun★★
-Pronoun★★★
-Verb★★★
-Adverb★★
-Conditional★
-Degree★★
-Tag question★
-Parallelism★
-Voice★
-Dangling modifiers★
-Modal auxiliaries★
-Conditional sentence★
-Narration★
-Transformation of sentence★
★কিভাবে পড়বো গ্রামার?
ইংরেজি ভাষাকে একটা সুশৃঙ্খল সিস্টেমে আনার জন্য গ্রামারের সৃষ্টি।
গ্রামার বোঝার জিনিস,মূখস্থের জিনিস না।
আবার বলছি গ্রামার বুঝে পড়ার জিনিস,মূখস্ত
করার জিনিস নয়।যারা মূখস্ত করে তারা কখনো সে গ্রামার প্রেকটিক্যালি কাজে লাগাতে পারবেনা।
★কি কি টপিকস আছে জানলে।এবার কোন বই থেকে পড়ে সেটা নির্দিষ্ট করো।
প্রথমে ঠিক করে নাও কোন বইটা মূলবই হিসেবে পড়বে।এবার বইটা খুলে একটা নির্দিষ্ট টপিকস পড়তে থাকো।মাঝে মাঝে একবই/শিট থেকে না বুঝলে অন্যান্য বই থেকে হেল্প নিতে পারো।
গ্রামারের ক্ষেত্রে সফলতা পেতে হলে যে ধাপগুলো পার হতে হবে,
-যে রুলসটা পড়তেছো,তা ভালোভাবে বুঝতে হবে।
-রুলসটা মাথায় সেট করে নিতে হবে
-এ রুলসের আওতায় যত উদাহরন আছে সব করতে পারার সক্ষমতা অর্জন করতে পারা
-পরীক্ষার প্রশ্নে কোন প্রশ্নটা কোন গ্রামারে পড়বে সেটা ধরতে পারার সক্ষমতা
-প্রশ্নে সেটা প্রয়োগ করতে পারা...
রুলসটা ভালোভাবে বুঝতে পারা সবচেয়ে গুরুত্বপূর্ণ।আমি আগেও বলেছি, খুব কম সময়ই
আমরা নিজে নিজে বুঝে চেষ্টা করার আগেই, "দূর,ইংলিশ!!কঠিন, পারবোনা/আমার দ্বারা হবেনা "বলে বসে থাকো বা অন্যের দারস্থ হতে চাও।কিন্তু ইংলিশ গ্রামার মোটেও এত কঠিন না।
রুলসটা মনোযোগ দিয়ে একবার পড়ার চেষ্টা করো।রুলসটা কি জানাতে চাচ্ছে তুমি তা গ্রহন করো।মাথায় সেট করে উদাহরনের সাথে রুলসের লিংক খুজে বের করো।কিসের কারনে কি পরিবর্তন হচ্ছে তা মনোযোগ দিয়ে পর্যবেক্ষন করো।
এরপর কয়েকবার এ রুলসের আওতাভূক্ত সব উদাহরন বারবার প্রেকটিস করো।ইনশাআল্লাহ আর ভূলবেনা।
গ্রামার এর রুলস মুখস্থ করার চেয়ে উদাহরনগুলো দিকে বেশি নজর দিতে হবে।আর প্রেকটিস করার সময় সঠিক আনসার জানার পাশাপাশি অন্যান্য অপশনগুলো কেন ভূল তাও বুঝে নিতে হবে।
অপশনে কোনটা সঠিক জানা যেমন জরুরী তেমনি বাকীগুলো কেন ভূল সেটাও জানা দরকার।ভূল কেন হলো তা বিশ্লেষন করতে
পারলে তুমি গ্রামারে পারফেক্ট সেটা ভাবতেই পারো।
★ গ্রামারের জন্য একটা হ্যান্ডনেট বানিয়ে নাও।
যে গ্রামারটা পড়বা সেটাই এড করবা উদাহরনসহ।কোথায় সহজ নিয়মে পেলে সেটা এড করবে।আর এ হ্যান্ডনোটটা কয়েকদিন পর পর রিভিশন দিবা।এরফলে যে সুবিধা হবে;
(১)বিভিন্ন জায়গায় থেকে হিজিবিজিভাবে গ্রামার পড়ার থেকে একজায়গায় সবগুলো রুলসের ভান্ডার থাকবে।
(২)এর ফলে হঠাৎ গ্রামারে সমস্যা হলে দ্রুত খুজে নিয়ে দেখতে পারবে
(৩)হ্যান্ডনোটের গ্রামারগুলো বারবার রিভিশন দিতে দিতে কয়েকদিন পর এমনেই আত্মস্থ হয়ে যাবে।ফলে এগুলা আজীবন মনে থাকবে।
এটা খুবই কার্যকরী, কারন আমি এরকম করে খুবই হেল্প পেয়েছি।
গ্রামার শেখার সেরা উপায় হচ্ছে "নিজে শেখা"।কৌচিং এর টিচাররা বা প্রাইভেটের স্যাররা সব ভালোভাবে পড়িয়ে শেষ করে ফেলেছে তার চেয়ে বড় কথা হলো তুমি নিজে কি বুঝলে বা পড়লে?
