এখানে আপনাদের সিলেবাসের 'Crossing Brooklyn Ferry' কবিতাটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। যার লাগবে নিয়ে নিয়েন।
[এগুলো আমি দ্বিতীয় বর্ষে থাকাকালীন লিখেছিলাম তাই সামান্য কিছু ভুল-ত্রুটি থাকতে পারে। কারো চোখে পড়লে বলবেন, সংশোধন করে দিয়ে দিবো; ধন্যবাদ। আর হচ্ছে, এক্সামে লেখার সময় এগুলোর সাথে Introduction, Conclusion অ্যাড করে দিবেন। এখানে জাস্ট মেইন পয়েন্টটুকু লেখা আছে।]
★★★ Crossing Brooklyn Ferry ★★★
---- Walt Whitman
এটা অনেক বড় একটা কবিতা, Reading Skills এ মনে হয়না আসবে। তাই এটার শুধু summary টাই করছি।
★★ Bangla Paraphrase:-
Walt Whitman তাঁর 'Crossing Brooklyn Ferry' কবিতাটিতে পানি ও স্থলভাগের প্রতীকী উপস্থাপনা দ্বারা এই বিশ্বজগতের দ্বিতত্তবাদ (Dualism) ফুটিয়ে তুলেছেন। এই কবিতাটির মূল চিত্রকল্প হচ্ছে ফেরি যা স্থান ও সময়ের সার্বজনীন গতির প্রতীক এবং যা অতীত, বর্তমান ও ভবিষ্যতের আরােহণকারী সকল নারি-পুরুষের আত্মিক একতার প্রতীক। কবিতার প্রথমেই কবি জোয়ার, মেঘ, সূর্য ইত্যাদি প্রাকৃতিক উপাদানগুলাের কথা উল্লেখ করেছেন এবং তাদেরকে কবি মুখােমুখি প্রত্যক্ষ করছেন। সাধারণ পােশাকের নারী-পুরুষের ভিড় এবং নদী পারাপারের দৃশ্যগুলাের সাথে প্রাকৃতিক উপাদানগুলাে মিশে কবির মনে এক আধ্যাত্মিক ভাবের সৃষ্টি হয়েছে।
★★ Summary:-
The poem is a description of natural beauty beside the Brooklyn river. The poet depicts the natural beauty of Brooklyn by the power of his poetry. When he and some of passengers were crossing the river, the natural beauty of Brooklyn attracted him. So, he composed the poem.
Its a philosophical poem. The poet expresses his indirect conception of the unity of all things despite their different appearances. The beauty of a thing is different from one stage to another stage.
It is a mystical experience of the poet. A sense of unity and unreality of time and space. The poet feels a presence of a divine reality behind and within the ordinary world. He sees one undivided changeless life in all lives. According to him all things are permanent. The poem also makes a relationship between body and soul with the help of mysticism. The poet given a beautiful description of nature. The scenes made the poet happy and gives him pleasure. He identifies that nature is a part of a ground existence.
***To err is human.
---- Written by Krishna Mandal