🔘১ম বর্ষে আমার ভ্রান্তিবিলাস!
১)❝স্টাডি গাইড❞ এইটা আবার কী জিনিস?আমার শুধু মেইন বই আছে। এগুলো ভালো করে পড়লেই হবে।
২)ব্রড কুয়েশ্চান ৯/১০ পেইজ না লিখলে মার্কস পাইবা না বুঝলা, বেশি বেশি লিখবা। আরেহহ কী বলেন, আমার হাতে মেশিন না দেখলে বুঝবেন না। হলে সবার আগেই শেষ হয়ে যায় আমার, একটা ব্রডে একজন বলছে ৯/১০ পেইজ লিখতে, আমি এত কম লিখব কেন ১২/১৩ পেইজ লিখব। যেই ভাবা সেই কাজ।
৩)একটা ব্রড শিখব তরসমতে সব দিব সামারী, রাইম স্কীম,ফীগার অভ স্পিচ কিচ্ছু বাদ নাই।একটা ব্রড থেকেই ৫টা দেওয়া যাবে। একটাতেই হবে নো প্রব্লেম। রিজাল্ট, কুয়েশ্চান অনুযায়ী এন্স্যা মানসম্মত হয়না।
তাতে কী?আমি তো টাইন্না টুইন্না ফাস্টকেলাস পাইয়া লাইছি।🤭
🔘যা করনীয়
ডিয়ার ফার্স্ট ইয়ার,ওইসব মান্দাতার আমলের ধ্যান ধারণা বাদ দিন। মনে রাখবেন ১ম বর্ষ আপনাদের সুবর্ণ সুযোগ। কোনোভাবেই হাত ছাড়া করা যাবে না। যেভাবে লিখবেন__
১)অবশ্যই কুয়েশ্চান রিলেইটেড আন্স করবেন। সূচনা টা সুন্দরভাবে লিখবেন।গতানুগতিক ধারা চেইঞ্জ করবেন। স্টাডি গাইড হুবুহু না দেওয়াই উত্তম। ফ্রী হ্যান্ড রাইটিংয়ে এক্সপার্ট হওয়ার চেষ্টা করুন।
২)যেই কবিতার প্রশ্নই আসুক না কেন,চেষ্টা করবেন কবিতা লিখার সালটা আর কবি সম্পর্কে কিছু তথ্য লিখতে। যত বেশি ইনফরমেইশান ততবেশি মার্কস।
৩)প্রশ্ন রিলেইটেড কুটেইশান লিখবেন। অনেকেই কালারিং পেন ইউজ করেন হাইলাইট করার জন্য। ব্যক্তিগত মতামত অনুযায়ী এটা ইউজ না করাই ভালো, প্রথমত সময় নষ্ট হয়, দ্বিতীয়ত অনেক স্যার/ম্যামের চোখে এটা খারাপ লাগবে।
৪)৮/৯/১০ পেইজ লিখার কোনো প্রয়োজন নেই।মেইন টপিকটা যদি ৫পেইজেও ফুটিয়ে তুলতে পারেন অনেক ভালো মার্কস আসবে।সুতরাং প্রতিটা ব্রডের জন্য ৬পেইজ করে লিখার চেষ্টা করবেন।
৫)এক প্যারাতে না লিখে ৪/৫ প্যারায় লিখবেন। দেখতে সুন্দর লাগবে। অনেকেই মোটা মোটা লিখা দিয়ে পেইজ ফিলআপ করে আসেন, দয়া করে এটা করতে যাবেন না। ডিম পাবেন হাতির।
৬)মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, পরিক্ষা শুরু করবেন পার্ট এ দিয়ে। এ শেষ করে সি ধরবেন। কারণটা বুঝাই_ব্রড প্রশ্ন দিতে হবে ৫টা। আপনার লিখা যদি দ্রুত হয় তাহলে সময়ের ভেতরেই এবিসি শেষ করতে পারবেন।যাদের স্লো তাদের জন্য সমস্যা। আগে এ লিখে সি, সি তে প্রশ্ন দেওয়া লাগবে ৫টা। ৫টা ব্রড লিখতে গিয়ে যদি আপনার ১/২টা বি ছুটে যায় তাহলে মার্কস যাবে ৪/৮। কিন্তু যদি সিরিয়ালি লিখতে যান এবিসি এইভাবে তাহলে হয়তো বি টা কম্পলিটলি শেষ করতে গিয়ে একটা ব্রড ছুটে যেতে পারে, দ্যাট মিন্স আপনার ১০ নম্বর ছুটে গেল।তাছাড়া, সিরিয়ালি লিখলে শেষ সময়টায় ব্রড লিখার সময় তাড়াহুড়ো করতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেইশানই মাথা থেকে চলে যাবে। তাই আগে এ তারপর সি এবং সর্বশেষে বি লিখবেন।
শুভকামনা সবার জন্য। 🌼
Sonia Mahid