কৌচিং এ প্রাইভেটে স্যাররা যা বলে তা নোট করে রাখবা।না বুঝলে জানতে চাইবা।বাড়িতে এসেই ঔদিনের টপিকসটা আবার খতিয়ে দেখবে।আগাগোড়া সব বুঝার চেষ্টা করবা।সবচেয়ে ভালো হয় যদি টপিকস পড়ানোর আগের দিন একটু চোখ বুলিয়ে যাও..
★এক শ্রেণির ছাত্র আছে যারা গ্রামারে খুবই দুর্বল।পড়লে কিছুই মনে থাকেনা,কিছুই বুঝেনা।
গ্রামারের চিন্তায় ঘুম আসেনা,গ্রামার পড়তে বসলেই ভাবে, "দূর পারিনা,আমার দ্বাড়া কি হবে?"
তাদের আসলে সমস্যা হচ্ছে গোড়ায়।স্কুল,কলেজে ফাকিবাজির ফলে যে গ্যাপ পড়েছে এর ফলে এডমিশনে এসে চোখে সর্ষে ফুল দেখে।কিন্তু সমস্যা হয় তখনি গোড়ায় পরিচর্যার বাদ দিয়ে আগায় পরিচর্যা করতে থাকে।যেমন ;যে Sentence, Person, Tense, Verb,case ভালোভাবে বুঝেনা তাকে যদি প্রথমেই Narration পড়ানো শুরু করেন/পড়েন তাহলে সে কিছুই বুঝবেনা।কারন নেরাশন পড়তে হলে আগে ঔসব জানতে হবে।তার ব্যাসিক গ্রামার জানা নেই।
তাহলে তারা কি করবে?
তাদের ক্ষেত্রে বলব, সর্বশেষ সুযোগ হিসেবে একটা কাজ করতে পারো।একটা ক্লাস সিক্স-সেভেনের গ্রামার গাইড বই থেকে এক্কেবারে প্রথম থেকে শুরু করো।Sentence,su
bject,object,person,number,Formation of verb,parts of speech,tense,phrase ইত্যাদি ব্যাসিক গ্রামার গুলো ভালোকরে শেষ করো।
এতদিন ফাঁকিবাজির ফলে যে গ্যাপগুলো রয়ে গেছে সেগুলো পূরন করতে প্রত্যেকটা টপিকস প্রথম থেকে বুঝে বুঝে পড়বে।হয়তো অল্পসময় আছে,কিন্তু এখনো প্রতিসেকেন্ড কাজে লাগালে সময় যথেষ্ট।এভাবে গোড়া থেকে পড়লে গোড়াতে উঠলে অনেক উন্নতি দেখতে পাবা,আর রুলসগুলো বুঝতে সহজ হবে।
গ্রামারে কোন প্রশ্ন হুবহু রিপিট আসেনা তবে টপিকস রিপিট হয়।
Writer: Oajedur Rahman Anik
BBA,Department of Accounting & Information Systems
University of Dhaka
Executive(Education & Research Wing),SILSWA
২.কোন টপিকগুলা ইম্পরট্যান্ট?
৩.রুলস কি মূখস্ত করবো!?
৪.রুলস মনে রাখবো কিভাবে!!!????
Here is the answer!!!
গ্রামার থেকে প্রতিবছর ৭-৮ প্রশ্ন থাকে।আমার মতে ইংলিশে যে প্রশ্ন আসে তার মধ্যে এটা সবচেয়ে সহজ নাম্বার পেতে।
★গ্রামারের কোন টপিকস থেকে প্রশ্ন আসে?
[থ্রি স্টার(★★★)গুলো বেশি গুরুত্বপূর্ণ]
-Right Form of Verb★★★
-Subject verb aagreement★★★
-Tense★★★
-Article★★★
-Causative★★★
-Subjunctive★★★
-Noun★★
-Pronoun★★★
-Verb★★★
-Adverb★★
-Conditional★
-Degree★★
-Tag question★
-Parallelism★
-Voice★
-Dangling modifiers★
-Modal auxiliaries★
-Conditional sentence★
-Narration★
-Transformation of sentence★
★কিভাবে পড়বো গ্রামার?
ইংরেজি ভাষাকে একটা সুশৃঙ্খল সিস্টেমে আনার জন্য গ্রামারের সৃষ্টি।
গ্রামার বোঝার জিনিস,মূখস্থের জিনিস না।
আবার বলছি গ্রামার বুঝে পড়ার জিনিস,মূখস্ত
করার জিনিস নয়।যারা মূখস্ত করে তারা কখনো সে গ্রামার প্রেকটিক্যালি কাজে লাগাতে পারবেনা।
★কি কি টপিকস আছে জানলে।এবার কোন বই থেকে পড়ে সেটা নির্দিষ্ট করো।
প্রথমে ঠিক করে নাও কোন বইটা মূলবই হিসেবে পড়বে।এবার বইটা খুলে একটা নির্দিষ্ট টপিকস পড়তে থাকো।মাঝে মাঝে একবই/শিট থেকে না বুঝলে অন্যান্য বই থেকে হেল্প নিতে পারো।
গ্রামারের ক্ষেত্রে সফলতা পেতে হলে যে ধাপগুলো পার হতে হবে,
-যে রুলসটা পড়তেছো,তা ভালোভাবে বুঝতে হবে।
-রুলসটা মাথায় সেট করে নিতে হবে
-এ রুলসের আওতায় যত উদাহরন আছে সব করতে পারার সক্ষমতা অর্জন করতে পারা
-পরীক্ষার প্রশ্নে কোন প্রশ্নটা কোন গ্রামারে পড়বে সেটা ধরতে পারার সক্ষমতা
-প্রশ্নে সেটা প্রয়োগ করতে পারা...
রুলসটা ভালোভাবে বুঝতে পারা সবচেয়ে গুরুত্বপূর্ণ।আমি আগেও বলেছি, খুব কম সময়ই
আমরা নিজে নিজে বুঝে চেষ্টা করার আগেই, "দূর,ইংলিশ!!কঠিন, পারবোনা/আমার দ্বারা হবেনা "বলে বসে থাকো বা অন্যের দারস্থ হতে চাও।কিন্তু ইংলিশ গ্রামার মোটেও এত কঠিন না।
রুলসটা মনোযোগ দিয়ে একবার পড়ার চেষ্টা করো।রুলসটা কি জানাতে চাচ্ছে তুমি তা গ্রহন করো।মাথায় সেট করে উদাহরনের সাথে রুলসের লিংক খুজে বের করো।কিসের কারনে কি পরিবর্তন হচ্ছে তা মনোযোগ দিয়ে পর্যবেক্ষন করো।
এরপর কয়েকবার এ রুলসের আওতাভূক্ত সব উদাহরন বারবার প্রেকটিস করো।ইনশাআল্লাহ আর ভূলবেনা।
গ্রামার এর রুলস মুখস্থ করার চেয়ে উদাহরনগুলো দিকে বেশি নজর দিতে হবে।আর প্রেকটিস করার সময় সঠিক আনসার জানার পাশাপাশি অন্যান্য অপশনগুলো কেন ভূল তাও বুঝে নিতে হবে।
অপশনে কোনটা সঠিক জানা যেমন জরুরী তেমনি বাকীগুলো কেন ভূল সেটাও জানা দরকার।ভূল কেন হলো তা বিশ্লেষন করতে
পারলে তুমি গ্রামারে পারফেক্ট সেটা ভাবতেই পারো।
★ গ্রামারের জন্য একটা হ্যান্ডনেট বানিয়ে নাও।
যে গ্রামারটা পড়বা সেটাই এড করবা উদাহরনসহ।কোথায় সহজ নিয়মে পেলে সেটা এড করবে।আর এ হ্যান্ডনোটটা কয়েকদিন পর পর রিভিশন দিবা।এরফলে যে সুবিধা হবে;
(১)বিভিন্ন জায়গায় থেকে হিজিবিজিভাবে গ্রামার পড়ার থেকে একজায়গায় সবগুলো রুলসের ভান্ডার থাকবে।
(২)এর ফলে হঠাৎ গ্রামারে সমস্যা হলে দ্রুত খুজে নিয়ে দেখতে পারবে
(৩)হ্যান্ডনোটের গ্রামারগুলো বারবার রিভিশন দিতে দিতে কয়েকদিন পর এমনেই আত্মস্থ হয়ে যাবে।ফলে এগুলা আজীবন মনে থাকবে।
এটা খুবই কার্যকরী, কারন আমি এরকম করে খুবই হেল্প পেয়েছি।
গ্রামার শেখার সেরা উপায় হচ্ছে "নিজে শেখা"।কৌচিং এর টিচাররা বা প্রাইভেটের স্যাররা সব ভালোভাবে পড়িয়ে শেষ করে ফেলেছে তার চেয়ে বড় কথা হলো তুমি নিজে কি বুঝলে বা পড়লে?
কৌচিং এ প্রাইভেটে স্যাররা যা বলে তা নোট করে রাখবা।না বুঝলে জানতে চাইবা।বাড়িতে এসেই ঔদিনের টপিকসটা আবার খতিয়ে দেখবে।আগাগোড়া সব বুঝার চেষ্টা করবা।সবচেয়ে ভালো হয় যদি টপিকস পড়ানোর আগের দিন একটু চোখ বুলিয়ে যাও..
★এক শ্রেণির ছাত্র আছে যারা গ্রামারে খুবই দুর্বল।পড়লে কিছুই মনে থাকেনা,কিছুই বুঝেনা।
গ্রামারের চিন্তায় ঘুম আসেনা,গ্রামার পড়তে বসলেই ভাবে, "দূর পারিনা,আমার দ্বাড়া কি হবে?"
তাদের আসলে সমস্যা হচ্ছে গোড়ায়।স্কুল,কলেজে ফাকিবাজির ফলে যে গ্যাপ পড়েছে এর ফলে এডমিশনে এসে চোখে সর্ষে ফুল দেখে।কিন্তু সমস্যা হয় তখনি গোড়ায় পরিচর্যার বাদ দিয়ে আগায় পরিচর্যা করতে থাকে।যেমন ;যে Sentence, Person, Tense, Verb,case ভালোভাবে বুঝেনা তাকে যদি প্রথমেই Narration পড়ানো শুরু করেন/পড়েন তাহলে সে কিছুই বুঝবেনা।কারন নেরাশন পড়তে হলে আগে ঔসব জানতে হবে।তার ব্যাসিক গ্রামার জানা নেই।
তাহলে তারা কি করবে?
তাদের ক্ষেত্রে বলব, সর্বশেষ সুযোগ হিসেবে একটা কাজ করতে পারো।একটা ক্লাস সিক্স-সেভেনের গ্রামার গাইড বই থেকে এক্কেবারে প্রথম থেকে শুরু করো।Sentence,su
bject,object,person,number,Formation of verb,parts of speech,tense,phrase ইত্যাদি ব্যাসিক গ্রামার গুলো ভালোকরে শেষ করো।
এতদিন ফাঁকিবাজির ফলে যে গ্যাপগুলো রয়ে গেছে সেগুলো পূরন করতে প্রত্যেকটা টপিকস প্রথম থেকে বুঝে বুঝে পড়বে।হয়তো অল্পসময় আছে,কিন্তু এখনো প্রতিসেকেন্ড কাজে লাগালে সময় যথেষ্ট।এভাবে গোড়া থেকে পড়লে গোড়াতে উঠলে অনেক উন্নতি দেখতে পাবা,আর রুলসগুলো বুঝতে সহজ হবে।
গ্রামারে কোন প্রশ্ন হুবহু রিপিট আসেনা তবে টপিকস রিপিট হয়।
Writer: Oajedur Rahman Anik
BBA,Department of Accounting & Information Systems
University of Dhaka
Executive(Education & Research Wing),SILSWA